- Get link
- X
- Other Apps
Chapter 9 unlawful assembly Law of Criminal Procedure Code নবম অধ্যায় - বেআইনি সমাবেশ - ফৌজদারী কার্যবিধি আইন ধারা ১২৭ ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের আদেশে জনসমাবেশ ভঙ্গকরণ কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কোন থানার ভারপ্রাপ্ত অফিসার কোন বেআইনি সমাবেশ সার্বক্ষণিক শান্তি সম্ভবতঃ বিঘ্ন করবে এমন পাঁচ বা ততোধিক ব্যক্তির এমন কোন সমাবেশকে ছত্রভঙ্গ হওয়ার হুকুম দিতে পারেন; এবং তখন জন সমাবেশ সদস্যদের কাজ হবে সেই অনুসারে ছত্রভঙ্গ হওয়া। ধারা ১২৮ জনসমাবেশ ছত্রভঙ্গের জন্য বেসামরিক শক্তি প্রয়ােগ যদি, এইরূপ হুকুমে ঐরূপ কোন জনসমাবেশ ছত্রভঙ্গ না হয়, বা যদি, এরূপে হুকুম না পেয়ে, এরপ জনসমাবেশ এইরূপভাবে নিজেকে চালনা করে যে, ছত্রভঙ্গ হবে না বলে দুঃসাহস দেখায় তাহলে কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা কোন থানার ভারপ্রাপ্ত অফিসার বল প্রয়ােগ করে এ জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য অগ্রসর হতে পারেন, এবং ঐরূপ ছত্রভঙ্গ করার জন্য এবং যদি প্রয়োজন হয়, ঐরূপ জনসমাবেশ ছত্রভঙ্গ করার উদ্দেশে বা ঐরূপ জনসমাবেশ অংশগ্রহণকারীদের যাতে আইনানুসারে দণ্ড দেওয়া যেতে পারে সেইরূপ উদ্দেশে এরূপ জনসমাবেশে অংশগ্রহণকারী ব্যক্তিদের গ...