Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

ধারা ২০০ ম্যাজিস্ট্রেট এর নিকট ফরিয়াদীর জবানবন্দি

Chapter 16 Of Complaints to Magistrates ধারা ২০০ ম্যাজিস্ট্রেট এর নিকট ফরিয়াদীর জবানবন্দি নালিশের ভিত্তিতে অপরাধ আমলে আনয়নকারি ম্যাজিস্ট্রেট অবিলম্বে ফরিয়াদীকে এবং উপস্থিত যদি থাকে, সাক্ষীগণের মধ্যে যে কয়জনের উপযুক্ত বিবেচনা করেন, তাদের শপথ গ্রহণপূর্বক জবানবন্দি গ্রহণ করবেন ও জবানবন্দির সারাংশ লিপিবদ্ধ করবেন এবং ফরিয়াদী বা এইরূপ সাক্ষী উহাতে স্বাক্ষর দান করবেন, এবং ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর দান করবেন। তবে শর্ত নিম্নে প্রদত্ত হলাে যে- ক) যখন লিখিত নালিশ করা হয় তখন ধারা ১৯২ এর অধীন মােকদ্দমাটি হস্তান্তরের পূর্বে এইরূপ জবানবন্দি গ্রহণের প্রয়ােজন আছে বলে এখানে কিছুই বর্ণিত হয় নাই। কক) যখন লিখিত নালিশ করা হয় এবং আদালত বা সরকারি কর্মচারী তার সরকারি কর্তব্য সম্পাদনের সময় এই ধারণা করা হয় যে সরকারি কর্তব্য সম্পাদনের সময় এই নালিশ করেন, তখন ফরিয়াদীর এইরূপ জবানবন্দি গ্রহণের প্রয়ােজন আছে বলে এখানে কিছুই বর্ণিত হয় নাই। খ) প্রশাসনিক আদেশ, ১৯৪৯ এর তফসিল বলে বাতিলকৃত। গ) যখন ধারা ১৯২-এর অধীন মােকদ্দমা হস্তান্তর করা হয় এবং হস্তান্তরকারি ম্যাজিস্ট্রেট পূর্বেই ফরিয়াদীর এবং সাক্ষী থাকলে স্...

Cognizance of Offences by Magistrate ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া Crpc

Conditions Required for Initiation of Proceedings মোকদ্দমা দায়ের এর জন্য প্রয়োজনীয় শর্তাদি Cognizance of Offences by Magistrate ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া ধারা ১৯০ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া ১) অতঃপর উল্লেখিত ব্যতিক্রম ব্যতিত কোন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এবং উপ-ধারা (১) ও (২) এর আওতায় এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোন ম্যাজিস্ট্রেট যে কোন অপরাধ আমলে আনতে পারবেন- ক) এমন বিষয়াবলী সম্বন্ধে নালিশ পাইয়া যার মাধ্যমে উক্ত অপরাধ সংঘটিত হয়; খ) কোন পুলিশ কর্মকর্তার কাছ থেকে এইরূপ বিষয়াদি সম্বন্ধে লিখিত প্রতিবেদন পাইয়া; গ) এইরূপ অপরাধ সংঘটিত হয়েছে মর্মে পুলিশ কর্মকর্তা ব্যতিরেকে অন্য কোন ব্যক্তির কাছ থেকে খোঁজ পাইয়া বা নিজের জ্ঞানমতে বা সন্দেহবশত- ২) সরকার অথবা এতদ্বিষয়ে হাইকোর্ট বিভাগের জারিকৃত সাধারণ বা বিশেষ আদেশ সাপেক্ষে, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় বা ৩য় শ্রেণীর যে কোন ম্যাজিস্ট্রেটকে (১) উপধারার (ক) দফা বা (খ) দফার অধীন সে সকল অপরাধ আমলে নেবার ক্ষম...

