Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

আদেশ ৫০ ক্ষুদ্র বিষয়ক আদালত স্মল কজ কোর্টস কি

Order 50 Small Cause Courts আদেশ ৫০ ক্ষুদ্র বিষয়ক আদালত Small cause Courts আদেশ ৫০ বিধি ১ ক্ষুদ্র বিষয়ক আদালত নিম্নে বর্ণিত বিধানসমূহ ১৮৮৭ সনের (১৮৮৭ সনের ৯নং আইন) প্রাদেশিক ক্ষুদ্র বিষয়ক বিচারাদালত আইন দ্বারা গঠিত আদালতসমূহে বা উক্ত আইনের অধীনে ক্ষুদ্র বিষয়ক আদালত এখতিয়ার প্রয়ােগকারী আদালতসমূহে প্রয়ােগযােগ্য হবে না, অর্থাৎ ক) এই তফসিলের যতদূর সম্পর্কিত ১) ক্ষুদ্র বিষয়ক আদালতে বিচারার্থে অধিগ্রহণ হতে মুক্ত মামলাগুলাে বা একই রকম মামলার ডিক্রী জারি; ২) স্থাবর সম্পত্তির বিপরীতে ডিক্রী জারি বা অংশীদারী সম্পত্তিতে অংশীদারদের স্বার্থ; ৩) বিচার্য বিষয় ধার্য সম্পর্কে; এবং খ) নিম্নোক্তি বিধি এবং আদেশগুলাে আদেশ-২, ১ (মামলা গঠন); আদেশ-১০, ৩ (পক্ষগণের জবানবন্দী লিপিবদ্ধকরণ); আদেশ-১৫, ৪ এ যতদূর পরিমাণ অবিলম্বে রায় ঘােষণা সম্বন্ধে বিধান ছাড়া ১৫ আদেশ;  আদেশ-১৮, বিধিগুলাে ৫ হতে ১২ (সাক্ষ্য); আদেশগুলাে ৪১ হতে ৪৫ (আপিলগুলাে); আদেশ-৪৭ বিধি ২, ৩, ৫, ৬, ৭ (পুনরীক্ষণ);

আদেশ ৪৯ হাইকোর্ট ডিভিশনের পরোয়ানা জারি সংক্রান্ত বিধান

Order 49 High Court Division আদেশ ৪৯ হাইকোর্ট বিভাগ, দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ৪৯ বিধি ১ হাইকোর্ট ডিভিশনের পরোয়ানা কে জারি করতে পারে হাইকোর্টের দেওয়ানী এখতিয়ার প্রয়ােগ করার সময়ে যে সকল দলিল হাজির করতে হয়, সে সমস্ত দলিল হাজির করার নােটিশ, সাক্ষীর প্রতি সমন এবং বিচার সম্বন্ধীয় অন্যান্য সকল প্রকার সমন বা পরােয়ানা, হাইকোর্টের উইল ও বিবাহ বিষয়ক এখতিয়ার সম্পর্কিত সমন বা পরােয়ানা সংশ্লিষ্ট মামলায় নিযুক্ত আইনজীবী দ্বারা বা তদ্বারা নিযুক্ত লােক বা হাইকোর্টের কোন বিধি বা আদেশ অনুযায়ী নির্দিষ্ট অপর কোন লোক দ্বারা জারি করা যাবে। কিন্তু বিবাদীর প্রতি সমন, ডিক্রী জারির পরোয়ানা এবং উত্তরদায়কের প্রতি নােটিশ এইভাৰে জারি করা যাবে না। আদেশ ৪৯ বিধি ২ হাইকোর্ট বিভাগ সম্পর্কে ব্যতিক্রম এই আইন চালু হওয়ার সময় হাইকোর্ট দ্বারা সাক্ষ্য গ্রহণ বা রায় ও আদেশ লিখিত করা সম্পর্কে যে সব নিয়ম-কানুন কার্যকর ছিল, এই তফসিলে বিবৃত কোন বিধানাবলে সেগুলি কোনভাবে ক্ষুন্ন বা প্রভাবিত হবে না। আদেশ ৪৯ বিধি ৩ বিধানসমূহ প্রয়ােগ হাইকোর্ট দ্বারা তার সাধারণ বা বিশেষ মূল দেওয়ানী এখতিয়ার প্রয়ােগকালীন সময়ে নি

