Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

First schedule Civil Procedure Code Order 1 Rule 1-13 Parties to Suits

First schedule - Civil Procedure Code Order 1 Rule 1-13 Parties to Suits বাদী বিবাদী বিধি ১ কারা মামলার বাদী হিসেবে সামিল হতে পারে একই কর্ম বা বিষয় লেনদেন বা একই শ্রেণির কার্যক্রমের বা লেনদেনসমূহের যার কারণে যারা একসাথে, আলাদাভাবে বা একাদিক্রমে কোন প্রতিকার দাবি করতে পারে, এবং যেক্ষেত্রে উক্ত লােকেরা আলাদাভাবে মামলা করলে আইন বা তথ্য বিষয়ক একটি সাধারণ প্রশ্নের সৃষ্টি হতে পারে, অনুরূপ সকলকে একই মামলায় বাদী হিসেবে পক্ষভুক্ত করা যায়। বিধি ১ বিশ্লেষণ কোন কোন ব্যক্তি একটি মামলার বাদী পক্ষ হতে পারে দেওয়ানি আদালতের যে কোন মামলায় একাধিক পক্ষ থাকে। যে পক্ষ কর্তৃক মামলা দায়ের করা হয় সাধারণভাবে তাকে বাদী বলা হয়। কোন কোন ব্যক্তি একটি মামলায় বাদীপক্ষ পক্ষ হতে পারে সে সম্পর্কে দেওয়ানি কার্যবিধি, ১৯০৮ এর আদেশ-১ এর বিধি-১ এ বিধান রাখা হয়েছে। সেখানে বলা হয়েছে যে, একই কার্য বা বিষয় আদান-প্রদান অথবা একই শ্রেণির কার্যাবলির বা আদান-প্রদানসমূহের যার দরুন যারা একত্রে পৃথকভাবে বা একাদিক্রমে কোন প্রতিকার দাবি করতে পারে, এবং যেক্ষেত্রে উক্ত ব্যক্তিরা পৃথকভাবে মামলা দায়ের করলে আইন বা তথ্য সংক্রান

Inherent Powers of Court আদালতের সহজাত ক্ষমতা ধারা ১৫১ দেওয়ানী কার্যবিধি আইন

 Inherent Powers of Court আদালতের সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা ধারা ১৫১ আদালতের সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা ন্যায় বিচারের স্বার্থে বা আদালতের কার্যপ্রণালীর অপব্যবহার রোধ করার জন্য প্রয়োজনীয় আদেশ দানের ব্যাপারে, আদালতের যে সহজাত ক্ষমতা বা অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে, এই আইনের কোন বিধানই তা সীমাবদ্ধ বা অন্যভাবে খর্ব করবে বলে পরিগণিত হবে না। ১৫১ ধারার বিশ্লেষণ অন্তর্নিহিত ক্ষমতার বা সহজাত ক্ষমতা বলতে কি বুঝায়? দেওয়ানি আদালতের অন্তর্নিহিত ক্ষমতা বলতে কোন দেওয়ানি আদালত কর্তৃক ন্যায়সঙ্গতভাবে বিচারকার্য পরিচালনা করার উদ্দেশ্যে তার উপর অর্পিত বিশেষ এখতিয়ারসম্পন্ন ক্ষমতা প্রয়ােগ করার অধিকারকে বুঝায়। কেবলমাত্র ন্যায় বিচার নিশ্চিত করার প্রয়ােজনে অথবা আদালতের অপব্যবহার বিশেষ অন্তর্নিহিত ক্ষমতা বা সহজাত ক্ষমতা প্রয়ােগ করে থাকেন। কিন্তু যেক্ষেত্রে ন্যায়সঙ্গতভাবে সুবিচারের জন্য অথবা আদালতের কার্যধারার অপব্যবহার রােধ করার প্রয়ােজনীয়তা দেখা না দেয়, সেক্ষেত্রে দেওয়ানি আদালত তার অন্তর্নিহিত বা সহজাত এখতিয়ার প্রয়ােগ করতে পারবে না। অর্থাৎ এইরপ ক্ষমতা প্রয়ােগ করার মূল উদ্দ

ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি

Miscellaneous - Civil Procedure Law দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১৩২ হতে ১৫০ Section 132 Exemption of certain moment from personal appearance ধারা ১৩২। কতিপয় মহিলার ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি  ১) দেশের প্রথা ও রীতি মােতাবেক যেই সমস্ত মহিলাকে জনসমক্ষে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা উচিত নয়, উক্তরূপ মহিলা ব্যক্তিগতভাবে আদালতে হাজির হতে অব্যাহতি পাবে। ২) এই আইন দ্বারা কোন মহিলাকে গ্রেফতারের ব্যাপারে যেক্ষেত্রে কোন নিষিদ্ধতা নাই, সে ক্ষেত্রে দেওয়ানি পরােয়ানা জারিতে গ্রেফতার হতে উক্তরূপ স্ত্রীলােক অব্যাহতি পাবে বলে এখানে উল্লেখিত কোন কিছু হতে বিবেচনা করা যাবে না। ১৩২ ধারার বিশ্লেষণ বাংলাদেশে এমন অনেক মহিলা আছে যারা কঠোর পর্দা করে থাকেন। তারা সাধারণতঃ পর-পুরুষের সম্মুখে বাহির হন না। এই সকল মহিলাকে এই বিধি আদালতে ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়ার দায়িত্ব হতে অব্যাহতি দিয়েছে। দেশের প্রচলিত রীতি ও পদ্ধতিকে সম্মান করাই এই ধারার উদ্দেশ্য। এই ধারার অধীনে কোন পর্দানশীন মহিলাকে ব্যক্তিগত উপস্থিতি হতে যে অব্যাহতি দেয়া হয়েছে আদালত তা অস্বীকার করতে পারেন না। তবে অব্যাহতির মানে এই নয় যে, সে আদালত

বিধিগুলাে ধারা ১২১ থেকে ১২৮ প্রথম তফসিলের বিধিগুলাের প্রভাব

Rules Section 121 to 128 Civil Procedure Code বিধিগুলাে ধারা ১২১ থেকে ১২৮ দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১২১। প্রথম তফসিলের বিধিগুলাের প্রভাব প্রথম তফসিলের উল্লেখিত বিধিমালা এই খন্ডের বিধানগুলাে অনুসারে রদ বা পরিবর্তিত না হওয়া পর্যন্ত এই প্রধান অংশ রূপে বিধিবদ্ধ হওয়ার মতই প্রভাবযুক্ত হবে । ১২১ ধারার বিশ্লেষণ দেওয়ানি কার্যবিধিতে সর্বসাকুল্যে ধারা ১৫৮টি ও এই বিধির প্রথম তফসিলে ৫১টি আদেশ আছে। ধারাগুলিতে যা বলা হয়েছে, আদেশে তা বিশদ বর্ণনা করা হয়েছে। আদেশগুলি ধারার মতই শক্তিশালী। তবে আদেশগুলি পরিবর্তনীয়। ধারা ১২২। বিধিমালা প্রণয়নে সুপ্রীম কোর্টের ক্ষমতা  সুপ্রীমকোর্ট পূর্বকালীন প্রকাশনার পর সময় সময় সুপ্রীমকোর্টেও প্রত্যেক বিভাগের কার্যপদ্ধতি এবং তার তত্ত্বাবধান সাপেক্ষে দেওয়ানি আদালত গুলাের কার্যপদ্ধতি নিয়ন্ত্রণপূর্বক বিধিমালা তৈরি করতে পারেন, এবং এরূপ প্রণীত বিধিমালা দ্বারা প্রথম তফসিলের সমস্ত বা যে কোন বিধিমালা রদ, পরিবর্তন বা সংযােজন করতে পারেন। ১২২ ধারার বিশ্লেষণ দেওয়ানি কার্যবিধির অন্তর্ভুক্ত ৫১টি আদেশ বাতিল, সংশােধন বা সংযােজন করার ক্ষমতা সুপ্রীম কোর্টকে দেয়া হয়েছে। তবে এ

কেবল হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান

Section 116 to 120 Special provisions relating to High Court Division Civil Procedure Code ধারা 116 থেকে 120 বিচারীক কমিশনার নয়, কেবল হাইকোর্ট বিভাগ সম্পর্কে বিশেষ বিধান দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১১৬। এই (নবম) খন্ড কেবলমাত্র হাইকোর্ট বিভাগের প্রয়ােগযােগ্য এই খন্ড কেবলমাত্র হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য । ধারা ১১৭। হাইকোর্ট বিভাগের ক্ষেত্রে এই আইনের প্রয়ােগ এই খন্ড বা ১০ম খন্ড বা বিধিমালায় উল্লেখিত বিধানগুলাে ছাড়া এই আইনের বিধানগুলােও হাইকোর্ট বিভাগগের ক্ষেত্রে প্রয়ােগযােগ্য হবে। ১১৭ ধারার বিশ্লেষণ এই ধারার সাথে এই কার্যবিধির ধারা ১২০ এবং ২৯ মিলিয়ে পড়তে হবে। ধারা ১১৮। মামলার খরচ নির্ধারণের পূর্বে ডিক্রী জারি যেক্ষেত্রে কোন হাইকোর্ট বিভাগ ইহা গুরুত্বপূর্ণ মনে করে যে উহার মূল দেওয়ানি এখতিয়ার প্রয়ােগকালে প্রদত্ত ডিক্রী মামলার দায়মুক্ত খরচ নিরূপণ করার পূর্বেই জারি করা উচিত, সে ক্ষেত্রে আদালত ব্যয়ের সাথে ডিক্রী যতদূর বিষয়ক তা ছাড়া ডিক্রীটি অবিলম্বে জারি করা হবে বলে এবং খরচের সাথে ডিক্রী যতদূর বিষয়ক তা করারােপ দ্বারা খরচের অংক নিরূপণ হওয়ার সঙ্গে সঙ্গেই ডিক্রী জ

