Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

আদেশ ২২ পক্ষগণের মৃত্যু বিবাহ এবং অস্বচ্ছলতা সম্পর্কিত বিধান

Order 22 Death, Marriage and Insolvency of Parties আদেশ ২২ পক্ষগণের মৃত্যু, বিবাহ এবং অস্বচ্ছলতা দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ২২ বিধি ১ মামলা করার অধিকার সৃষ্টি হয়ে থাকলে পক্ষের মৃত্যুতে মামলা বিলােপসাধন হয় না । মামলা করার অধিকার খসি সৃষ্টি হয়, তা হলে কোন বাদী বা বিবাদীর মৃত্যু মামলার বিলুপ্তি ঘটায় না। আদেশ ২২ বিধি ২ কতিপয় বাদী বা বিবাদীদের একজনের মৃত্যু হলে এবং মামলা করার অধিকার সৃষ্টি হলে পদ্ধতি যেক্ষেত্রে একাধিক বাদী বা বিবাদী আছে এবং তাদের একজন মারা যান এবং কেবল জীবিত বাদী বা বিবাদীগণ দ্বারা বা শুধুমাত্র জীবিত বাদী বা বিবাদীগণের বিরুদ্ধে মামলা করার অধিকার সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে আদালত নথির উপরে এতদসম্পর্কে লিখিত করবে এবং জীবীত বাদী বা বাদীগণের অনুরােধে বা জীবিত বিবাদী বা বিবাদীগণের বিরুদ্ধে মামলা অগ্রসর হবে। আদেশ ২২ বিধি ৩ বহু বাদীর ভিতর একজন বা একমাত্র বাদীর মৃত্যুর ক্ষেত্রে পদ্ধতি ১) যেক্ষেত্রে দুই বা ততােধিক বাদীর একজনের মৃত্যু হয় এবং শুধুমাত্র জীবীত বাদী বা বাদীগণের মামলা করার অধিকার সৃষ্টি হয় না, বা একমাত্র বাদী বা একমাত্র জীবীত বাদীর মৃত্যু হয় এবং মামলা করার অধিক...

Order 21 Execution of Decree Orders আদেশ ২১ ডিক্রী এবং আদেশ জারি দেওয়ানী কার্যবিধি আইন

Order 21 Execution of Decree Orders  আদেশ ২১ ডিক্রী এবং আদেশ জারি দেওয়ানী কার্যবিধি আইন ডিগ্রি এবং আদেশ জারি আদেশ ২১ কোন আদালত ডিক্রি জারি করে ধারা ৩৮ ১) যে আদালত ডিক্রি প্রদান করেছে ২) যে আদালতে ডিক্রি জারি করার জন্য পাঠানো বা স্থানান্তর করা হয়েছে। ডিক্রি জারিকারি আদালতের ডিক্রির বিষয়বস্তুর বাইরের কোনো বিষয় বিবেচনা করার এখতিয়ার থাকবে না। ডিক্রী জারির জন্য স্থানান্তর। ধারা- ৩৯ নিম্ন বর্ণিত ক্ষেত্রে ডিক্রী প্রদানকারী আদালত ডিক্রী জারির জন্য স্থানান্তর করতে পারেন। ১। যার বিরুদ্ধে ডিক্রী দেয়া হয়েছে, সে যদি অন্য আদালতের স্থানীয় এখতিয়ারে বসবাস বা ব্যবসা বা ব্যক্তিগত লাভজনক কাজ করেন। ২। ডিক্রীদানকারী আদালতের স্থানীয় সীমানার মধ্যে ডিক্রীর দাবি পূরনের জন্য উক্ত ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি না থাকলে এবং অন্য আদালতের এখতিয়ারে সম্পত্তি থাকলে। ৩। ডিক্রীতে অন্য আদালতের এখতিয়ারে থাকা সম্পত্তি বিক্রয়ের বা প্রদানের নির্দেশ থাকলে। ৪। ডিক্রী আদালত অন্য যেকোন কারনে স্থানান্তর করতে পারে। ডিক্রী স্থানান্তরের আবেদন কে করবেন ১। মামলার পক্ষসমূহ অথবা ২। আদালত নিজেই (Suo motu/ own motion)। যে আ...