অনুসন্ধান ও বিচারে ফৌজদারি আদালতগুলির এখতিয়ার

Proceedings in Prosecutions সরকারের পক্ষে মােকদ্দমা পরিচালনা পদ্ধতি Part 6 যষ্ঠ ভাগ Chapter 15 পঞ্চদশ অধ্যায়। of the Jurisdiction of the Criminal Courts in Inquiries and Trials অনুসন্ধান ও বিচারে ফৌজদারি আদালতগুলির এখতিয়ার A.- Place of Inquiry or Trial ক. অনুসন্ধান বা বিচারের স্থান ধারা ১৭৭ অনুসন্ধান ও বিচারের সাধারণ স্থান প্রত্যেক অপরাধের অনুসন্ধান ও বিচার সাধারণত সেইরূপ একটি আদালত কর্তৃক অনুষ্ঠিত হবে যে আদালতের স্থান অধিক্ষেত্রের মধ্যে উক্ত অপরাধটি করা হয়েছিল। ধারা ১৭৮ বিভিন্ন দায়রা বিভাগে মােকদ্দমার বিচারে আদেশ প্রদানের ক্ষমতা ধারা, ১৭৭ এ যাই বর্ণিত থাকুক না কেন, সরকার নির্দেশ দিতে পারবেন যে, কোন জেলায় বিচারার্থে প্রেরিত কোন মােকদ্দমা বা কোন শ্রেণীর মােকদ্দমার বিচার যে কোন দায়রা বিভাগে হতে পারে। ধারা ১৭৯ যে জেলায় অপরাধের কাজ সম্পাদিত হয় বা যে জেলায় ঐ কাজের পরিণতি ঘটে সে জেলায় অপরাধ বিচারযােগ্য হবে যখন কোন কিছু সম্পাদন করা এবং তার পরিণতির কারণে যেক্ষেত্রে কোন কাজ অপরাধ হয়, সেক্ষেত্রে ঐ অপরাধের অনুসন্ধান বা বিচার সেই আদালত করতে পারেন যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে...

আমলযােগ্য মামলার ক্ষেত্রে সংবাদ এজাহার প্রাথমিক তথ্য বিবরণী বা F. I. R

part 5 information to the police and their powers to investigate পুলিশকে দেওয়া সংবাদ এবং তদন্ত করতে তাদের ক্ষমতা Chapter 14 চতুর্দশ অধ্যায় ধারা ১৫৪ আমলযােগ্য মামলার ক্ষেত্রে সংবাদ/এজাহার আমলযােগ্য অপরাধ সংঘটন সম্পর্কিত প্রত্যেক সংবাদ, যদি থানার ভারপ্রাপ্ত অফিসারের কাছে, মৌখিকভাবে দেওয়া হয়, তবে তা উক্ত অফিসার কর্তৃক বা তাঁর নির্দেশে লিখিত আকারে রূপান্তরিত হবে এবং সংবাদ দাতাকে উহা পড়িয়া শুনাইতে হবে, এবং লিখিতভাবে প্রদত্ত বা উক্তরূপে লিপিবদ্ধ প্রত্যেকটি সংবাদে সংবাদদাতা স্বাক্ষর করবেন, এবং উহার সারমর্ম উক্ত অফিসার কর্তৃক সরকারের নির্ধারিত ফরম মােতাবেক রক্ষিত একটি বহিতে নথিভুক্ত করতে হবে। আলােচনা ও প্রয়ােগ এজাহার বা প্রাথমিক তথ্য বিবরণী বা F. I. R কি (What is F.I.R?) এজাহারের সংজ্ঞা সম্পর্কে ফৌজদারি কার্যবিধিতে উল্লেখ নেই। থানায় কোন অপরাধ সম্পর্কে প্রথম যে সংবাদ পাওয়া যায় তা এজাহার নামে পরিচিত। সময়ের দিক দিয়ে এ বিবরণটা প্রথম দেয়া হয় বলে প্রাথমিক তথ্য বিবরণী বলা হয়। (The First information report is the earliest information of an offence.) পুলিশ রেগুলেশনের নিয়ম-২৩৪ অনুসারে ...

পুলিশের নিবারণ মূলক প্রতিরোধমূলক কাজকর্ম ফৌজদারী কার্যবিধি

Chapter 12 Preventive Action of the Police ত্রয়োদশ অধ্যায় - পুলিশের নিবারণ মূলক প্রতিরোধমূলক কাজকর্ম ধারা ১৪৯ আমলযােগ্য অপরাধাদি পুলিশ নিবারণ করবে প্রত্যেক পুলিশ অফিসার যে কোন ধর্তব্য অপরাধের (আমলযােগ্য অপরাধের) নিবারণ করার প্রয়ােজনের কারণে হস্তক্ষেপ করতে পারেন, এবং আমলযােগ্য অপরাধের অনুষ্ঠান তিনি তার সাধ্যমত নিবারণ করবেন। ধারা ১৫০ আমলযােগ্য অপরাধ করার মতলবের সংবাদ প্রত্যেক পুলিশ অফিসার যে কোন আমলযােগ্য অপরাধ করার মতলবের সংবাদ পাইলে তিনি যার অধঃস্তন কর্মচারী তাঁকে, এবং অন্য যে কোন অফিসারকে যার কর্তব্য হলাে ঐরূপ কোন অপরাধের সংঘটন নিবারণ করা বা ঐরূপ কোন অপরাধ বিচারার্থ গ্রহণ করা-তাকে, ঐ সংবাদ প্রদান করবেন। ধারা ১৫১ অনুরূপ অপরাধ নিবারণ করতে গ্রেফতার কোন পুলিশ অফিসার যদি কোন আমলযােগ্য অপরাধ সংঘটনের ষড়যন্ত্রের কথা জ্ঞাত হন এবং তার নিকট যদি প্রতীয়মান হয় যে, উক্ত অপরাধ সংঘটন অন্যভাবে নিবারণ করা যাবে না, তা হলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ ও পরােয়ানা ছাড়াই ষড়যন্ত্রকারি ব্যক্তিকে গ্রেফতার করতে পারবেন। ধারা ১৫২ সর্বসাধারণের সম্পত্তির ক্ষতি নিবারণ সর্বসাধারণের স্থাবর বা অস্থাবর যে কো...

