Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Prevention of Offences Security for Keeping the Peace for Good Behaviour শান্তিরক্ষা সদাচরণের জন্য মুচলেকা বন্ড

Part 4 চতুর্থ ভাগ Prevention of Offences অপরাধ নিবারণ (দমন) Chapter 8 অষ্টম অধ্যায় Of Security for Keeping the Peace for Good Behaviour শান্তিরক্ষা ও সদাচরণের জন্য মুচলেকা (বন্ড) ধারা ১০৬ দোষি সাব্যস্ত হওয়ার পর শান্তিরক্ষার মুচলেকা ১) যেক্ষেত্রে কোন ব্যক্তি দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) এর অষ্টম অধ্যায়ের আওতায় কোন অপরাধ ধারা ১৪৩, ধারা-১৪৯, ধারা-১৫৩ক ও ধারা-১৫৪ এ শাস্তিযােগ্য অপরাধ ব্যতিত বা আঘাত বা শান্তি ভঙ্গের সম্বলিত অন্য কোন অপরাধ বা অপরাধ করতে সহযােগিতা, বা ভীতি প্রদর্শনকরার দায়ে অভিযুক্ত হয়ে হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক দণ্ডাদেশ প্রাপ্ত হয়, এবং উক্ত আদালত এইরূপ মত পােষণ করেন যে, শান্তি রক্ষার জন্য উক্ত ব্যক্তির কাছ থেকে মুচলেকা (বণ্ড) নেওয়া প্রয়ােজন, সেক্ষেত্রে উক্ত আদালত উক্ত ব্যক্তিকে দণ্ডাজ্ঞা দেওয়ার সময় ৩ (তিন) বছরের বেশি নয় এরূপ সময়ের জন্য যেইরূপ উক্ত আদালত যথাযথ মনে করেন, শান্তি রক্ষার জন্য, জামিনদারসহ বা জামিনদার ব্যতিত তার সামর্থ্যের সাথে সঙ্গতিপূর্ণ যে কোন পরিমাণ অর্থের জন্য একটি...

দলিলসমূহ ও অন্যান্য অস্থাবর সম্পত্তি হাজির করতে বেআইনিভাবে আটক ব্যক্তিকে খুঁজে বের করার ওয়ারেন্ট

Chapter 7 সপ্তম অধ্যায় of Processes to Compel the Production of Documents and Other Movable Property, and for the Discovery of Persons Wrongfully Confined দলিলসমূহ ও অন্যান্য অস্থাবর সম্পত্তি হাজির করতে এবং বেআইনিভাবে আটক ব্যক্তিকে খুঁজিয়া বাহির করতে বাধ্য করার ওয়ারেন্ট সম্বন্ধে Summon to Produce দলিলাদি হাজির করার সমন ধারা ৯৪ দলিলাদি বা অন্য দ্রব্যাদি পেশ করতে সমন ১) যখন কোন আদালত বা কোন থানার ভারপ্রাপ্ত অফিসার এই কার্যবিধির আওতায় তদন্ত, অনুসন্ধান, বিচার বা অপর আইনি প্রতিবিধান ব্যবস্থার কার্য পরিচালন প্রণালীতে কোন দলিল বা কোন জিনিস পেশ করা প্রয়ােজন বা বাঞ্চনীয় বলিয়া মনে করেন, তখন উক্ত আদালত বা অফিসার সমন বা লিখিত আদেশ দ্বারা যে ব্যক্তির নিকট উক্ত দলিল বা বস্তু রহিয়াছে মর্মে অনুমিত হয়, তাকে সমন বা আদেশ লিখিত সময় ও স্থানে হাজির হতে ও উহার দাখিল করতে, বা উক্ত সমন বা আদেশে বলা সময় ও স্থানে তা পেশ করতে, ফরমাশ করতে পারেন। তবে শর্ত থাকে যে, উক্তরূপ কোন অফিসার ব্যাংকার বুক এভিডেন্স এ্যাক্ট, ১৮৯১ (১৮৯১ সনের ১৮নং আইন) এর সংজ্ঞা মােতাবেক কোন ব্যাংকের বা ব্যাংকারের হেফাজতে রক্ষিত কোন...

