Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Order 5 Issue and Service of Summons Civil Procedure Code আদেশ ৫ সমন দেয়া ও জারি করা

Order 5 Issue and Service of Summons Civil Procedure Code আদেশ ৫ সমন দেয়া ও জারি করা দেওয়ানী কার্যবিধি আইন বিধি ১ থেকে বিধি ৩১ বিধি ১। সমন Summons ১) যথার্থ উপায়ে মামলা করার পর নির্দিষ্টকৃত তারিখে বিবাদীকে উপস্থিত হতে এবং দাবির সমর্থনে জবাব প্রদানের জন্য মামলা দায়েরের পাঁচ কার্যদিবসের ভিতর এতদুদ্দেশ্যে আদালত দ্বারা নিযুক্ত অফিসার বিবাদীর কাছে সমন প্রেরণ করবে। তবে শর্ত হল যে, যদি আদালত দ্বারা নিযুক্ত অফিসার উক্ত সময়সীমার ভিতর সমন প্রেরণ করতে অসমর্থ হন, তাহলে সে অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবেন। তবে আরাে শর্ত থাকে যে, বিবাদী যদি আরজি দাখিল করার সময়ে উপস্থিত হয়ে বাদীর দাবি স্বীকার করে নেয়, তবে এরূপ কোন সমন প্রেরণ করা যাবে না। ২) বিবাদীর উপর উপবিধি-১ মােতাবেক সমন প্রেরণ করা হলে নিম্নোক্ত যে কোন পদ্ধতিতে বিবাদী হাজিরা দিতে পারেন- ক) ব্যক্তিগত ভাবে, বা খ) মক্কেলের নির্দেশ প্রাপ্ত এবং মামলা বিষয়ক গুরুত্বপূর্ণ সব প্রশ্নের উত্তর প্রদানে সক্ষম এবং কোন আইনজীবী কর্তৃক, বা গ) অনুরূপ সব প্রশ্নের উত্তর দানে সক্ষম কোন ব্যক্তি সহযােগে কোন আইনজীবী দ্বারা বিবাদী হাজিরা দিতে পারে। ৩) উপরিউ...

আদেশ ৪ মামলা রুজুকরণ দেওয়ানী কার্যবিধি আইন

Order 4 Institution of Suits - Civil Procedure Code 1908 আদেশ ৪ মামলা রুজুকরণ - দেওয়ানী কার্যবিধি আইন ১৯০৮ বিধি ১ ও বিধি ২ বিধি ১ মামলা আরজি দাখিলের দ্বারা রুজু করতে হবে ১) আদালত বা তৎদ্বারা এতদুদ্দেশ্যে নিযুক্ত কর্মকর্তার নিকট, আরজি হাজির করার দ্বারা প্রতিটি মামলা করতে হবে এবং আরজি সংশ্লিষ্ট যতজন বিবাদী থাকে, আরজির অবিকল নকল অনুরূপ সব বিবাদীর উপর পরােয়ানা জারি করার জন্য পেশ করতে হবে। ১ক) মামলার বেলায় পরােয়ানা জারি করার জন্য নির্ধারিত প্রদেয় কোর্ট ফি আরজি পেশ করার সময় এবং অন্যান্য কর্মক্রমের ক্ষেত্রে যখন পরােয়ানা ব্যবহার করা হয় তখন পরিশােধ করতে হবে। ১খ) সমনের একটি নকলসহ প্রত্যেক বিবাদীর জন্য সব বিবাদীর পূর্ণ ও সঠিক ঠিকানা যুক্ত যথােচিত খামে আগাম প্রদত্ত প্রাপ্তী স্বীকারপত্র আরজির সঙ্গে বাদীকে পেশ করতে হবে। ২) ৬ষ্ঠ ও ৭ম আদেশের বিধিগুলাে যতদূর প্রয়ােগযােগ্য হয়, তদনুসারে প্রতিটি আরজি প্রণয়ন করতে হবে। মামলার আরজি দাখিলের দ্বারা রুজু করতে হবে বিষয়ক ১ বিধির বিশ্লেষণ দেওয়ানি মামলা রুজুর প্রথম পর্যায় (First Stage) ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধির ৪নং আদেশের ১নং বিধিতে দেওয়ানি মাম...

