Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

ধারা ১১৩ রেফারেন্স রিভিশন রিভিউ সম্পর্কিত বিধান

Section 113-115  Reference, Review and Revision. Civil Procedural Law ধারা ১১৩-১১৫ রেফারেন্স রিভিশন রিভিউ বা অভিমতার্থে প্রেরণ, পুণর্বিচার ও পুনরীক্ষণ। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১১৩। হাইকোর্ট বিভাগে রেফারেন্স নির্ধারিত শর্ত ও সীমাবদ্ধতা সাপেক্ষে কোন আদালত কারণ উল্লেখপূর্বক কোন মামলা হাইকোর্ট বিভাগের অভিমতার্থে রেফারেন্স প্রেরণ করতে পারে এবং হাইকোর্ট বিভাগ উক্ত মামলা সম্পর্কে যথােপযুক্ত আদেশ দান করতে পারে। ১১৩ ধারার বিশ্লেষণ (হাইকোর্ট বিভাগে রেফারেন্স) এই ধারার সাথে আদেশ ৪৬ মিলিয়ে পড়তে হয়। যেকোন আদালত হাইকোর্ট বিভাগের নিকট অভিমত চেয়ে মােকদ্দমা প্রেরণ করতে পারেন। এই ধারার প্রয়ােগ অতি বিরল। কোন আদালত হাইকোর্টের মতামত চেয়ে কেবল তখনই প্রার্থনা জানাবেন যখন অধঃস্তন আদালত সংশ্লিষ্ট বিষয়টিতে সন্দেহ পােষণ করছেন। অধঃস্তন আদালত কোন মতামত গঠন করে উহার উপর কাজ চালিয়ে গেলে আর উক্ত বিষয় হাইকোর্টে প্রেরণ করা যাবে না। যেক্ষেত্রে আইনের জটিল প্রশ্ন, যেমন সুপ্রীম কোর্টের কোন সিদ্ধান্তের ব্যাখ্যা সম্বন্ধে কোন প্রশ্নের উদ্ভব হয়, তবে নিম্ন আদালত বিষয়টি হাইকোর্টে ইহার মতামতের জন্য প্রেরণ করতে পা

ধারা ১০৪ আদেশের বিরুদ্ধে আপিল দেওয়ানী কার্যবিধি আইন

Section 104 Appeals from Orders Civil Procedural Law ধারা ১০৪ আদেশের বিরুদ্ধে আপিল। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ১০৪। যে সমস্ত আদেশ হতে আপিল করা যায়- ১) নিম্নলিখিত আদেশগুলাে হতে আপিল করা যায় এবং এই আইনের ভিতর বা বর্তমানে বলবৎ কোন আইন দ্বারা অন্যভাবে স্পষ্ট উল্লেখ ব্যতিরেকে অন্য আদেশ গুলাে হতে আপিল করা যাবে না। ক) হতে (চ) বিলুপ্ত । চচ) ৩৫ক ধারার আওতায় প্রদত্ত আদেশ; ছ) ৯৫ ধারার আওতায় প্রদত্ত আদেশ; জ) ডিক্রী জারিতে গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটকের আদেশ ছাড়া এই আইনের যে কোন বিধানের আওতায় জরিমানা আরােপ বা কোন লােককে গ্রেফতার বা দেওয়ানি কারাগারে আটক করার নির্দেশমূলক আদেশ। ঝ) নিয়মাবলির দ্বারা আপিল ব্যক্তভাবে মঞ্জুর হয় এরূপ নিয়মাবলির আওতায় প্রদত্ত আদেশ। তবে শর্ত এই যে, অল্প পরিমাণ অংকের অর্থ প্রদানের আদেশ দেয়া উচিত ছিল না বা ছিল এই অজুহাত ছাড়া (চচ) দফায় উল্লেখিত যে কোন আদেশের বিরুদ্ধে আপিল চলবে না। ২) এই ধারানুযায়ী আনীত আপিলে প্রদত্ত কোন আদেশ হতে আপিল চলবে না। ১০৪ ধারার বিশ্লেষণ কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যায় না- যে যে আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, সে সম্পর্কে দেওয়া

