Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

ধারা ৯৪ অতিরিক্ত কাৰ্যব্যবস্থা দেওয়ানি কার্যবিধি আইন

 Section 94 Supplemental Proceedings Civil Procedural Law ধারা ৯৪। অতিরিক্ত কাৰ্যব্যবস্থা। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৯৪। অতিরিক্ত কাৰ্যব্যবস্থা নির্ধারিত থাকলে ন্যায় বিচার পরাভূত নিরােধ করতে আদালত ক) বিবাদীকে গ্রেফতার করার পরােয়ানা জারি করা এবং আদালতে তার উপস্থিতির জন্য কোন জামানত প্রদান করবে না তার কারণ দর্শাইবার জন্য তাকে আদালতে হাজির করাতে এবং সে যদি জামানত এর জন্য আদেশ পালনে ব্যর্থ হয়, তবে তাকে দেওয়ানি কারাগারে আটক রাখা; খ) বিবাদী তার কোন সম্পত্তি আদালতে উপস্থিত করানাের জন্য এবং উক্ত সম্পত্তি আদালতের এখতিয়ারে দেওয়ার জন্য জামানত প্রদান করতে নির্দেশ দেয়া বা যে কোন সম্পত্তি ক্রোক করার আদেশ দেওয়া; গ) অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে এবং অমান্য করলে দোষী লােককে দেওয়ানি কারাগারে আটক করা এবং তার সম্পত্তি ক্রোকাবদ্ধ এবং নিলামে বিক্রয় করতে আদেশ প্রদান করা। ঘ) যে কোন সম্পত্তির তত্ত্বাবধায়ক নিযুক্ত করা এবং তার সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রয় করে তার কর্তব্য সম্পাদন করতে বাধিত করা; ঙ) আদালতের নিকট ন্যায্য এবং সুবিধাজনক মনে হলে, অনুরূপ অন্তর্বর্তীকালীন আদেশ দান করতে পারে।...

Public Nuisances ধারা ৯১ প্রতিনিধিত্বমূলক মামলা গণ উৎপাত

 Section 91 Public Nuisances Representative Suits Civil Procedure Code ধারা ৯১ প্রতিনিধিত্বমূলক মামলা গণ উৎপাত - দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৯১। গণ উৎপাত Public Nuisances ১) গণউৎপাতের ক্ষেত্রে বিশেষ ক্ষতির কারণ না হলেও অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেল এর লিখিত সম্মতিপ্রাপ্ত দুই বা ততােধিক লােক ঘোষণা এবং নিষেধাজ্ঞা বা মামলার পরিস্থিতির আলােকে অন্যকোন যথাযথ প্রতিকারের জন্য মামলা করতে পারে। ২) এই ধারার বিধান বহির্ভূত মামলা করার অধিকারকে এই ধারার কোন বিধানই সীমিত বা অন্যভাবে প্রভাবিত করবে না। প্রতিনিধিত্বমূলক মামলার ৯১ ধারার বিশ্লেষণ প্রতিনিধিত্বমূলক মামলা রুজু করা যায়- বাংলাদেশের সরকারের অ্যাটর্নি জেনারেলের লিখিত অনুমতিক্রমে এই ধরণের মামলা রুজু করা যায়। ১৯০৮ সনের দেওয়ানি কার্যবিধি আইনের ৯১ ধারায় প্রতিনিধিত্বমূলক মামলার জন্য অ্যাটর্নি জেনারেলের সম্মতির প্রয়ােজনীয়তা সম্বন্ধে বর্ণনা করা হয়েছে ।‌ প্রতিনিধিত্বমূলক মামলা (Representative Suits) রুজু করার বিশেষ কার্যক্রম সম্পর্কে এই আইনের ৯১ (১) ধারায় বিশেষ ধরণের ক্ষতি না হয়ে থাকলেও অ্যাটর্নি জেনারেল অথবা অ্যাটর্নি জেনারেলের...

