- Get link
- X
- Other Apps
Section 60 Attachment - Civil Procedure Code ধারা ৬০ ডিক্রীজারিতে সম্পত্তি ক্রোক এবং বিক্রির জন্য দায়ী - দেওয়ানী কার্যবিধি আইন ধারা ৬০ ডিক্রী জারিতে সম্পত্তি ক্রোক এবং বিক্রির জন্য দায়ী নিম্নবর্ণিত সম্পত্তিগুলাে ক্রোক ও বিক্রির জন্য ডিক্রী জারি করা যাবে, যথা জমি, গৃহ বা অপরাপর দালান কোঠা, মালামাল, টাকা, ব্যাংক নােট, চেক, বিল অব এক্সচেঞ্জ, হুন্ডি, প্রমিসরি নােট, ইমারত, সরকারি ঋণপত্র, বন্ড বা অন্যবিধ সিকিউরিটি, দেনা, কোম্পানির শেয়ার এবং অতঃপর এখানে বর্ণিতগুলাে ছাড়া সাব্যস্ত দেনাদারের অন্য সমস্ত প্রকার স্থাবর অস্থাবর বিক্রয়যােগ্য সম্পত্তি বা এরূপ সম্পত্তি যার উপর বা যা হতে প্রাপ্য আয় সাব্যস্ত দেনাদারের নিজের প্রয়ােজনে ব্যয়ের অধিকার রয়েছে, অনুরূপ সম্পত্তি উক্ত সাব্যস্ত দেনাদারের নিজের নামেই থাকুক বা তার জিম্মাদারীতে বা তার অন্য নামেই থাকুক। তবে শর্ত থাকে যে, নিম্নবর্ণিত অনুরূপ জিনিসগুলাে ক্রোক বা নিলামে বিক্রয় করা যাবে না। ক) সাব্যস্ত দেনাদার, তার স্ত্রী এবং সন্তানগণের আবশ্যকীয় পরিধেয় বস্ত্রাদি, রান্নার বাসন-পত্রাদি, বিছানা-পত্র এবং এমন গহনা, যা ধর্মীয় বিধান অনুসা...