আদেশ ৪৮ বিবিধ দেওয়ানী কার্যবিধি আইন

Order 48 Miscellaneous আদেশ ৪৮ বিবিধ আদেশ ৪৮ বিধি ১ পরােয়ানা প্রেরণকারী পক্ষের খরচেই জারি করতে হবে ১) এই আইনের আওতাধীনে যদি আদালত অন্যরূপ নির্দেশ প্রদান না করে তাহলে যে পক্ষের দ্বারা যাবতীয় পরােয়ানা প্রদত্ত হবে, সে পক্ষের খরচায় তা জারি করা হবে। জারির খরচ  একই ধরনের জারির জন্য ধার্যকৃত কোর্ট ফি পরােয়ানা প্রদানের আগে নির্ধারিত সময়ের ভিতর পরিশােধ করতে হবে। আদেশ ৪৮ বিধি ২ আদেশ এবং নােটিশ জারি করার পদ্ধতি যে সকল আদেশ, নােটিশ এবং অন্যান্য দলিল এই আইন অনুযায়ী কাউকেও প্রদান করতে বা কারাে উপর জারি করতে হবে, সেগুলি সমন জারির জন্য বর্ণিত পদ্ধতিতে জারি করতে হবে। আদেশ ৪৮ বিধি ৩ পরিশিষ্টসমূহে প্রদত্ত ফরমের ব্যবহার  পরিশিষ্টসমূহে প্রদত্ত ফরমগুলাে প্রতিক্ষেত্রে অবস্থা বিশেষ দরকার হতে পারে এরূপ পরিবর্তনসহ তাতে বর্ণিত উদ্দেশ্যে ব্যবহৃত হবে।

Order 47 Review আদেশ ৪৭ রিভিউ, রায় পুনরীক্ষণ দেওয়ানী কার্যবিধি আইন

Order 47 Review আদেশ ৪৭ রিভিউ, রায় পুনরীক্ষণ। দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ৪৭ বিধি ১ রায় পুনরীক্ষণের জন্য দরখাস্ত ১) কোন লােক নিজে কোন কারণে অসন্তোষ বােধ করলে ক) যে ডিক্রী বা আদেশের বিরুদ্ধে আপিল করা চলে, কিন্তু আপিল রুজু করা হয় নাই, এধরনের কোন ডিক্রী বা আদেশ কর্তৃক, খ) যে ডিক্রী বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, এরূপ কোন ডিক্রী বা আদেশ কর্তৃক, বা গ) ক্ষুদ্র বিষয়ক বিচারাদালতের উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ সম্বন্ধে প্রদত্ত সিদ্ধান্ত কর্তৃক, যদি কোন লােক এমন ধরণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা প্রমাণের সন্ধান লাভ করে, যা মামলার ডিক্রীপ্রাপ্ত হওয়ার আগে নানান চেষ্টা করা স্বত্ত্বেও তার জানার ভিতর বিদ্যমান হয় নাই বা আদালতে তা হাজির করতে অক্ষম হয়েছেন, সে কারণে, বা নথিতে আপাত ভুল বা ভ্রান্তির কারণে, বা অপর কোন পর্যাপ্ত কারণে যদি উক্ত লােক তার বিরুদ্ধে প্রদত্ত ডিক্রী বা আদেশ পুনরীক্ষণ করাতে ইচ্ছা পােষণ করেন, তবে উক্ত লােক তার বিরুদ্ধে প্রদত্ত ডিক্রী বা আদেশ পুনরীক্ষণ করার জন্য যে আদালত দ্বারা উক্ত ডিক্রী বা আদেশ প্রদত্ত হয়েছে, সে আদালতে তার রায় পুনরীক্ষণ করার দরখাস্ত করতে পারবে। ২) কোন পক্ষ

আদেশ ৪৬ হাইকোর্ট বিভাগে রেফারেন্স অভিমত গ্রহণ দেওয়ানী কার্যবিধি আইন

Order 46 Reference আদেশ ৪৬ অভিমত গ্রহণ- দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ৪৬ বিধি ১ হাইকোর্ট বিভাগে প্রশ্নের অভিমত গ্রহণ  যেক্ষেত্রে ডিক্রী আপিলযােগ্য নয়, সেক্ষেত্রে মামলায় বা আপিলের শুনানীর সময় বা যেক্ষেত্রে উক্তরূপ কোন ডিক্রী জারি করার সময়, আইন বা আইনের ন্যায় কার্যকর কোন রীতি সম্পর্কিত এমন প্রশ্নের সৃষ্টি হয়, যার উপর মামলা বা আপিল বিচারকারী বা ডিক্রী নির্বাহী আদালত যুক্তিসঙ্গত সন্দেহ পােষণ করে, সেক্ষেত্রে এটা স্বতঃপ্রবৃত্ত হয়ে বা কোন পক্ষদের কোন লােকের আবেদনক্রমে মামলাটির ঘটনাবলি ও সন্দেহের বিষয়গুলাে সম্বলিত একটি বিবৃতি লিখিত করতে পারে এবং হাইকোর্ট বিভাগে সিদ্ধান্তের জন্য ঐ বিষয় নিজস্ব অভিমতসহ একই ধরনের বিবৃতি প্রেরণ করতে পারে। আদেশ ৪৬ বিধি ২ আদালত হাইকোর্ট ডিভিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে ডিক্রী প্রদান করতে পারেন অনুরূপ রেফারেন্স প্রেরণ করা সত্ত্বেও আদালত কর্মক্রম স্থগিত রাখিতে পারে বা মামলা অগ্রসর হতে পারেন, এবং হাইকোর্ট বিভাগ প্রেরিত বিষয় সম্বন্ধে সিদ্ধান্তের আলােকে ডিক্রী বা আদেশ প্রদান করতে পারেন; কিন্তু রেফারেন্সে প্রেরিত বিষয়ের উপর রায়ের নকল না পাওয়া পর্যন্ত যে মামলায়