Make WH-Questions Honours English Degree 3rd Year pass

WH-Questions for Exercise Degree 3rd Year/ Honours 2nd Year Compulsory English Make WH-Questions of the followings : Make WH-Questions with Where 1. They went to the mosque. Ans. Where did they go? 2. He has put the book under the table. Ans. Where has he put the book? 3. You will sit on the first bench. Ans. Where will you sit? 4. The parcel is from Chuadanga. Ans. Where is the parcel from? 5. They are staying in a hotel. Ans. Where are the staying? 6. We live in Meherpur. Ans. Where do you live? 7. Our teacher is an M.A. from Rajshahi University. Ans. Where is your teacher an M.A. from? 8. The man has been working in the field since morning. Ans. Where has the man been working since morning? 9. We will visit Khulna. Ans. Where will you visit? 10. Rohan reads in class one. Ans. Where does Rohan read? Or Which class does Rohan read? 11. She cooked in the kitchen. Ans. Where did she cook? 12. Rubel's shops are on the main road. Ans. Where are Rubel's shops? 13. The Chairman...

Section 89A 89 B Alternative Dispute Resolution ধারা ৮৯ক ৮৯খ মধ্যস্থতা সালিশি দেওয়ানী কার্যবিধি আইন

মধ্যস্থতা সালিশি আপোষ মীমাংসা Mediation Arbitration Alternative Dispute Resolution ADR Section 89A 89 B Alternative Dispute Resolution Mediation Arbitration Civil Procedure Code ধারা ৮৯ক ৮৯খ মধ্যস্থতা সালিশি আপোষ মীমাংসা দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৮৯ক। মধ্যস্থতা (১) অর্থঋণ আদালত আইন, ২০০৩ (২০০৩ সালের ৮নং আইন) এর অধীন ছাড়া লিখিত জবাব পেশের পর সমস্ত প্রতিদ্বন্দী বিবাদী নিজ দায়িত্বে বা তাদের নিজ নিজ উকিল দ্বারা উপস্থিত হলে আদালত মামলার বিরােধ বা বিরােধ গুলাে নিষ্পত্তির লক্ষ্যে শুনানী বন্ধ রেখে মধ্যস্থতা করতে পারেন, বা মধ্যস্থতার দ্বারা নিষ্পত্তির লক্ষ্যে পক্ষগুলাের নিযুক্ত আইনজীবী বা আইনজীবীদের নিকট বা আইনজীবী নিযুক্তকৃত না থাকলে পক্ষ বা পক্ষগুলাের নিকট মামলার বিরােধ বা বিরােধ গুলাে নিষ্পত্তির ব্যাপারটি পাঠাতে পারেন, বা ১০নং উপ-ধারানুযায়ী জেলা জজ দ্বারা প্রণয়ণকৃত প্যানেলের কোন মধ্যস্থতাকারীর নিকট পাঠাতে পারেন। [২০১২ সালের ৩৬নং আইন দ্বারা সংশােধিত] (২) ১নং উপ-ধারা অনুযায়ী ব্যাপারটি আইনজীবী গণের দ্বারা প্রেরণ করা হয়ে থাকলে, আইনজীবীগণ তাদের নিজ নিজ ক্লাইন্টদের সাথে যুক্তিপরামর্শ মাে...

Section 88 Interpleader Suit Civil Procedure Code ধারা ৮৮ ইন্টারপ্লিডার মামলা দেওয়ানী কার্যবিধি আইন।