আদেশ ৩ স্বীকৃত এজেন্ট আইনজীবীবৃন্দ

Order 3 Recognized Agents and Pleaders - Civil Procedure Code আদেশ ৩ স্বীকৃত এজেন্ট এবং আইনজীবীবৃন্দ দেওয়ানী কার্যবিধি আইন বিধি ১ থেকে বিধি ৬ বিধি ১ উপস্থিতি ইত্যাদি ব্যক্তিগতভাবে, স্বীকৃত প্রতিনিধি বা আইনজীবীর মারফতে হতে পারে মােকদ্দমার কোন পক্ষের আদালতে হাজিরা দেয়া, দরখাস্ত করা বা আইন অনুযায়ী অপর যা করা কর্তব্য, প্রত্যক্ষভাবে অপর কোন বিপরীত বিধান না থাকলে উক্ত কর্মগুলি সংশ্লিষ্ট পক্ষ ব্যক্তিগতভাবে সম্পন্ন করতে পারে, বা তার স্বীকৃত প্রতিনিধি দ্বারা বা তার পক্ষে কোন আইনজীবীর দ্বারা দরকারি হাজিরা দিতে, দরখাস্ত করতে বা অপর কোন কাজ সমাধান করতে পারে। তবে শর্ত হল যে, আদালত নির্দেশ প্রদান করলে সংশ্লিষ্ট পক্ষের হাজিরা বা উপস্থিতি ব্যক্তিগতভাবেই দিতে হবে। বিধি ২ স্বীকৃত প্রতিনিধি নিম্নোক্ত স্বীকৃত প্রতিনিধিগণ পক্ষগণের ভিতর হতে হাজিরা দেয়া, আবেদনপত্র পেশ করা বা অপর কর্ম সম্পন্ন করতে পারে। ক) পক্ষগণের ভিতর হতে হাজিরা প্রদান করা, আবেদনপত্র পেশ করা বা অপর কর্ম সমাধান করার লক্ষ্যে যাদের পাওয়ার অব অ্যাটর্নি আছে; খ) সংশ্লিষ্ট আদালতের এখতিয়ারভূক্ত এলাকাধীন বসবাস করে না, এই ধরনের কোন পক্ষের ভিত...

আদেশ ২ মামলার গঠন সম্পর্কিত বিধান

Order 2 Framing of Suit - Civil Procedure Code 1908 আদেশ ২ মামলা গঠন - দেওয়ানী কার্যবিধি আইন ১৯০৮ বিধি ১ থেকে ৭ বিধি ১ মামলা গঠন : কোন মামলার গঠন এমনভাবে কার্যকর করতে হবে, যাতে বিরােধভুক্ত বিষয়টি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয় এবং উক্ত বিষয়কেন্দ্রিক কোন মামলা ভবিষ্যতে যেন আর না হতে পারে। মামলা গঠন সম্পর্কে উচ্চ আদালতের সিদ্ধান্ত বিরােধীয় বিষয় বলতে মামলার কারণ বা মামলার বিষয় প্রসঙ্গে যা বুঝায় তা হলো অধিকার যা এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধ হিসেবে দাবি করেন এবং এটার উপর আদালতের রায় দাবি করে। একটি পক্ষ তার স্বত্বের ভিত্তির প্রকৃতি সম্পর্কিত সব যুক্তিসঙ্গত কারণগুলি অবশ্যই আরজি জবাবে বর্ণনা করবেন। [41 DLR 151 (AD)] বিধি ২ ১) সমগ্র দাবি মামলার অন্তর্ভূক্ত করতে হবে যেকোন মামলার সারবস্তু সম্বন্ধে বাদী যে পরিমাণ দাবি করার অধিকার রাখে, তা সম্পূর্ণ দাবি করতে হবে। অবশ্য মামলাটি কোন আদালতের এখতিয়ারভুক্ত রাখিবার উদ্দেশ্যে তার দাবি আংশিকভাবে বর্জন করার যদি দরকার হয় তা হলে তা করতে পারবে। ২) দাবির অংশ পরিত্যাগ বাদী যদি তার দাবির কোন অংশ উল্লেখ না করে মামলা করে বা ইচ্ছাকৃতভাবে ...

