Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

আদেশ ১৬ সাক্ষীর প্রতি সমন উপস্থিতি দেওয়ানী কার্যবিধি আইন

Order 16 Summoning & Attendance of Witnesses আদেশ ১৬ সাক্ষীর প্রতি সমন এবং উপস্থিতি আদেশ ১৬ বিধি ১ সাক্ষ্য দিতে বা দলিল দাখিলের জন্য হাজির হতে সমন। মামলা রুজু হওয়ার পর যে কোন সময় পক্ষগণ আদালত তৎপক্ষে তদ্বারা নিয়ােগকৃত কর্তৃপক্ষের কাছে দরখাস্ত করে যেসব লােকদের সাক্ষ্য প্রদান করতে বা দলিল পেশ করতে উপস্থিতির প্রয়ােজন, সেসকল লােকদের প্রতি সমন জারি করার আদেশ লাভ করতে পারবে। আদেশ ১৬ বিধি ২ সমন জারির জন্য দরখাস্তের সঙ্গে সাক্ষীর খরচ আদালতে জমা দিতে হবে ১) সমনের জন্য দরখাস্তকারী পক্ষ সমন অনুমােদন হওয়ার আগে এবং নির্দিষ্ট সময়ের ভিতর আদালতে হাজির হওয়ার প্রয়ােজনে আদালতে আসা-যাওয়ার জন্য সমনপ্রাপ্ত লােকের অপর সব ব্যয় নির্বাহ করতে আদালতের কাছে যথাযথ প্রতিয়মান হয় এমনরূপ টাকার আসা যাওয়ার এবং অপর সব পরিমাণ অর্থ এবং একদিনের হাজিরার ব্যয় নির্বাহের জন্য আদালতে পেশ করতে হবে। ২) বিশেষজ্ঞ এই বিধি অনুযায়ী প্রদেয় অংক নির্ণয়ে আদালত বিশেষজ্ঞ হিসেবে‌ সাক্ষ্য প্রদান করতে সমন প্রাপ্ত কোন লােকের ক্ষেত্রে সাক্ষ্য দিতে এবং মামলায় দরকারি বিশেষজ্ঞ চরিত্রের কোন কর্ম সম্পাদিত করার সময়ের জন্য সঙ্গত

আদেশ ১৫ প্রথম শুনানীতে মামলা নিষ্পত্তি

Order 15 Disposal of the Suit at the First Hearing Civil Procedure Code আদেশ ১৫ প্রথম শুনানীতে মামলা নিষ্পত্তি দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ১৫ বিধি ১ পক্ষগণের ভিতর বিচার্য বিষয় না থাকলে যেক্ষেত্রে মামলার প্রথম শুনানীর দিন এটা প্রতীয়মান হয় যে, পক্ষগণের আইন বিষয়ক বা ঘটনা বিষয়ক কোন বিচার্য বিষয় নাই, সেক্ষেত্রে আদালত তখনই রায় ঘােষণা করতে পারে। আদেশ ১৫ বিধি ২ বহু বিবাদীর ভিতর একজনের বিরুদ্ধে বিচার্য বিষয় না থাকলে যেক্ষেত্রে একাধিক বিবাদী থাকে এবং আইন বা ঘটনার কোন প্রশ্নে বিবাদীদের কোন একজনের বাদীর সঙ্গে কোন বিরােধ না থাকে, সেক্ষেত্রে আদালত তখনই সে বিবাদীর পক্ষে বা বিপক্ষে রায় ঘােষণা করতে পারে এবং মামলা কেবল অন্যান্য বিবাদীদের বিরুদ্ধে পরিচালিত হবে। আদেশ ১৫ বিধি ৩ পক্ষগণের ভিতর বিচার্য বিষয় থাকলে ১) যেক্ষেত্রে পক্ষদের ভিতর আইন বা ঘটনার প্রশ্নে বিচার্য বিষয় থাকে এবং পূর্বের বিধানানুযায়ী আদালত দ্বারা বিচার্য বিষয় প্রণীত হয়ে থাকে এবং আদালত যদি এই মর্মে পরিতুষ্ট হন যে, মামলায় সিদ্ধান্তের জন্য পর্যাপ্ত হতে পারে এমন বিচার্য বিষয়ের উপর পক্ষগণ তখনই যা প্রয়ােগ করতে পারে তা অপেক্ষা অ

