Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেফতারকারী ব্যক্তিগণকে সাহায্য প্রদান ও তথ্য প্রদান

Part 3 তৃতীয় ভাগ General Provisions Criminal Procedure Code সাধারণ বিধানাবলী Chapter 4 চতুর্থ অধ্যায় Of Aid and Information to the Magistrates, the Police and Persons making Arrests ম্যাজিস্ট্রেট, পুলিশ ও গ্রেফতারকারী ব্যক্তিগণকে সাহায্য প্রদান ও তথ্য প্রদান ধারা ৪২ জনসাধারণ যেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ও পুলিশকে সাহায্য করবেন কোন ম্যাজিস্ট্রেট জুডিসিয়াল বা নির্বাহী অথবা পুলিশ অফিসার যুক্তিসঙ্গতভাবে সাহায্য চাইলে, প্রত্যেক ব্যক্তি ক) অন্য কোন ব্যক্তিকে, যে ব্যক্তিকে গ্রেফতার করার জন্য উক্ত ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, গ্রেফতার করতে বা তার পলায়ন প্রতিরােধ করতে; খ) শান্তিভঙ্গের আশংকা প্রতিরােধ অথবা শাস্তিভঙ্গ দমন করতে অথবা রেলপথ, খাল, টেলিগ্রাফ বা সরকারি সম্পত্তির প্রতি ক্ষতির প্রচেষ্টা প্রতিরােধে সাহায্য করতে বাধ্য। ধারা ৪৩ পুলিশ অফিসার ব্যতিত ওয়ারেন্ট জারিকারি অন্য ব্যক্তিকে সহযােগিতা প্রদান যেক্ষেত্রে পুলিশ অফিসার ব্যতিত ওয়ারেন্ট কার্যকরি করার জন্য অন্য কোন ব্যক্তিকে নির্দেশ প্রদান করা হয় এবং তিনি কাছে থেকে উক্ত ওয়ারেন্ট কার্যকরি করেন, সেক্ষেত্রে অন্য কোন...

Powers of Courts আদালতসমূহের ক্ষমতাসমূহ Chapter 3 তৃতীয় অধ্যায় Criminal Procedure Code

Chapter 3 তৃতীয় অধ্যায় Powers of Courts আদালতসমূহের ক্ষমতাসমূহ ধারা ২৮ দণ্ডবিধির অপরাধ:  অত্র কার্যবিধির অন্যান্য বিধান সাপেক্ষে দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) তে উল্লেখিত যে কোন অপরাধের বিচার করবেন- ক) হাইকোর্ট বিভাগ, অথবা খ) দায়রা আদালত, অথবা গ) অন্য কোন আদালত, যে আদালত এইরূপ অপরাধের বিচার করতে পারেন মর্মে তফসিল-২ এর কলাম-৮ এ প্রদর্শন করা হয়েছে। ধারা ২৯ অন্যান্য আইন মােতাবেক অপরাধ:  ১) অত্র কার্যবিধির অন্যান্য বিধান সাপেক্ষে অন্য আইনে উল্লেখিত অপরাধের বিচার উক্ত আইনে কোন আদালতের উল্লেখ থাকলে সেই আদালতে হবে। ২) তবে যেক্ষেত্রে এইরূপ আদালতের উল্লেখ না থাকে, সেক্ষেত্রে উক্ত অপরাধের বিচার হাইকোর্ট বা উপরে উল্লেখিত বিধান অনুসারে অত্র কার্যবিধি দ্বারা গঠিত যে আদালত এইরূপ অপরাধের বিচার করতে পারেন মর্মে তফসিল-২ এর কলাম-৮ এ প্রদর্শিত হয়েছে, সেই আদালতে হবে। ধারা ২৯খ কিশােরদের ক্ষেত্রে এখতিয়ার যেক্ষেত্রে কোন ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ ব্যতিরেকে অন্য কোন অপরাধ সংঘটন করে থাকে এবং তার আদালতে উপস্থিত হওয়ার বা তাকে উপস্থিতির তারিখে তার বয়স পনের বছরের নি...

