Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

Re-revised Syllabus Short Syllabus for HSC Candidates 2022 English 1st paper 2nd paper

Re-revised Syllabus/ Short Syllabus for HSC candidates 2022 Short Syllabus English first paper Short Syllabus English second paper Short syllabus for the HSC examination 2022 due to Covid-19.  Page -1 English 1st Paper Subject Code-107 Short syllabus for the HSC examination 2022 due to Covid-19.  Page -2 English 1st Paper Subject Code-107 Short syllabus for the HSC examination 2022 due to Covid-19.  Page -3 English 1st Paper Subject Code-107 Short syllabus for the HSC examination 2022 due to Covid-19.  Page -4 English 1st Paper Subject Code-107 Short syllabus for the HSC examination 2022 due to Covid-19.  Page -1 English 2nd Paper Subject Code -108 Short syllabus for the HSC examination 2022 due to Covid-19.  Page -2 English 2nd Paper Subject Code -108 Short syllabus for the HSC examination 2022 due to Covid-19.  Page -3 English 2nd Paper Subject Code -108 Short syllabus for the HSC examination 2022 due to Covid-19.  Page -4 English 2nd Paper Subject Code -108

আদেশ ২৬ সাক্ষীদের পরীক্ষা করতে কমিশন

Order 26 Commission for Examining Witnesses আদেশ ২৬ সাক্ষীদের পরীক্ষা করতে কমিশন আদেশ ২৬ বিধি ১ যেসব ক্ষেত্রে আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণ করতে পারে আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় বসবাসকারী কোন লােক এই আইনের অধীনে আদালতে হাজির হওয়া হতে অব্যাহতি প্রাপ্ত হয়ে থাকলে বা অসুস্থতা বা দৌর্বল্যের কারণে এটাতে হাজির হতে অক্ষম হলে আদালত প্রশ্নাবলির দ্বারা বা অন্যভাবে উক্ত লােকের সাক্ষ্য গ্রহণের জন্য যে কোন আদালত যেকোন মামলায় কমিশন প্রেরণ করতে পারবেন। আদেশ ২৬ বিধি ১ বিধির বিশ্লেষণ কমিশন নিয়ােগ আদেশ- ২৬, ধারা ৭৫-৭৬। কমিশন নিয়ােগঃ ধারা ৭৫ আদালত নিম্নবর্ণিত ৪টি কারনে কমিশন নিয়ােগ দিতে পারে ১। কোন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ২। স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য। ৩। হিসাব পরীক্ষা ও সমন্বয় করার জন্য। ৪। বাটোয়ারা করার জন্য। > বাংলাদেশের বাইরে বসবাসকারী সাক্ষীর পরীক্ষা করার জন্য কমিশন প্রেরণ না করে আদালত অনুরােধপত্র (Letter of Request) প্রেরণ করতে পারেন। [ধারা ৭৬, বিধি-৫, আদেশ-২৬] > আদালত নিজে বা মামলার কোন পক্ষ এফিডেভিট যােগে আবেদন করলে কমিশন নিয়ােগ করতে পারেন। [বিধি- ২,

আদেশ ২৫ খরচের জন্য জামানত সংক্রান্ত বিধান

Order 25 Security of Costs civil procedure code আদেশ ২৫ খরচের জন্য জামানত দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ২৫ বিধি ১বাদী দ্বারা কখন খরচ বাবদ জামানতের দরকার হতে পারে ১) যেক্ষেত্রে মামলার যে পর্যায়ে আদালতের কাছে এটা প্রতীয়মান হয় যে, একমাত্র বাদী বা (একাধিক বাদী থাকলে) সব বাদী বাংলাদেশের বাহিরে বাস করছে; এবং অনুরূপ বাদী বা তাদের কোন একজন বাদীর মামলার সম্পত্তি ছাড়া বাংলাদেশের অভ্যন্তরে কোন পর্যাপ্ত স্থাবর সম্পত্তি দখল করে না, সেক্ষেত্রে আদালত স্বেচ্ছাপ্রণােদিত হয়ে বা কোন বিবাদীর আবেদনক্রমে তদ্বারা নির্ধারিত সময়ের ভিতর মামলার ব্যয়ের যাবতীয় খরচ এবং কোন বিবাদীর সম্ভাব্য খরচের জন্য জামানত প্রদানের জন্য বাদী বা বাদীগণকে আদেশ প্রদান করতে পারে। ২) বাংলাদেশের বহির্ভাগে বসবাস  যদি কেউ বাংলাদেশ ত্যাগ করে তা হলে উক্ত অবস্থাধীনে এরূপ সম্ভাবনার সৃষ্টি হয় যে, মামলার খরচের জন্য যখন তাকে তলব দেয়া হবে, তখন সে হাজির হতে পারবে না তবে সে উপবিধি (১) এর অর্থানুসারে বাংলাদেশের বহির্ভাগে বসবাসী হিসেবে গণ্য হবে। ৩) টাকা পরিশােধের মামলায় বাদী যদি স্ত্রীলােক হয়, তখন কোন বিবাদীর আবেদনক্রমে আদালত মামলার যেকোন