ধারা ১১৩ রেফারেন্স রিভিশন রিভিউ সম্পর্কিত বিধান

Section 113-115  Reference, Review and Revision. Civil Procedural Law ধারা ১১৩-১১৫ রেফারেন্স রিভিশন রিভিউ বা অভিমতার্থে প্রেরণ, পুণর্বিচার ও পুনরীক্ষণ। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১১৩। হাইকোর্ট বিভাগে রেফারেন্স নির্ধারিত শর্ত ও সীমাবদ্ধতা সাপেক্ষে কোন আদালত কারণ উল্লেখপূর্বক কোন মামলা হাইকোর্ট বিভাগের অভিমতার্থে রেফারেন্স প্রেরণ করতে পারে এবং হাইকোর্ট বিভাগ উক্ত মামলা সম্পর্কে যথােপযুক্ত আদেশ দান করতে পারে। ১১৩ ধারার বিশ্লেষণ (হাইকোর্ট বিভাগে রেফারেন্স) এই ধারার সাথে আদেশ ৪৬ মিলিয়ে পড়তে হয়। যেকোন আদালত হাইকোর্ট বিভাগের নিকট অভিমত চেয়ে মােকদ্দমা প্রেরণ করতে পারেন। এই ধারার প্রয়ােগ অতি বিরল। কোন আদালত হাইকোর্টের মতামত চেয়ে কেবল তখনই প্রার্থনা জানাবেন যখন অধঃস্তন আদালত সংশ্লিষ্ট বিষয়টিতে সন্দেহ পােষণ করছেন। অধঃস্তন আদালত কোন মতামত গঠন করে উহার উপর কাজ চালিয়ে গেলে আর উক্ত বিষয় হাইকোর্টে প্রেরণ করা যাবে না। যেক্ষেত্রে আইনের জটিল প্রশ্ন, যেমন সুপ্রীম কোর্টের কোন সিদ্ধান্তের ব্যাখ্যা সম্বন্ধে কোন প্রশ্নের উদ্ভব হয়, তবে নিম্ন আদালত বিষয়টি হাইকোর্টে ইহার মতামতের জন্য প্রেরণ করতে পা

ধারা ১০৪ আদেশের বিরুদ্ধে আপিল দেওয়ানী কার্যবিধি আইন

Section 104 Appeals from Orders Civil Procedural Law ধারা ১০৪ আদেশের বিরুদ্ধে আপিল। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১০৪। যে সমস্ত আদেশ হতে আপিল করা যায়- ১) নিম্নলিখিত আদেশগুলাে হতে আপিল করা যায় এবং এই আইনের ভিতর বা বর্তমানে বলবৎ কোন আইন দ্বারা অন্যভাবে স্পষ্ট উল্লেখ ব্যতিরেকে অন্য আদেশ গুলাে হতে আপিল করা যাবে না। ক) হতে (চ) বিলুপ্ত । চচ) ৩৫ক ধারার আওতায় প্রদত্ত আদেশ; ছ) ৯৫ ধারার আওতায় প্রদত্ত আদেশ; জ) ডিক্রী জারিতে গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটকের আদেশ ছাড়া এই আইনের যে কোন বিধানের আওতায় জরিমানা আরােপ বা কোন লােককে গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটক করার নির্দেশমূলক আদেশ। ঝ) নিয়মাবলির দ্বারা আপিল ব্যক্তভাবে মঞ্জুর হয় এরূপ নিয়মাবলির আওতায় প্রদত্ত আদেশ। তবে শর্ত এই যে, অল্প পরিমাণ অংকের অর্থ প্রদানের আদেশ দেয়া উচিত ছিল না বা ছিল এই অজুহাত ছাড়া (চচ) দফায় উল্লেখিত যে কোন আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। ২) এই ধারানুযায়ী আনীত আপিলে প্রদত্ত কোন আদেশ হতে আপিল চলবে না। ১০৪ ধারার বিশ্লেষণ কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না- যে যে আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, সে সম্পর্কে দেওয়া