স্থাবর সম্পত্তি বিষয়ে বিরোধ- ফৌজদারী কার্যবিধি আইন

Chapter 12 - Disputes as to Immovable Property - Law of Criminal Procedure দ্বাদশ অধ্যায় - স্থাবর সম্পত্তি বিষয়ে বিরোধ- ফৌজদারী কার্যবিধি আইন ধারা ১৪৫ জমি প্রভৃতি সম্বন্ধীয় বিরােধের কারণে শান্তিভঙ্গ ঘটাইতে পারে সেক্ষেত্রে পদ্ধতি ১) যেক্ষেত্রে কোন জেলা ম্যাজিস্ট্রেট, বা সরকার কর্তৃক এতদুদ্দেশ্যে ক্ষমতাবান যে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদন বা অন্য কোনরূপ সংবাদ পেয়ে এই মর্মে সস্তুষ্ট হন যে, তার স্থানীয় অধিৰেত্রের মধ্যে জমি বা জলাশয় বা উহার সীমানা সম্পর্কে এমন একটি বিবাদ রহিয়াছে, যা শান্তিভঙ্গ ঘটাইতে পারে, সেক্ষেত্রে তিনি তার এইরূপ সম্ভষ্ট হওয়ার কারণ উল্লেখপূর্বক তার দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট পক্ষসমূহকে ব্যক্তিগতভাবে বা এডভােকেটের দ্বারা তার আদালতে উপস্থিতির এবং বিরােধে বিষয়বস্তুতে প্রকৃত দখল সম্পর্কে তাদের স্ব-স্ব দাবি সম্বন্ধে লিখিত বক্তব্য পেশ করতে বলে একটি লিখিত আদেশ দিবেন। ২) অত্র ধারার প্রয়ােজনে, “জমি বা জলাশয়” বলতে অট্টালিকা/দালান, বাজার, মাছের ভেড়ী, শস্য বা জমির অন্যান্য উৎপন্ন দ্রব্যাদি, এবং ঐরূপ কোন সম্পত্তির ভাড়া বা মুনাফাকেও বুঝাইবে। ৩) ...

গণ উৎপাত - ফৌজদারী কার্যবিধি আইন

Chapter 10 - Public Nuisance - Law of Criminal Procedure দশম অধ্যায় - গণ উৎপাত - ফৌজদারী কার্যবিধি আইন ধারা ১৩৩ উপদ্রবের অপসারণের জন্য শর্তাধীন আদেশ ১) যে ক্ষেত্রে কোন জেলা ম্যাজিস্ট্রেট [বা অন্য যেকোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট] অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক পুলিশ রিপোর্ট বা অন্য কোনোরূপ সংবাদ পেয়ে এবং প্রয়োজন অনুসারে সাক্ষ্য (যদি থাকে) গ্রহণপূর্বক মনে করেন যে, জনসাধারণ আইন সঙ্গতভাবে ব্যবহার করছে বা করতে পারে এইরূপ কোন পথ, নদী বা খাল থেকে বা সর্বসাধারণের ব্যবহার্য কোন স্থান হতে কোন বেআইনি প্রতিবন্ধকতা বা উপদ্রব অপসারণ করা উচিত। কোন ব্যবসা বা পেশা চালানাে বা কোন মালপত্র বা পণ্যদ্রব্য রাখা স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য বা শারিরিক আরামের পক্ষে ক্ষতিকর এবং সেই কারণে উক্ত ব্যবসা বা পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত করা উচিত এবং সেই কারণে উক্ত ব্যবসা বা পেশা নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত হওয়া উচিত বা উক্ত মাল বা পণ্যদ্রব্য অপসারণ করা উচিত বা তা রাখা নিয়ন্ত্রণ করা উচিত; বা কোন অট্টালিকা বা দালান নির্মাণ, বা কোন পদার্থের বিলিবন্দেজ, যা সম্ভবতঃ প্রচন্ড অগ্নিকান্ড বা বিস্ফোরণের উপলক্ষ্য হতে প...