Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Order 8 Written Statement Civil Procedure Code আদেশ ৮ লিখিত বর্ণনা দেওয়ানী কার্যবিধি আইন

Order 8 Written Statement Civil Procedure Code আদেশ ৮ লিখিত বর্ণনা দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ৮ বিধি ১ - লিখিত বর্ণনা ১) ৮০ ধারার (২) উপধারার শর্তাংশে যেরূপ বিধান আছে, তা ছাড়া বিবাদী প্রথম শুনানির সময় বা তার আগে বা আদালতের অনুমতির দ্বারা অনধিক দুই মাসের মধ্যে, আত্মপক্ষ সমর্থনপূর্বক একটি লিখিত বিবৃতি পেশ করবে: তবে শর্ত থাকে যে, যখন বিবাদী উক্ত ত্রিশ কার্যদিবসের মধ্যে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত লিখিত জবাব দিতে ব্যর্থ হবে, তখন আদালত কর্তৃক নির্ধারিত অন্য কোন দিনে তা দাখিল করার অনুমতি প্রাপ্ত হবে এবং তার কারণ অবশ্য লিপিবদ্ধ থাকতে হবে, কিন্তু তা কোনক্রমে সমন জারি হওয়ার ষাট কার্যদিবস অতিক্রম করবে না; আরাে শর্ত থাকে যে, যদি বিবাদী ষাট কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলে ব্যর্থ হয়, তবে আদালত এক তরফা মামলার নিষ্পত্তি করবে। ২) যেক্ষেত্রে বিবাদী তার দখলীয় বা ক্ষমতায় রক্ষিত দলিলসমূহের উপর তার আত্মপক্ষ সমর্থনের বা দাবি-সমন্বয় করার দাবির সমর্থনে সাক্ষ্য হিসাবে নির্ভর করেন, সে ক্ষেত্রে তিনি লিখিত বিবৃতি পেশ করার সময় তা আদালতে হাজির করবে এবং তখন দলিলগুলাে লিখিত বিবৃতির সাথে নথিভুক্ত করার জন্য...

Order 7 Plaint Civil Procedure Code আদেশ ৭ আরজি দেওয়ানী কার্যবিধি আইন

Order 7 Plaint Civil Procedure Code আদেশ ৭ দেওয়ানী কার্যবিধি আইন Particulars to be contained in plaint যেসব বিষয়গুলাে আরজিতে উল্লেখ করতে হবে আদেশ ৭ বিধি ১ যেসব বিষয়গুলাে আরজিতে উল্লেখ করতে হবে নিম্নলিখিত বিষয়গুলাে আরজিতে অন্তর্ভূক্ত করতে হবে- ক) যে আদালতে মামলা করা হয় তার নাম; খ) বাদীর নাম, পরিচিতি ও বাসস্থান; গ) বিবাদীর নাম, পরিচয় ও বাসস্থান, যতদূর পর্যন্ত জানা যায়; ঘ) বাদী বা বিবাদী নাবালক বা মানসিক বিকারগ্রস্ত হলে সে বিষয়ে বিবৃতি; ঙ) যে সব ঘটনার কারণে মামলার কারণ সৃষ্টি হয়েছে ও কখন তা সৃষ্টি হয়েছিল; চ) আদালতের এখতিয়ার আছে মর্মে প্রতীয়মান তথ্য; ছ) বাদী যে প্রতিকার দাবি করে; জ) বাদী যেক্ষেত্রে তার আংশিক দাবি পারস্পারিকভাবে পরিশােধ সম্মত হয়েছে বা বর্জন করেছে সেক্ষেত্রে দাবির যে অংশ অনুরূপভাবে পরিশােধ বা বর্জন করা হয়েছে এবং ঝ) আদালতের এখতিয়ার কোর্ট ফি নির্ধারণের লক্ষ্যে মামলার সারবস্তুর মূল্য সম্পর্কে বিবৃতি। আদেশ ৭ বিধি ১ বিশ্লেষণ -আরজি আরজি কি (Meaning of Plaint) আরজির বিষয়বস্তু (Contents of a Plaint) ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধির ৭নং আদেশের ১নং বিধি মতে, আরজিতে অব...

