- Get link
- X
- Other Apps
Order 32 Suits by or against Minors and Persons of Unsound Mind আদেশ ৩২ নাবালক এবং বিকৃত মস্তিষ্ক লােকগণ দ্বারা বা তাদের বিরুদ্ধে মামলা। আদেশ ৩২ বিধি ১ আসন্ন বন্ধু দ্বারা নাবালক দ্বারা মামলা নাবালক দ্বারা প্রত্যেক মামলা তার নামে সে লােক দ্বারা রুজু করতে হবে যাকে অনুরূপ মামলায় নাবালকের আসন্ন বন্ধু বলে ডাকা হবে। আদেশ ৩২ বিধি ১ বিধির বিশ্লেষণ নাবালক বা বিকৃতমস্তিষ্কের উপর সমন জারি বিবাদীপক্ষ বিকৃতমস্তিষ্ক থাকলে দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-৩২ অনুযায়ী স্বভাবজ অভিভাবক ইচ্ছা পােষণ করলে এবং নাবালক ও বিকৃতমস্তিষ্ক এর স্বার্থের হানিকর কোন করা না করলে নাবালক ও বিকৃত মস্তিষ্কের পক্ষে মামলা পরিচালনা করতে পারবেন। তাদের পক্ষে অভিভাবকের নামে দস্তখত করবেন এবং আদালতে জবানবন্দি দিবেন। নাবালক ও বিকৃত মস্তিষ্ক অভিভাবকের কৃতকার্যে বাধ্য থাকবেন। নাবালক ও বিকৃত মস্তিষ্কের স্বার্থের হানি হয় যদি এরূপ কার্য সংগঠন করে, তা হলে তারা অভিভাবকের কৃতকার্যে বাধ্য থাকবে না। নাবালক ও বিকৃত মস্তিষ্কের স্বভাবজ অভিভাবকের প্রতি বিজ্ঞপ্তি জারি হওয়ার পরও স্বভাবজ অভিভাবক তাদের অনুকুলে আদালতে হাজির হয়ে কার্য না করলে ...