Section 88 Interpleader Suit Civil Procedure Code ধারা ৮৮ একাধিক দাবিদার মামলা বা ইন্টারপ্লিডার মামলা দেওয়ানী কার্যবিধি আইন। ধারা ৮৮। ইন্টারপ্লিডার মামলা কখন রুজু করা যেতে পারে যেক্ষেত্রে দুই বা ততােধিক লােক, দায়বদ্ধতা বা মামলার খরচ ছাড়া অন্য কোন স্বার্থ দাবি করে না এবং ন্যায্য দাবিদারের নিকট পরিশােধ বা অর্পণ করতে প্রস্তুত থাকে এরূপ লােকের নিকট হতে একই ঋণ, টাকার অংক বা স্থাবর বা অস্থাবর অন্য সম্পত্তি পরস্পর পরিপন্থী দাবিদার হয়, সেক্ষেত্রে ঐরূপ অন্য লােক কোন লােকের নিকট উহা পরিশােধ অর্পণ করতে হবে সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত লাভের এবং তার নিজের জন্য ক্ষতিপূরণ লাভের উদ্দেশ্যে সমস্ত দাবিদারদের বিরুদ্ধে ইন্টারপ্লিডার মামলা করতে পারে। তবে শর্ত থাকে যে, সমস্ত পক্ষের অধিকার যা দ্বারা নির্ধারিত হতে পারে, এমন মামলা যেসকল ক্ষেত্রে বিচারাধীন আছে, তদক্ষেত্রে উক্তরূপ ইন্টারপ্লিডার মামলা করা যাবে না। ৮৮ ধারার বিশ্লেষণ ইন্টারপ্লীডার মামলা বলতে কি বুঝ? কে এই ধরণের মামলা রুজু করতে পারে? ইন্টারপ্লীডার মামলার ক্ষেত্রে যে সকল শর্ত থাকতে হবে তা দেওয়ানি কার্যবিধির ৩৫নং আদেশে বিশদভাবে বর্ণনা করা হয়েছে...

ধারা ৮৩ বিদেশি শাসক রাষ্ট্রদূত কর্তৃক মামলা

বিদেশি রাষ্ট্র কখন মামলা করতে পারে Section 83 Suits by Aliens and by or against Foreign Rulers Ambassadors and Envoys. civil procedure code ধারা ৮৩। বিদেশি দ্বারা এবং বিদেশি শাসক রাষ্ট্রদূত এবং বার্তাবাহক তারা বা তাদের বিরুদ্ধে মামলা। দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৮৩। বিদেশি কখন মামলা করতে পারে ? ১) সরকারের অনুমতিক্রমে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি দুশমন এবং বিদেশি মিত্র বাংলাদেশের নাগরিক ছিল মর্মে বাংলাদেশের আদালতে মামলা করতে পারবে। ২) উক্তরূপ অনুমতি ছাড়া বাংলাদেশে বসবাসকারী বা বিদেশে বসবাসকারী কোন বিদেশি দুশমন অনুরূপ কোন আদালতে মামলা করতে পারবে না। ব্যাখ্যাঃ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, বা সামরিক অভিযানে লিপ্ত বিদেশি রাষ্ট্রে বসবাসকারী এবং সরকারের সচিব দ্বারা এতদুদ্দেশ্যে প্রদানকৃত অনুমতি পত্র ছাড়া সে দেশে ব্যবসা পরিচালনাকারী প্রত্যেকে (২) উপ-ধারার উদ্দেশ্যে বিদেশে বসবাসকারী বিদেশি দুশমন বলে পরিগণিত হবে । ধারা ৮৪। বিদেশি রাষ্ট্র কখন মামলা করতে পারে ১) কোন বিদেশি রাষ্ট্র বাংলাদেশে যে কোন আদালতে মামলা করতে পারবে । তবে শর্ত থাকে যে, সে রাষ্ট্র সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত হয়েছে।...

HSC 2022 10th Week English Assignmet An email

HSC 2022 - 10 th Week English assignment Assignment title: An email to the admission committee of Harvard University to obtain a full ride scholarship Answer: An email to the admission committee of Harvard University to obtain a full ride scholarship From: rohit@gmail.com To: universityharvard @gmail.com Subject: Requesting to obtain a full ride Scholarship. Dear Sir, I would like to inform you that I am interested to get a full ride scholarship offered from your university for Bachelor of Science degree. I am glad to know that your university provides the full ride scholarships to the overseas students who are promising and have distinguished academic records. I would like to request you to kindly grant me the full ride scholarship as I have excellent academic records enclosed herewith. I believe I deserve the full ride scholarship. The financial grant will facilitate me to study hard and help me obtain an excellent result from your University. As per the applic...