Criminal Courts Offices ফৌজদারি আদালত কার্যালয়সমূহ এর গঠন ক্ষমতা শ্রেণীবিভাগ

Part 2: Constitution and Powers of Criminal Courts and Offices দ্বিতীয় ভাগ: ফৌজদারি আদালত ও কার্যালয়সমূহ এর গঠন এবং ক্ষমতা Chapter 2: Of the Constitution of Criminal Courts and Offices দ্বিতীয় অধ্যায়ঃ ফৌজদারি আদালত ও কার্যালয় সমূহের গঠন A) Classes of Criminal Courts ক) ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ ধারা ৬ ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ (১) সুপ্রীম কোর্ট ও এই আইন ছাড়া বর্তমানে বলবৎ অন্য কোন আইন দ্বারা গঠিত আদালত ব্যতীত বাংলাদেশে ২(দুই) প্রকারের ফৌজদারি আদালত থাকবে- ক) দায়রা আদালত খ) ম্যাজিস্ট্রেট আদালত (২) দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে, যথা ক) জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, এবং খ) নির্বাহী ম্যাজিষ্টেট। (৩) চার শ্রেণীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে- ক) মেট্রোপলিটন এলাকায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এবং অন্য সব এলাকাতে থাকবেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট খ) প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, যিনি মেট্রোপলিটন এলাকায়, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসাবে আখ্যায়িত হবেন; গ) দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট; এবং ঘ) তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ফৌজদারী কার্যবিধি আইন ধারা ৬ -ব্যাখ্যা এই উপ-ধারার উদ্...

প্রথম ভাগ প্রারম্ভিক প্রথম অধ্যায় ফৌজদারী কার্যবিধি আইন

Criminal Procedure Code Part 1 Preliminary chapter 1 প্রথম ভাগ প্রারম্ভিক প্রথম অধ্যায় ফৌজদারী কার্যবিধি আইন ধারা ১ শিরােনাম, প্রবর্তন এবং বিস্তৃতি (১) এই আইন ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ নামে অভিহিত হবে এবং ইহা ১লা জুলাই, ১৮৯৮ থেকে বলবৎ হবে। (২) ইহা সমগ্র বাংলাদেশে প্রযােজ্য হবে, তবে বিপরীত কোন সুস্পষ্ট বিধান না থাকিলে ইহা বর্তমানে কার্যকর কোন বিশেষ আইন, কোন বিশেষ এখতিয়ার অথবা ক্ষমতা অথবা বর্তমানে কার্যকর অন্য কোন আইন কর্তৃক নির্ধারিত কোন বিশেষ কার্যবিধি প্রভাবিত করবে না। ধারা ৪ সংজ্ঞাসমূহ  (১) বিষয়বস্তু বা প্রসঙ্গ অন্য কিছু বুঝতে না চাইলে এই বিধিতে নিম্নে বর্ণিত শব্দসমূহ এবং অভিব্যক্তিসমূহের নিম্নোক্ত অর্থ হবে- ক) কোন আদালতের কার্যক্রম প্রসংগে কৌসুলী অর্থে চালু/কার্যকর আইন মােতাবেক এইরূপ যে কোন আদালতে আইন ব্যবসা করিতে ক্ষমতাপ্রাপ্ত কৌসুলী বা মুক্তার বুঝাবে এবং এইরূপ কার্যক্রমে আদালতের অনুমতি সাপেক্ষে নিযুক্ত অন্য যেকোন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করবে। কক) এটর্নি জেনারেল অর্থে বাংলাদেশের জন্য নিযুক্ত এটর্নি জেনারেল বুঝাবে এবং বাংলাদেশের অতিরিক্ত এটর্নি জেনারেল, ডেপুটি এটর্নি জেনারেল ...

আদেশ ৫০ ক্ষুদ্র বিষয়ক আদালত স্মল কজ কোর্টস কি

Order 50 Small Cause Courts আদেশ ৫০ ক্ষুদ্র বিষয়ক আদালত Small cause Courts আদেশ ৫০ বিধি ১ ক্ষুদ্র বিষয়ক আদালত নিম্নে বর্ণিত বিধানসমূহ ১৮৮৭ সনের (১৮৮৭ সনের ৯নং আইন) প্রাদেশিক ক্ষুদ্র বিষয়ক বিচারাদালত আইন দ্বারা গঠিত আদালতসমূহে বা উক্ত আইনের অধীনে ক্ষুদ্র বিষয়ক আদালত এখতিয়ার প্রয়ােগকারী আদালতসমূহে প্রয়ােগযােগ্য হবে না, অর্থাৎ ক) এই তফসিলের যতদূর সম্পর্কিত ১) ক্ষুদ্র বিষয়ক আদালতে বিচারার্থে অধিগ্রহণ হতে মুক্ত মামলাগুলাে বা একই রকম মামলার ডিক্রী জারি; ২) স্থাবর সম্পত্তির বিপরীতে ডিক্রী জারি বা অংশীদারী সম্পত্তিতে অংশীদারদের স্বার্থ; ৩) বিচার্য বিষয় ধার্য সম্পর্কে; এবং খ) নিম্নোক্তি বিধি এবং আদেশগুলাে আদেশ-২, ১ (মামলা গঠন); আদেশ-১০, ৩ (পক্ষগণের জবানবন্দী লিপিবদ্ধকরণ); আদেশ-১৫, ৪ এ যতদূর পরিমাণ অবিলম্বে রায় ঘােষণা সম্বন্ধে বিধান ছাড়া ১৫ আদেশ;  আদেশ-১৮, বিধিগুলাে ৫ হতে ১২ (সাক্ষ্য); আদেশগুলাে ৪১ হতে ৪৫ (আপিলগুলাে); আদেশ-৪৭ বিধি ২, ৩, ৫, ৬, ৭ (পুনরীক্ষণ);