First schedule Civil Procedure Code Order 1 Rule 1-13 Parties to Suits

First schedule - Civil Procedure Code Order 1 Rule 1-13 Parties to Suits বাদী বিবাদী বিধি ১ কারা মামলার বাদী হিসেবে সামিল হতে পারে একই কর্ম বা বিষয় লেনদেন বা একই শ্রেণির কার্যক্রমের বা লেনদেনসমূহের যার কারণে যারা একসাথে, আলাদাভাবে বা একাদিক্রমে কোন প্রতিকার দাবি করতে পারে, এবং যেক্ষেত্রে উক্ত লােকেরা আলাদাভাবে মামলা করলে আইন বা তথ্য বিষয়ক একটি সাধারণ প্রশ্নের সৃষ্টি হতে পারে, অনুরূপ সকলকে একই মামলায় বাদী হিসেবে পক্ষভুক্ত করা যায়। বিধি ১ বিশ্লেষণ কোন কোন ব্যক্তি একটি মামলার বাদী পক্ষ হতে পারে দেওয়ানি আদালতের যে কোন মামলায় একাধিক পক্ষ থাকে। যে পক্ষ কর্তৃক মামলা দায়ের করা হয় সাধারণভাবে তাকে বাদী বলা হয়। কোন কোন ব্যক্তি একটি মামলায় বাদীপক্ষ পক্ষ হতে পারে সে সম্পর্কে দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-১ এর বিধি-১ এ বিধান রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, একই কার্য বা বিষয় আদান-প্রদান অথবা একই শ্রেণির কার্যাবলির বা আদান-প্রদানসমূহের যার দরুন যারা একত্রে পৃথকভাবে বা একাদিক্রমে কোন প্রতিকার দাবি করতে পারে, এবং যেক্ষেত্রে উক্ত ব্যক্তিরা পৃথকভাবে মামলা দায়ের করলে আইন বা তথ্য সংক্রান...

Inherent Powers of Court আদালতের সহজাত ক্ষমতা ধারা ১৫১ দেওয়ানী কার্যবিধি আইন

 Inherent Powers of Court আদালতের সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা ধারা ১৫১ আদালতের সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা ন্যায় বিচারের স্বার্থে বা আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করার জন্য প্রয়োজনীয় আদেশ দানের ব্যাপারে, আদালতের যে সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, এই আইনের কোন বিধানই তা সীমাবদ্ধ বা অন্যভাবে খর্ব করবে বলে পরিগণিত হবে না। ১৫১ ধারার বিশ্লেষণ অন্তর্নিহিত ক্ষমতার বা সহজাত ক্ষমতা বলতে কি বুঝায়? দেওয়ানি আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলতে কোন দেওয়ানি আদালত কর্তৃক ন্যায়সঙ্গতভাবে বিচারকার্য পরিচালনা করার উদ্দেশ্যে তার উপর অর্পিত বিশেষ এখতিয়ারসম্পন্ন ক্ষমতা প্রয়ােগ করার অধিকারকে বুঝায়। কেবলমাত্র ন্যায় বিচার নিশ্চিত করার প্রয়ােজনে অথবা আদালতের অপব্যবহার বিশেষ অন্তর্নিহিত ক্ষমতা বা সহজাত ক্ষমতা প্রয়ােগ করে থাকেন। কিন্তু যেক্ষেত্রে ন্যায়সঙ্গতভাবে সুবিচারের জন্য অথবা আদালতের কার্যধারার অপব্যবহার রােধ করার প্রয়ােজনীয়তা দেখা না দেয়, সেক্ষেত্রে দেওয়ানি আদালত তার অন্তর্নিহিত বা সহজাত এখতিয়ার প্রয়ােগ করতে পারবে না। অর্থাৎ এইরপ ক্ষমতা প্রয়ােগ করার...

ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি

Miscellaneous - Civil Procedure Law দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১৩২ হতে ১৫০ Section 132 Exemption of certain moment from personal appearance ধারা ১৩২। কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি  ১) দেশের প্রথা ও রীতি মােতাবেক যেই সমস্ত মহিলাকে জনসমক্ষে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা উচিত নয়, উক্তরূপ মহিলা ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে অব্যাহতি পাবে। ২) এই আইন দ্বারা কোন মহিলাকে গ্রেফতারের ব্যাপারে যেক্ষেত্রে কোন নিষিদ্ধতা নাই, সে ক্ষেত্রে দেওয়ানি পরােয়ানা জারিতে গ্রেফতার হতে উক্তরূপ স্ত্রীলােক অব্যাহতি পাবে বলে এখানে উল্লেখিত কোন কিছু হতে বিবেচনা করা যাবে না। ১৩২ ধারার বিশ্লেষণ বাংলাদেশে এমন অনেক মহিলা আছে যারা কঠোর পর্দা করে থাকেন। তারা সাধারণতঃ পর-পুরুষের সম্মুখে বাহির হন না। এই সকল মহিলাকে এই বিধি আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার দায়িত্ব হতে অব্যাহতি দিয়েছে। দেশের প্রচলিত রীতি ও পদ্ধতিকে সম্মান করাই এই ধারার উদ্দেশ্য। এই ধারার অধীনে কোন পর্দানশীন মহিলাকে ব্যক্তিগত উপস্থিতি হতে যে অব্যাহতি দেয়া হয়েছে আদালত তা অস্বীকার করতে পারেন না। তবে অব্যাহতির মানে এই নয় যে, সে আ...