ধারা ৯৬ মূল ডিক্রীর বিরুদ্ধে আপিল সংক্রান্ত বিধান

Section 96 Appeals from Original Decrees - Civil Procedure Law ধারা ৯৬ মূল ডিক্রীর বিরুদ্ধে আপিল - দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৯৬। মূল ডিক্রীর বিরুদ্ধে আপিল ১) এই আইনের গর্ভে বা সময়কালীন বলবৎ অন্য কোন আইন দ্বারা অন্যভাবে ব্যক্তভাবে বিধান ব্যতিরেকে, মূল এখতিয়ার প্রয়ােগকারী আদালত প্রদত্ত প্রত্যেক ডিক্রী হতে উক্ত আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শ্রবণের জন্য ক্ষমতা প্রাপ্ত আদালতে আপিল দায়ের করা যাবে। ২) একতরফা প্রদত্ত মূল ডিক্রী হতেও আপিল দায়ের করা চলবে । ৩) পক্ষগণের সম্মতিতে আদালত দ্বারা প্রদত্ত ডিক্রী হতে কোন আপিল দায়ের করা চলবে না। ৯৬ ধারার বিশ্লেষণ - মূল ডিক্রীর বিরুদ্ধে আপিল আপিল (Appeal) বলতে কোন নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত রায় কিংবা ডিক্রীর সম্পূর্ণ বা আংশিক ভুলের যথার্থতা পরীক্ষা করার উদ্দেশ্যে উচ্চ-আদালতের সংশ্লিষ্ট মামলাটি অপসারণ করাকে বুঝায়। আপিলের বলে একজন ক্ষুদ্ধ পক্ষ নিম্ন আদালত কর্তৃক প্রদত্ত রায় বা ডিক্রীটি সম্পূর্ণভাবে কিংবা আংশিকভাবে ভুলের কারণে বাতিল করাইবার উদ্দেশ্যে উর্ধ্বতন আদালতে মামলাটি অপসারণ করে আইন দ্বারা অর্পিত উপশম লাভ করার অধিকারী হয়। আপিলের ভিত্তি

ধারা ৯৪ অতিরিক্ত কাৰ্যব্যবস্থা দেওয়ানি কার্যবিধি আইন

 Section 94 Supplemental Proceedings Civil Procedural Law ধারা ৯৪। অতিরিক্ত কাৰ্যব্যবস্থা। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৯৪। অতিরিক্ত কাৰ্যব্যবস্থা নির্ধারিত থাকলে ন্যায় বিচার পরাভূত নিরােধ করতে আদালত ক) বিবাদীকে গ্রেফতার করার পরােয়ানা জারি করা এবং আদালতে তার উপস্থিতির জন্য কোন জামানত প্রদান করবে না তার কারণ দর্শাইবার জন্য তাকে আদালতে হাজির করাতে এবং সে যদি জামানত এর জন্য আদেশ পালনে ব্যর্থ হয়, তবে তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা; খ) বিবাদী তার কোন সম্পত্তি আদালতে উপস্থিত করানাের জন্য এবং উক্ত সম্পত্তি আদালতের এখতিয়ারে দেওয়ার জন্য জামানত প্রদান করতে নির্দেশ দেয়া বা যে কোন সম্পত্তি ক্রোক করার আদেশ দেওয়া; গ) অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে এবং অমান্য করলে দোষী লােককে দেওয়ানি কারাগারে আটক করা এবং তার সম্পত্তি ক্রোকাবদ্ধ এবং নিলামে বিক্রয় করতে আদেশ প্রদান করা। ঘ) যে কোন সম্পত্তির তত্ত্বাবধায়ক নিযুক্ত করা এবং তার সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রয় করে তার কর্তব্য সম্পাদন করতে বাধিত করা; ঙ) আদালতের নিকট ন্যায্য এবং সুবিধাজনক মনে হলে, অনুরূপ অন্তর্বর্তীকালীন আদেশ দান করতে পারে। ধার