আদেশ ৪৯ হাইকোর্ট ডিভিশনের পরোয়ানা জারি সংক্রান্ত বিধান

Order 49 High Court Division আদেশ ৪৯ হাইকোর্ট বিভাগ, দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ৪৯ বিধি ১ হাইকোর্ট ডিভিশনের পরোয়ানা কে জারি করতে পারে হাইকোর্টের দেওয়ানী এখতিয়ার প্রয়ােগ করার সময়ে যে সকল দলিল হাজির করতে হয়, সে সমস্ত দলিল হাজির করার নােটিশ, সাক্ষীর প্রতি সমন এবং বিচার সম্বন্ধীয় অন্যান্য সকল প্রকার সমন বা পরােয়ানা, হাইকোর্টের উইল ও বিবাহ বিষয়ক এখতিয়ার সম্পর্কিত সমন বা পরােয়ানা সংশ্লিষ্ট মামলায় নিযুক্ত আইনজীবী দ্বারা বা তদ্বারা নিযুক্ত লােক বা হাইকোর্টের কোন বিধি বা আদেশ অনুযায়ী নির্দিষ্ট অপর কোন লোক দ্বারা জারি করা যাবে। কিন্তু বিবাদীর প্রতি সমন, ডিক্রী জারির পরোয়ানা এবং উত্তরদায়কের প্রতি নােটিশ এইভাৰে জারি করা যাবে না। আদেশ ৪৯ বিধি ২ হাইকোর্ট বিভাগ সম্পর্কে ব্যতিক্রম এই আইন চালু হওয়ার সময় হাইকোর্ট দ্বারা সাক্ষ্য গ্রহণ বা রায় ও আদেশ লিখিত করা সম্পর্কে যে সব নিয়ম-কানুন কার্যকর ছিল, এই তফসিলে বিবৃত কোন বিধানাবলে সেগুলি কোনভাবে ক্ষুন্ন বা প্রভাবিত হবে না। আদেশ ৪৯ বিধি ৩ বিধানসমূহ প্রয়ােগ হাইকোর্ট দ্বারা তার সাধারণ বা বিশেষ মূল দেওয়ানী এখতিয়ার প্রয়ােগকালীন সময়ে নি...

আদেশ ৪৮ বিবিধ দেওয়ানী কার্যবিধি আইন

Order 48 Miscellaneous আদেশ ৪৮ বিবিধ আদেশ ৪৮ বিধি ১ পরােয়ানা প্রেরণকারী পক্ষের খরচেই জারি করতে হবে ১) এই আইনের আওতাধীনে যদি আদালত অন্যরূপ নির্দেশ প্রদান না করে তাহলে যে পক্ষের দ্বারা যাবতীয় পরােয়ানা প্রদত্ত হবে, সে পক্ষের খরচায় তা জারি করা হবে। জারির খরচ  একই ধরনের জারির জন্য ধার্যকৃত কোর্ট ফি পরােয়ানা প্রদানের আগে নির্ধারিত সময়ের ভিতর পরিশােধ করতে হবে। আদেশ ৪৮ বিধি ২ আদেশ এবং নােটিশ জারি করার পদ্ধতি যে সকল আদেশ, নােটিশ এবং অন্যান্য দলিল এই আইন অনুযায়ী কাউকেও প্রদান করতে বা কারাে উপর জারি করতে হবে, সেগুলি সমন জারির জন্য বর্ণিত পদ্ধতিতে জারি করতে হবে। আদেশ ৪৮ বিধি ৩ পরিশিষ্টসমূহে প্রদত্ত ফরমের ব্যবহার  পরিশিষ্টসমূহে প্রদত্ত ফরমগুলাে প্রতিক্ষেত্রে অবস্থা বিশেষ দরকার হতে পারে এরূপ পরিবর্তনসহ তাতে বর্ণিত উদ্দেশ্যে ব্যবহৃত হবে।