আদেশ ২৪ আদালতে জমা প্রদান দেওয়ানি কার্যবিধি আইন

Order 24 Payment into Court Civil Procedure Code আদেশ ২৪ আদালতে জমা প্রদান দেওয়ানি কার্যবিধি আইন আদেশ ২৪ বিধি ১ দাবি মিটানাের জন্য বিবাদী ছারা টাকা আদালতে জমা দেয়া ঋণ বা ক্ষতিপূরণ আদায়ের মামলায় বিবাদী মামলার যেকোন পর্যায়ে তার বিবেচনা মত দাবির সম্পূর্ণ মিটাইবার অনুরূপ পরিমাণ অর্থ আদালত জমা প্রদান করতে পারে। আদেশ ২৪ বিধি ২ জমা দেয়ার নোটিশ আদালতে টাকা জমা দেয়ার বিষয়ে বিবাদী দ্বারা বাদী বরাবর আদালতের দ্বারা নােটিশ প্রদান করতে হবে এবং বাদীর আবেদনক্রমে উক্ত জমা দেয়া টাকা (আদালত অন্যরূপ নির্দেশ না দিলে) বাদীকে পরিশােধ করা হবে। আদেশ ২৪ বিধি ৩ নোটিশের পর বাদীকে জমার উপর সুদ নামঞ্জুর বিবাদীর জমা দেয়া টাকা দ্বারা দাবির পূরণ হােক বা কম হােক, অনুরূপ নােটিশ প্রাপ্তির তারিখ হতে বাদীকে উক্ত জমাকৃত টাকার উপর সুদ অনুমােদন করা যাবে না। আদেশ ২৪ বিধি ৪ আংশিক পরিতুষ্টি হিসেবে বাদী জমা টাকা গ্রহণ করলে পদ্ধতি ১) যেক্ষেত্রে বাদী উক্ত টাকা তার দাবির কেবল আংশিক মিটানাে হিসেবে এরূপ টাকা গ্রহণ করে, সেক্ষেত্রে সে বাকী টাকার জন্য তার মামলা চালাইতে পারবে; এবং যদি আদালত সিদ্ধান্ত নেয় যে, বিবাদীর জমা দেয়

Order 23 withdrawal adjustment of Suits আদেশ ২৩ মামলা প্রত্যাহার ও সমন্বয় দেওয়ানী কার্যবিধি আইন

Order 23 withdrawal and adjustment of Suits আদেশ ২৩ মামলা প্রত্যাহার ও সমন্বয় দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ২৩ বিধি ১ মামলা প্রত্যাহার বা বাদীর আংশিক পরিত্যাগ ১) মামলা হবার পর যে সময় বাদী সব বা যে কোন বিবাদীর বিরুদ্ধে তার মামলা প্রত্যাহার করতে বা তার দাবির আংশিক পরিত্যাগ করতে পারবে। ২) যেক্ষেত্রে আদালতের কাছে এটা সন্তোষজনক হয় যে, ক) কিছু রীতিসিদ্ধ ত্রুটির কারণে অবশ্যই ব্যর্থ হবে; কিংবা খ) মামলার বিষয়বস্তুর জন্য বা কোন দাবির অংশের জন্য নুতনভাবে মামলা দায়েরের জন্য বাদীকে অনুমতি প্রদান করার অন্যান্য যথেষ্ট অজুহাত থাকে, সেক্ষেত্রে আদালত যথাযথ মনে করে এরূপ শর্তে বাদীকে উক্ত মামলার বিষয়বস্তু বা কোন বাদীর উক্ত অংশ সম্পর্কে নুতনভাবে মামলা করার স্বাধীনতা সহ উক্ত মামলা হতে প্রত্যাহার করার বা দাবির আংশিক পরিত্যাগ করার অনুমতি অনুমােদন করতে পারে। ৩) যেক্ষেত্রে উপবিধি (২) এ বর্ণিত অনুমতি ছাড়া বাদী মামলা প্রত্যাহার করে বা দাবির আংশিক পরিত্যাগ করে সেক্ষেত্রে সে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মামলার খরচাদির জন্য দায়ী হবে এবং উক্ত বিষয়বস্তু বা আংশিক দাবি সম্পর্কে নুতনভাবে কোন মামলা করতে বারিত হবে।