সমন জারি - উপস্থিত হতে বাধ্য করার ব্যবস্থা Criminal Procedure Code

Chapter 4 ষষ্ঠ অধ্যায় Of Process to Compel Appearance - Summons সমন- উপস্থিত হতে বাধ্য করার ব্যবস্থা ধারা ৬৮ সমনের ফরম ১) অত্র কার্যবিধির আওতায় আদালত কর্তৃক জারি করা প্রত্যেক সমন লিখিতভাবে ও দুই প্রস্থে দিতে হবে এবং উক্ত আদালতের প্রিসাইডিং অফিসার বা সুপ্রীম কোর্ট কর্তৃক সময়ে সময়ে, প্রণীত বিধি দ্বারা নির্দেশিত অন্য কোন অফিসার কর্তৃক স্বাক্ষরিত ও সীলমােহর লাগানাে থাকবে। (২) সমন কার দ্বারা জারি করতে হবে এইরূপ পুলিশ অফিসার কর্তৃক বা সরকার কর্তৃক এই সম্পর্কে প্রণীত বিধি মােতাবেক সমন প্রদানকারি আদালতের অফিসার কর্তৃক বা অন্য সরকারি কর্মচারীর মাধ্যমে সমন জারি হবে। ধারা ৬৯ সমন কিভাবে জারি করতে হবে ১) যাকে সমন দেওয়া হবে সম্ভব হলে দুই কপির একটি তার কাছে প্রদানপূর্বক, বা প্রদানের প্রস্তাপূর্বক ব্যক্তিগতভাবে সমন জারি করতে হবে। (২) সমন প্রাপ্তির স্বাক্ষর জারিকারি কর্মকর্তা দাবী করবে এইরূপ যাদের উপর সমন জারি করা হইল, তাদের প্রত্যেককে দ্বিতীয় কপি সমনের অপর পৃষ্ঠায় স্বাক্ষরপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন। ৩) বাংলাদেশে কোন সমিতিবদ্ধ কোম্পানী বা কোন সমিতিবদ্ধ প্রতিষ্ঠানের উপর সমন জারি করতে হলে তা ...

গ্রেফতার পলায়ন ও পুনরায় গ্রেফতারের বিধান

Chapter 5 পঞ্চম অধ্যায় of Arest Escape and Retaking গ্রেফতার পলায়ন ও পুনরায় গ্রেফতার Arest Generally সাধারণভাবে গ্রেফতার ধারা ৪৬ কিভাবে গ্রেফতার করা হয় ১) কোন একটি গ্রেপ্তার করতে, গ্রেপ্তারকারি পুলিশ কর্মকর্তা বা অন্য ব্যক্তি, যাকে গ্রেফতার করতে হবে সেই ব্যক্তির প্রকৃতপক্ষে দেহ স্পর্শ করবেন বা বন্দী করবেন যদিনা সে কথায় বা কাজে আত্মসমর্পণ করে কয়েদ স্বীকার করে। ২) গ্রেফতারের চেষ্টায় প্রতিরােধ উক্ত ব্যক্তি জোর করে তাকে গ্রেফতারের চেষ্টায় বাধা প্রদান করলে বা গ্রেফতার এড়াইতে চেষ্টা করলে উক্ত পুলিশ কর্মকর্তা বা অন্য ব্যক্তি গ্রেফতার কার্যকর করার লক্ষ্যে প্রয়ােজনীয় সকল পন্থা অবলম্বন করতে পারেন। ৩) এই ধারায় কোন কিছুই যে ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযােগ্য অপরাধে অভিযুক্ত নয় তার মৃত্যু ঘটাইতে কোন অধিকার প্রদান করে নাই। ধারা ৪৭ যাকে গ্রেফতার করতে চাওয়া হয়েছে সে কোন স্থানে প্রবেশ করে থাকিলে সেই স্থানে তল্লাশি গ্রেফতারী ওয়ারেন্ট কার্যকরত কোন ব্যক্তি বা গ্রেফতার করতে ক্ষমতা আছে এমন কোন পুলিশ কর্মচারীর এমন বিশ্বাস করার কারণ থাকে যে, যে ব্যক্তিকে গ্রেফতার করতে হবে, তিনি ক...

ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেফতারকারী ব্যক্তিগণকে সাহায্য প্রদান ও তথ্য প্রদান

Part 3 তৃতীয় ভাগ General Provisions Criminal Procedure Code সাধারণ বিধানাবলী Chapter 4 চতুর্থ অধ্যায় Of Aid and Information to the Magistrates, the Police and Persons making Arrests ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেফতারকারী ব্যক্তিগণকে সাহায্য প্রদান ও তথ্য প্রদান ধারা ৪২ জনসাধারণ যেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করবেন কোন ম্যাজিস্ট্রেট জুডিসিয়াল বা নির্বাহী অথবা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য চাইলে, প্রত্যেক ব্যক্তি ক) অন্য কোন ব্যক্তিকে, যে ব্যক্তিকে গ্রেফতার করার জন্য উক্ত ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, গ্রেফতার করতে বা তার পলায়ন প্রতিরােধ করতে; খ) শান্তিভঙ্গের আশংকা প্রতিরােধ অথবা শাস্তিভঙ্গ দমন করতে অথবা রেলপথ, খাল, টেলিগ্রাফ বা সরকারি সম্পত্তির প্রতি ক্ষতির প্রচেষ্টা প্রতিরােধে সাহায্য করতে বাধ্য। ধারা ৪৩ পুলিশ অফিসার ব্যতিত ওয়ারেন্ট জারিকারি অন্য ব্যক্তিকে সহযােগিতা প্রদান যেক্ষেত্রে পুলিশ অফিসার ব্যতিত ওয়ারেন্ট কার্যকরি করার জন্য অন্য কোন ব্যক্তিকে নির্দেশ প্রদান করা হয় এবং তিনি কাছে থেকে উক্ত ওয়ারেন্ট কার্যকরি করেন, সেক্ষেত্রে অন্য কোন...

Powers of Courts আদালতসমূহের ক্ষমতাসমূহ Chapter 3 তৃতীয় অধ্যায় Criminal Procedure Code

Chapter 3 তৃতীয় অধ্যায় Powers of Courts আদালতসমূহের ক্ষমতাসমূহ ধারা ২৮ দণ্ডবিধির অপরাধ:  অত্র কার্যবিধির অন্যান্য বিধান সাপেক্ষে দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) তে উল্লেখিত যে কোন অপরাধের বিচার করবেন- ক) হাইকোর্ট বিভাগ, অথবা খ) দায়রা আদালত, অথবা গ) অন্য কোন আদালত, যে আদালত এইরূপ অপরাধের বিচার করতে পারেন মর্মে তফসিল-২ এর কলাম-৮ এ প্রদর্শন করা হয়েছে। ধারা ২৯ অন্যান্য আইন মােতাবেক অপরাধ:  ১) অত্র কার্যবিধির অন্যান্য বিধান সাপেক্ষে অন্য আইনে উল্লেখিত অপরাধের বিচার উক্ত আইনে কোন আদালতের উল্লেখ থাকলে সেই আদালতে হবে। ২) তবে যেক্ষেত্রে এইরূপ আদালতের উল্লেখ না থাকে, সেক্ষেত্রে উক্ত অপরাধের বিচার হাইকোর্ট বা উপরে উল্লেখিত বিধান অনুসারে অত্র কার্যবিধি দ্বারা গঠিত যে আদালত এইরূপ অপরাধের বিচার করতে পারেন মর্মে তফসিল-২ এর কলাম-৮ এ প্রদর্শিত হয়েছে, সেই আদালতে হবে। ধারা ২৯খ কিশােরদের ক্ষেত্রে এখতিয়ার যেক্ষেত্রে কোন ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতিরেকে অন্য কোন অপরাধ সংঘটন করে থাকে এবং তার আদালতে উপস্থিত হওয়ার বা তাকে উপস্থিতির তারিখে তার বয়স পনের বছরের নি...