- Get link
- X
- Other Apps
Order 47 Review আদেশ ৪৭ রিভিউ, রায় পুনরীক্ষণ। দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ৪৭ বিধি ১ রায় পুনরীক্ষণের জন্য দরখাস্ত ১) কোন লােক নিজে কোন কারণে অসন্তোষ বােধ করলে ক) যে ডিক্রী বা আদেশের বিরুদ্ধে আপিল করা চলে, কিন্তু আপিল রুজু করা হয় নাই, এধরনের কোন ডিক্রী বা আদেশ কর্তৃক, খ) যে ডিক্রী বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, এরূপ কোন ডিক্রী বা আদেশ কর্তৃক, বা গ) ক্ষুদ্র বিষয়ক বিচারাদালতের উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ সম্বন্ধে প্রদত্ত সিদ্ধান্ত কর্তৃক, যদি কোন লােক এমন ধরণের কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা প্রমাণের সন্ধান লাভ করে, যা মামলার ডিক্রীপ্রাপ্ত হওয়ার আগে নানান চেষ্টা করা স্বত্ত্বেও তার জানার ভিতর বিদ্যমান হয় নাই বা আদালতে তা হাজির করতে অক্ষম হয়েছেন, সে কারণে, বা নথিতে আপাত ভুল বা ভ্রান্তির কারণে, বা অপর কোন পর্যাপ্ত কারণে যদি উক্ত লােক তার বিরুদ্ধে প্রদত্ত ডিক্রী বা আদেশ পুনরীক্ষণ করাতে ইচ্ছা পােষণ করেন, তবে উক্ত লােক তার বিরুদ্ধে প্রদত্ত ডিক্রী বা আদেশ পুনরীক্ষণ করার জন্য যে আদালত দ্বারা উক্ত ডিক্রী বা আদেশ প্রদত্ত হয়েছে, সে আদালতে তার রায় পুনরীক্ষণ করার দরখাস্ত করতে পারবে। ২) কোন পক্ষ...