আদেশ ২২ পক্ষগণের মৃত্যু বিবাহ এবং অস্বচ্ছলতা সম্পর্কিত বিধান

Order 22 Death, Marriage and Insolvency of Parties আদেশ ২২ পক্ষগণের মৃত্যু, বিবাহ এবং অস্বচ্ছলতা দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ২২ বিধি ১ মামলা করার অধিকার সৃষ্টি হয়ে থাকলে পক্ষের মৃত্যুতে মামলা বিলােপসাধন হয় না । মামলা করার অধিকার খসি সৃষ্টি হয়, তা হলে কোন বাদী বা বিবাদীর মৃত্যু মামলার বিলুপ্তি ঘটায় না। আদেশ ২২ বিধি ২ কতিপয় বাদী বা বিবাদীদের একজনের মৃত্যু হলে এবং মামলা করার অধিকার সৃষ্টি হলে পদ্ধতি যেক্ষেত্রে একাধিক বাদী বা বিবাদী আছে এবং তাদের একজন মারা যান এবং কেবল জীবিত বাদী বা বিবাদীগণ দ্বারা বা শুধুমাত্র জীবিত বাদী বা বিবাদীগণের বিরুদ্ধে মামলা করার অধিকার সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে আদালত নথির উপরে এতদসম্পর্কে লিখিত করবে এবং জীবীত বাদী বা বাদীগণের অনুরােধে বা জীবিত বিবাদী বা বিবাদীগণের বিরুদ্ধে মামলা অগ্রসর হবে। আদেশ ২২ বিধি ৩ বহু বাদীর ভিতর একজন বা একমাত্র বাদীর মৃত্যুর ক্ষেত্রে পদ্ধতি ১) যেক্ষেত্রে দুই বা ততােধিক বাদীর একজনের মৃত্যু হয় এবং শুধুমাত্র জীবীত বাদী বা বাদীগণের মামলা করার অধিকার সৃষ্টি হয় না, বা একমাত্র বাদী বা একমাত্র জীবীত বাদীর মৃত্যু হয় এবং মামলা করার অধিক

Order 21 Execution of Decree Orders আদেশ ২১ ডিক্রী এবং আদেশ জারি দেওয়ানী কার্যবিধি আইন

Order 21 Execution of Decree Orders  আদেশ ২১ ডিক্রী এবং আদেশ জারি দেওয়ানী কার্যবিধি আইন ডিগ্রি এবং আদেশ জারি আদেশ ২১ কোন আদালত ডিক্রি জারি করে ধারা ৩৮ ১) যে আদালত ডিক্রি প্রদান করেছে ২) যে আদালতে ডিক্রি জারি করার জন্য পাঠানো বা স্থানান্তর করা হয়েছে। ডিক্রি জারিকারি আদালতের ডিক্রির বিষয়বস্তুর বাইরের কোনো বিষয় বিবেচনা করার এখতিয়ার থাকবে না। ডিক্রী জারির জন্য স্থানান্তর। ধারা- ৩৯ নিম্ন বর্ণিত ক্ষেত্রে ডিক্রী প্রদানকারী আদালত ডিক্রী জারির জন্য স্থানান্তর করতে পারেন। ১। যার বিরুদ্ধে ডিক্রী দেয়া হয়েছে, সে যদি অন্য আদালতের স্থানীয় এখতিয়ারে বসবাস বা ব্যবসা বা ব্যক্তিগত লাভজনক কাজ করেন। ২। ডিক্রীদানকারী আদালতের স্থানীয় সীমানার মধ্যে ডিক্রীর দাবি পূরনের জন্য উক্ত ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি না থাকলে এবং অন্য আদালতের এখতিয়ারে সম্পত্তি থাকলে। ৩। ডিক্রীতে অন্য আদালতের এখতিয়ারে থাকা সম্পত্তি বিক্রয়ের বা প্রদানের নির্দেশ থাকলে। ৪। ডিক্রী আদালত অন্য যেকোন কারনে স্থানান্তর করতে পারে। ডিক্রী স্থানান্তরের আবেদন কে করবেন ১। মামলার পক্ষসমূহ অথবা ২। আদালত নিজেই (Suo motu/ own motion)। যে আদালত