আদেশ ১৪ বিচার্য বিষয় স্থিরীকরণ দেওয়ানী কার্যবিধি আইন

Oder 14 Settlement of Issues and Determination of Suit on Issues of Law or on Issues agreed upon. আদেশ ১৪ বিচার্য বিষয় স্থিরীকরণ এবং আইনগত বিচার্য বিষয় বা সম্মতিক্রমে বিচার্য বিষয় এর উপর মামলা ধার্য আদেশ ১৪ বিধি ১ বিচার্য বিষয় গঠন ১) ঘটনা বা আইনের গুরুত্বপূর্ণ বিষয়ে এক পক্ষ দৃঢ়ভাবে ঘােষণা করে এবং অপরপক্ষ অস্বীকার করে, তখনই বিচার্য বিষয়ের সৃষ্টি হয়। ২) গুরুত্বপূর্ণ বিষয়াবলি আইন বা ঘটনার সে সকল বিষয়াবলি যা বাদীকে তার মামলা করার অধিকার প্রতিষ্ঠা করতে অবশ্যই নালিশ করতে হয় বা বিবাদীতে তার আত্মপক্ষ সমর্থন করতে অবশ্যই প্রতিবাদ করতে হয় । ৩) একপক্ষ দ্বারা দৃঢ়ভাবে ঘােষিত এবং অপর পক্ষ দ্বারা অস্বীকৃত প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় একটি আলাদা বিচার্য বিষয়ের সৃষ্টি করবে। ৪) বিচার্য বিষয় দুই প্রকারেরঃ ক) ঘটনা বিষয়ক বিচার্য বিষয়, খ) আইন বিষয়ক বিচার্য বিষয়। ৫) মামলার প্রথম শুনানীর দিন আদালত বাদীর আরজি এবং লিখিত বর্ণনা, (যদি কোন), পাঠ করার পর এবং প্রয়ােজনমত পক্ষগণের এরূপ পরীক্ষা করার পর ঘটনা বা আইনের কোন গুরুত্বপূর্ণ বিবৃতির উপর পক্ষগণ এর বিরােধ কি, তা ধার্য করবে এবং এর পর যে সব বিচা

আদেশ ১৩ দলিল দাখিল আটক ফেরত

Order 13 Production, Impounding and Return of Documents আদেশ ১৩ দলিল দাখিল, আটক এবং ফেরত আদেশ ১৩ বিধি ৩ অপ্রাসঙ্গিক বা অগ্রহণযােগ্য দলিলাদি অগ্রাহ্য মােকদ্দমার যে কোন পর্যায়ে আদালত যদি মনে করে যে, কোন একটি দলিল অপ্রাসঙ্গিক বা অন্যভাবে অগ্রহণযােগ্য, তবে অগ্রাহ্যের হেতু রেকর্ডপূর্বক আদালত উক্ত দলিল অগ্রাহ্য করতে পারবে। আদেশ ১৩ বিধি ৪ সাক্ষ্যে গৃহীত দলিলাদির উপর পৃষ্ঠলেখ ১) পরবর্তী বিধির বিধান সাপেক্ষে, মামলার সাক্ষ্য গৃহীত হয়েছে, এরূপ সব দলিলের উপর নিম্নবর্ণিত বিষয়গুলাে পৃষ্ঠলেখ হবে ক) মামলার সংখ্যা ও শিরােনামা, খ) দলিল দাখিলকারীর লােকের নাম, গ) যে তারিখে তা পেশ করা হয়েছিল সে তারিখ, এবং ঘ) তা গৃহীত হয়েছিল বলে বিবৃতি; এবং বিচারক দ্বারা সহিকৃত এবং স্বাক্ষরিত হবে। ২) যেক্ষেত্রে কোন হিসাব বহি, হিসাব বা নথির লিখন উক্তরূপে গৃহীত হয়, এবং যদি পরবর্তী বিধি অনুযায়ী মূল দলিলের পরিবর্তে নকল পেশ করা হয়ে থাকে, তা হলে উপরিউক্ত বিবরণগুলি সে নকলের উল্টাপিঠে লিখিতে হবে এবং সে উল্টাপৃষ্ঠের লিখন বিচারক দ্বারা সহিযুক্ত বা অদ্যক্ষরযুক্তভাবে স্বাক্ষরিত হতে হবে। আদেশ ১৩ বিধি ৫ বহি, হিসাব এবং নথিতে গৃহ

আদেশ ১২ স্বীকৃতি স্বীকারোক্তি দেওয়ানী কার্যবিধি আইন

Order 12 Admissions Civil Procedure Code আদেশ ১২ স্বীকৃতি বা স্বীকারোক্তি দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ১২ বিধি ১ মামলায় স্বীকারের নোটিশ মোকদ্দমার যে কোন পক্ষ তার আরজি জবাবের দ্বারা বা লিখিত অপর উপায়ে অপর কোনো পক্ষের মামলা সামগ্রিক বা আংশিকভাবে স্বীকার করে বলে নােটিশ প্রদান করতে পারে। আদেশ ১২ বিধি ১ বিধির বিশ্লেষণ (Admission) মামলার এক পক্ষ, অপর পক্ষকে মামলা স্বীকার বা দলিল স্বীকার বা ঘটনা স্বীকার করার জন্য লিখিত নােটিশের মাধ্যমে আহ্বান করতে পারেন। স্বীকৃতি বা স্বীকারোক্তি ৩ প্রকারঃ ১ আরজি-জবাবের মাধ্যমে স্বীকারােক্তি। ২। সম্মতি দ্বারা স্বীকৃতি। ৩ নোটিশ দ্বারা স্বীকারােক্তি। মামলা স্বীকার বিধি-১, আদেশ-১২ মোকদ্দমার যে কোন পক্ষ তার আরজি বা জবাবের (Pleadings) দ্বারা বা অন্য কোনভাবে লিখিতভাবে অপর কোন পক্ষের মামলার সবটুকু অংশ বা আংশিক স্বীকার করে নিতে পরে। দলিল স্বীকার বিধি-২, আদেশ-১২ যখন কোন পক্ষ অপর পক্ষকে কোন দলিল স্বীকার করার জন্য নােটিশ জারি করে, তখন নােটিশ জারির তারিখ থেকে ১৫ দিনের মধ্যে যদি অপর পক্ষ উক্ত দলিল স্বীকার করতে অস্বীকার করে বা অবহেলা করে তাহলে উক্ত অস্বীকারকারী বা অবহেলা

