- Get link
- X
- Other Apps
Order 34 Suits Relating to Mortgages of Immoveable Property আদেশ ৩৪ স্থাবর সম্পত্তির বন্ধক বিষয়ক মামলা আদেশ ৩৪ বিধি ১ বন্ধকী সম্পত্তি উদ্ধারের অধিকার হরণ, বিক্রয় ও বন্ধক মুক্তির জন্য মামলায় পক্ষগণ এই আইনের বিধানসমূহ সাপেক্ষে বন্ধকী জামিন বা বন্ধক মুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট সব লােককে বন্ধক বিষয়ক মামলায় পক্ষ হিসেবে যুক্ত করতে হবে। ব্যাখ্যা: কোন বন্ধক গ্রহীতা বন্ধকী সম্পত্তি উদ্ধারের অধিকার হরণের জন্য বা বিক্রয়ের জন্য পূর্ববর্তী বন্ধক গ্রহীতাকে মামলায় পক্ষভুক্ত না করেও মামলা করতে পারে; এবং পরবর্তী বন্ধক উদ্ধারের জন্য মামলায় কোন পূর্ববর্তী বন্ধক গ্রহীতাকে পক্ষ হিসেবে সংযুক্ত করার দরকার নাই। আদেশ ৩৪ বিধি ২ বন্ধকী সম্পত্তি উদ্ধারের অধিকার হরণের মামলায় প্রাথমিক ডিক্রী ১) বন্ধকী সম্পত্তি উদ্ধারের অধিকার হরণের জন্য মামলায় যদি বাদী কৃতকার্যতা লাভ করে, তবে আদালত প্রাথমিক ডিক্রী প্রদান করে- ক) আদেশ প্রদান করবেন যে, অনুরূপ ডিক্রী প্রদানের তারিখে ১. বন্ধকের উপর আসল টাকা ও সুদের জন্য, ২. যদি তাকে মামলার খরচাদি বিনিময় করা হয়ে থাকে তবে তার জন্য, এবং ৩, বন্ধকী সম্পত্তি বাবদ উক্ত তারিখ পর্য...