Public Nuisances ধারা ৯১ প্রতিনিধিত্বমূলক মামলা গণ উৎপাত

 Section 91 Public Nuisances Representative Suits Civil Procedure Code ধারা ৯১ প্রতিনিধিত্বমূলক মামলা গণ উৎপাত - দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৯১। গণ উৎপাত Public Nuisances ১) গণউৎপাতের ক্ষেত্রে বিশেষ ক্ষতির কারণ না হলেও অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেল এর লিখিত সম্মতিপ্রাপ্ত দুই বা ততােধিক লােক ঘোষণা এবং নিষেধাজ্ঞা বা মামলার পরিস্থিতির আলােকে অন্যকোন যথাযথ প্রতিকারের জন্য মামলা করতে পারে। ২) এই ধারার বিধান বহির্ভূত মামলা করার অধিকারকে এই ধারার কোন বিধানই সীমিত বা অন্যভাবে প্রভাবিত করবে না। প্রতিনিধিত্বমূলক মামলার ৯১ ধারার বিশ্লেষণ প্রতিনিধিত্বমূলক মামলা রুজু করা যায়- বাংলাদেশের সরকারের অ্যাটর্নি জেনারেলের লিখিত অনুমতিক্রমে এই ধরণের মামলা রুজু করা যায়। ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধি আইনের ৯১ ধারায় প্রতিনিধিত্বমূলক মামলার জন্য অ্যাটর্নি জেনারেলের সম্মতির প্রয়ােজনীয়তা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে ।‌ প্রতিনিধিত্বমূলক মামলা (Representative Suits) রুজু করার বিশেষ কার্যক্রম সম্পর্কে এই আইনের ৯১ (১) ধারায় বিশেষ ধরণের ক্ষতি না হয়ে থাকলেও অ্যাটর্নি জেনারেল অথবা অ্যাটর্নি জেনারেলের লিখ

Make WH-Questions Honours English Degree 3rd Year pass

WH-Questions for Exercise Degree 3rd Year/ Honours 2nd Year Compulsory English Make WH-Questions of the followings : Make WH-Questions with Where 1. They went to the mosque. Ans. Where did they go? 2. He has put the book under the table. Ans. Where has he put the book? 3. You will sit on the first bench. Ans. Where will you sit? 4. The parcel is from Chuadanga. Ans. Where is the parcel from? 5. They are staying in a hotel. Ans. Where are the staying? 6. We live in Meherpur. Ans. Where do you live? 7. Our teacher is an M.A. from Rajshahi University. Ans. Where is your teacher an M.A. from? 8. The man has been working in the field since morning. Ans. Where has the man been working since morning? 9. We will visit Khulna. Ans. Where will you visit? 10. Rohan reads in class one. Ans. Where does Rohan read? Or Which class does Rohan read? 11. She cooked in the kitchen. Ans. Where did she cook? 12. Rubel's shops are on the main road. Ans. Where are Rubel's shops? 13. The Chairman

Section 89A 89 B Alternative Dispute Resolution ধারা ৮৯ক ৮৯খ মধ্যস্থতা সালিশি দেওয়ানী কার্যবিধি আইন

মধ্যস্থতা সালিশি আপোষ মীমাংসা Mediation Arbitration Alternative Dispute Resolution ADR Section 89A 89 B Alternative Dispute Resolution Mediation Arbitration Civil Procedure Code ধারা ৮৯ক ৮৯খ মধ্যস্থতা সালিশি আপোষ মীমাংসা দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৮৯ক। মধ্যস্থতা (১) অর্থঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সালের ৮নং আইন) এর অধীন ছাড়া লিখিত জবাব পেশের পর সমস্ত প্রতিদ্বন্দী বিবাদী নিজ দায়িত্বে বা তাদের নিজ নিজ উকিল দ্বারা উপস্থিত হলে আদালত মামলার বিরােধ বা বিরােধ গুলাে নিষ্পত্তির লক্ষ্যে শুনানী বন্ধ রেখে মধ্যস্থতা করতে পারেন, বা মধ্যস্থতার দ্বারা নিষ্পত্তির লক্ষ্যে পক্ষগুলাের নিযুক্ত আইনজীবী বা আইনজীবীদের নিকট বা আইনজীবী নিযুক্তকৃত না থাকলে পক্ষ বা পক্ষগুলাের নিকট মামলার বিরােধ বা বিরােধ গুলাে নিষ্পত্তির ব্যাপারটি পাঠাতে পারেন, বা ১০নং উপ-ধারানুযায়ী জেলা জজ দ্বারা প্রণয়ণকৃত প্যানেলের কোন মধ্যস্থতাকারীর নিকট পাঠাতে পারেন। [২০১২ সালের ৩৬নং আইন দ্বারা সংশােধিত] (২) ১নং উপ-ধারা অনুযায়ী ব্যাপারটি আইনজীবী গণের দ্বারা প্রেরণ করা হয়ে থাকলে, আইনজীবীগণ তাদের নিজ নিজ ক্লাইন্টদের সাথে যুক্তিপরামর্শ মাে