আদেশে ১১ প্রশ্নমালা দ্বারা উদঘাটন দেওয়ানী কার্যবিধি আইন

Order 11 Discovery and Inspection Civil Procedure Code আদেশে ১১ প্রশ্নমালা দ্বারা উদঘাটন দেওয়ানী কার্যবিধি আইন বিধি ১ প্রশ্নমালা দ্বারা উদঘাটন কোন মামলায় বাদী বা বিবাদীপক্ষ অপর পক্ষগুলােকে বা তাদের ভিতর একজন বা একাধিক জনকে পরীক্ষা করার জন্য আদালতের অনুমতিক্রমে, বিচার্য বিষয় প্রণয়নের তারিখ হতে দশ দিনের ভিতর লিখিতরূপে প্রশ্নমালা প্রদান করতে পারে এবং অনুরূপ প্রশ্নমালা প্রদান করা হলে তার ভিতর কোন কোন প্রশ্নের উত্তর অনুরূপ লােকের কাউকে প্রদান করতে হবে তা প্রশ্নমালার পাদটিকায় লিখিত থাকবে। তবে শর্ত হল যে, কোন পক্ষ অপর পক্ষকে আদালতের আদেশ ছাড়া এক প্রস্থের বেশি প্রশ্নমালা প্রদান করবে না। তবে আরও শর্ত থাকে যে, মামলার সাথে কোনভাবেই সম্পর্কীত নয়, এরূপ প্রশ্নমালা সাক্ষীর মৌখিক জেরায় জিজ্ঞাসা করা চলিলেও এইক্ষেত্রে তা অবান্তর বলে পরিগণিত হবে। আদেশে ১১ বিধি ১ এর বিশ্লেষণ (Discovery and Inspection) মােকদ্দমার এক পক্ষ অপর পক্ষকে মামলার বিষয়ে লিখিতভাবে প্রশ্ন করতে পারেন এবং উক্ত প্রশ্নের প্রেক্ষিতে অপর পক্ষকেও লিখিত ভাবে উত্তর দিতে হয়। এরুপ প্রশ্নের মাধ্যমে কোন ঘটনার উদঘাটন করা হয়। আরজি ও ল

আদেশ ১০ আদালত দ্বারা উভয় পক্ষের জবানবন্দী

Order 10 Examination of Parties by the Court Civil Procedure Code আদেশ ১০ আদালত দ্বারা উভয় পক্ষের জবানবন্দী গ্রহণ দেওয়ানী কার্যবিধি আইন Examination of Parties by the Court আদালত দ্বারা উভয় পক্ষের জবানবন্দী গ্রহণ আদেশ ১০ বিধি ১ আরজি জবাবের অভিযােগাদি স্বীকৃত না অস্বীকৃত তা ধার্য আদালত মামলার প্রথম শুনানীতে প্রত্যেক পক্ষ বা পক্ষের আইনজীবী হতে ধার্য করবে যে, একপক্ষ অপর পক্ষের আরজিতে বা লিখিত বিবৃতিতে (যদি থাকে) রচিত তথ্যগত উক্তি গুলাে স্বীকার না কি অস্বীকার করে, এবং যা সংশ্লিষ্ট পক্ষ দ্বারা প্রকাশ্য বা দরকারি অর্থে স্বীকৃত বা অস্বীকৃত হয় নাই। আদালত একই ধরনের স্বীকৃতি বা অস্বীকৃতিগুলাে রেকর্ড করবে। আদেশ ১০ বিধি ২ পক্ষ বা পক্ষের সহযােগীর মৌখিক জবানবন্দী মােকদ্দমার প্রথম শুনানীতে বা পরবর্তী কোন শুনানীতে স্বয়ং হাজির কোন পক্ষ বা আদালতে হাজির কেউ বা পক্ষ বা পক্ষের আইনজীবীর সাথে অবস্থানরত এমন কোন লােক মামলা সম্বন্ধে যদি কোন দরকারি প্রশ্নের উত্তর প্রদানে সক্ষম হয়, তবে মৌখিকভাবে তার জবানবন্দী আদালত দ্বারা গ্রহণ করা যাবে, এবং উক্তরূপ জবানবন্দী গ্রহণ করার সময়ে, আদালত যদি সঙ্গত মনে করেন, তবে