- Get link
- X
- Other Apps
Order 22 Death, Marriage and Insolvency of Parties আদেশ ২২ পক্ষগণের মৃত্যু, বিবাহ এবং অস্বচ্ছলতা দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ২২ বিধি ১ মামলা করার অধিকার সৃষ্টি হয়ে থাকলে পক্ষের মৃত্যুতে মামলা বিলােপসাধন হয় না । মামলা করার অধিকার খসি সৃষ্টি হয়, তা হলে কোন বাদী বা বিবাদীর মৃত্যু মামলার বিলুপ্তি ঘটায় না। আদেশ ২২ বিধি ২ কতিপয় বাদী বা বিবাদীদের একজনের মৃত্যু হলে এবং মামলা করার অধিকার সৃষ্টি হলে পদ্ধতি যেক্ষেত্রে একাধিক বাদী বা বিবাদী আছে এবং তাদের একজন মারা যান এবং কেবল জীবিত বাদী বা বিবাদীগণ দ্বারা বা শুধুমাত্র জীবিত বাদী বা বিবাদীগণের বিরুদ্ধে মামলা করার অধিকার সৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে আদালত নথির উপরে এতদসম্পর্কে লিখিত করবে এবং জীবীত বাদী বা বাদীগণের অনুরােধে বা জীবিত বিবাদী বা বিবাদীগণের বিরুদ্ধে মামলা অগ্রসর হবে। আদেশ ২২ বিধি ৩ বহু বাদীর ভিতর একজন বা একমাত্র বাদীর মৃত্যুর ক্ষেত্রে পদ্ধতি ১) যেক্ষেত্রে দুই বা ততােধিক বাদীর একজনের মৃত্যু হয় এবং শুধুমাত্র জীবীত বাদী বা বাদীগণের মামলা করার অধিকার সৃষ্টি হয় না, বা একমাত্র বাদী বা একমাত্র জীবীত বাদীর মৃত্যু হয় এবং মামলা করার অধিক...