Order 6 Pleadings প্লিডিংস আরজি জবাব দেওয়ানী কার্যবিধি আইন

Order 6 Pleadings Generally Civil Procedure Law আদেশ  ৬ - প্লিডিংস (আরজি বা জবাব) দেওয়ানী কার্যবিধি আইন আদেশ ৬ বিধি ১ থেকে বিধি ১৮ বিধি ১ আরজি জবাব আরজি জবাব বলতে আরজি বা লিখিত বিবৃতিকে বুঝাবে । আদেশ ৬ ১ বিধির বিশ্লেষণ আরজি ও জবাব কাকে বলে? আরজি ও জবাবকেই বলা হয় প্লিডিংস। দেওয়ানি প্রকৃতির প্রত্যেক মামলার বাদীকে তথ্যসংক্রান্ত প্রমাণাদির ভিত্তিতে একটি আরজি উপস্থাপন করতে হয় এবং বিবাদীকে তার প্রতিপক্ষের জবাব হিসাবে লিখিতভাবে একটি বিস্তৃতি প্রদান করতে হয়। অতএব, আরজি ও জবাবের সমস্বয়ে প্লিডিং গঠিত হয়। অরজি বলতে কোন বাদী কর্তৃক আনীত কোন বিশেষ দাবি সম্বলিত এমন এক বিবৃতিকে বুঝার, যা বাদী কর্তৃক লিখিতভাবে পেশ করা হয়, এবং যাতে প্রয়ােজনীয় সকল বিস্তৃতি বিবরণসহ নালিশে পেশ করা হয়, এবং যাতে প্রয়ােজনীয় সকল বিবৃতি বিবরণসহ নালিশের কারণ উল্লেখ করে আদালতে একটি মামলা রুজু করা হয়। কিন্তু জবাব বলতে বিবাদীর আত্মপক্ষ সমর্থনকারী এমন এক লিখিত বিবৃতিকে বুঝায়, যার ভিত্তিতে একজন বিবাদী তার প্রতিপক্ষ কর্তৃক তারই বিরুদ্ধে আরজি বলে উত্থাপিত অভিযােগের প্রতিটি প্রয়ােজনীয় তথ্য সম্বলিত বক্তব্য পেশ করে...

Order 5 Issue and Service of Summons Civil Procedure Code আদেশ ৫ সমন দেয়া ও জারি করা

Order 5 Issue and Service of Summons Civil Procedure Code আদেশ ৫ সমন দেয়া ও জারি করা দেওয়ানী কার্যবিধি আইন বিধি ১ থেকে বিধি ৩১ বিধি ১। সমন Summons ১) যথার্থ উপায়ে মামলা করার পর নির্দিষ্টকৃত তারিখে বিবাদীকে উপস্থিত হতে এবং দাবির সমর্থনে জবাব প্রদানের জন্য মামলা দায়েরের পাঁচ কার্যদিবসের ভিতর এতদুদ্দেশ্যে আদালত দ্বারা নিযুক্ত অফিসার বিবাদীর কাছে সমন প্রেরণ করবে। তবে শর্ত হল যে, যদি আদালত দ্বারা নিযুক্ত অফিসার উক্ত সময়সীমার ভিতর সমন প্রেরণ করতে অসমর্থ হন, তাহলে সে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবেন। তবে আরাে শর্ত থাকে যে, বিবাদী যদি আরজি দাখিল করার সময়ে উপস্থিত হয়ে বাদীর দাবি স্বীকার করে নেয়, তবে এরূপ কোন সমন প্রেরণ করা যাবে না। ২) বিবাদীর উপর উপবিধি-১ মােতাবেক সমন প্রেরণ করা হলে নিম্নোক্ত যে কোন পদ্ধতিতে বিবাদী হাজিরা দিতে পারেন- ক) ব্যক্তিগত ভাবে, বা খ) মক্কেলের নির্দেশ প্রাপ্ত এবং মামলা বিষয়ক গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর প্রদানে সক্ষম এবং কোন আইনজীবী কর্তৃক, বা গ) অনুরূপ সব প্রশ্নের উত্তর দানে সক্ষম কোন ব্যক্তি সহযােগে কোন আইনজীবী দ্বারা বিবাদী হাজিরা দিতে পারে। ৩) উপরিউ...