আদেশ ৪৫ আপিল বিভাগে আপিল

Order 45 Appeals to the Appellate Division আদেশ ৪৫ আপিল বিভাগে আপিল আদেশ ৪৫ বিধি ১ ডিক্রী-এর সংজ্ঞা। ডিক্রী কাকে বলে? বিষয়বস্তুতে বা প্রসঙ্গে অপ্রীতিকর কিছু না থাকলে এই আদেশে ডিক্রী শব্দটির অর্থ চূড়ান্ত আদেশকে অন্তর্ভূক্ত করবে। আদেশ ৪৫ বিধি ২ যে আদালতের ডিক্রীর বিরুদ্ধে নালিশ করা হয় সে আদালতে দরখাস্ত যে কেউ আপিল বিভাগে আপিল করার ইচ্ছা পােষণ করলে যে আদালতের ডিক্রীর বিরুদ্ধে নালিশ আছে সে আদালতেই তাকে আবেদনপত্র দ্বারা দরখাস্ত করতে হবে। আদেশ ৪৫ বিধি ৩ মূল্য বা যােগ্যতা সম্পর্কে প্রত্যয়নপত্র ১) অনুরূপ প্রত্যেক আবেদনপত্রে আপিলের কারণগুলাে উল্লেখ করতে থাকবে এবং এইমর্মে প্রত্যয়নপত্রের জন্য আবেদন থাকবে যে টাকার অংক বা মূল্য বা প্রকৃতি বিবেচনায় মামলাটি ১১০ ধারার শর্তাবলি পূর্ণ করে বা অপর কোন কারণে মামলাটি আপিল ডিভিশনের কাছে আপিলযােগ্য। ২) উক্ত দরখাস্ত প্রাপ্তির পর আদালত উক্তরূপ সার্টিফিকেট প্রদান করা হবে না কেন কারণ দর্শাতে অপর পক্ষের প্রতি নােটিশ জারি করবে। আদেশ ৪৫ বিধি ৪ মামলাসমূহের একত্রীকরণ আর্থিক মূল্যমান নিরূপণের উদ্দেশ্যে সিদ্ধান্তের জন্য মূলতঃ একই বিচার্য বিষয় সম্পর্কিত এবং একই

Order 44 Pauper Appeals আদেশ ৪৪ নিঃস্ব লােকের আপিল করার অধিকার

Order 44 Pauper Appeals আদেশ ৪৪ নিঃস্ব লােকের আপিল আদেশ ৪৪ বিধি ১ কে নিঃস্বভাবে মামলা করতে পারে ১) আপিল করার অধিকার যার আছে, যদি আপিলের স্মারকলিপির জন্য এধরনের যে কোন লােক দরকারি কোর্ট ফি দিতে অপারগ হয়, তবে স্মারকলিপির সঙ্গে সে নিঃস্ব লােক হিসেবে আপিল করার জন্য একটি দরখাস্ত পেশ করতে পারবে এবং এরূপ ক্ষেত্রে উক্ত লােক নিঃস্ব লােকের মামলা সম্বন্ধীয় এই আইনের বিধানগুলাে যতদূর প্রয়ােগযােগ্য তা সাপেক্ষে নিঃস্ব লােক হিসেবে আপিল করার অনুমতি দেয়া যাবে। নিঃস্ব লােকের আপিল গ্রহণের জন্য দরখাস্তের পদ্ধতি তবে শর্ত হল যে, আপিলের দরখাস্ত এবং যে রায় ও ডিক্রীর বিরুদ্ধে আপিল রুজু করা হয়েছে, সেগুলি দেখে আদালত যদি মনে করেন যে, উক্ত ডিক্রী আইনবিরুদ্ধ বা আইনের ন্যায় প্রচলিত রীতিবিরুদ্ধে নয় বা অপর কোন কারণের অসঙ্গত নয়, তবে আদালত উক্ত দরখাস্ত অগ্রাহ্য করবেন। নিঃস্ব লােকের আপিল সংক্রান্ত উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ। দরিদ্র লােক হিসেবে আপিল করার অনুমতি নাকচ হলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায়। যাকে দরিদ্র লােক হিসেবে মামলা করার অনুমতি প্রদান করা হয়, তিনি মামলার ডিক্রীর বিরুদ্ধে দরিদ্র লােক