- Get link
- X
- Other Apps
ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ Criminal Procedure Code 1898 এক নজরে ফৌজদারি কার্যবিধি বৃটিশ ভারতের প্রথম ফৌজদারি কার্যবিধি লেজিসলেটিভ কাউন্সিল (ব্রিটিশ পার্লামেন্ট) এর মাধ্যমে প্রণয়ন হয়। ১৮৬১ সালের ফৌজদারি কার্যবিধির ১৮৭২ সালের আরেকটি আইন দ্বারা বাতিল হয় এবং এটা ছিল দ্বিতীয় ফৌজদারি কার্যবিধি । পুনরায় ১৮৭৫ এবং ১৮৭৭ সালে কার্যবিধিতে কিছু সংশােধন করা হয়। অতপর ১৮৮২ সালে আবার ফৌজদারি কার্যবিধি সংশােধন হয়। এইভাবে ১৬টি সংশােধনী পাস হয়। এসকল সংশােধনীকে বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ কার্যবিধি প্রণয়নের জন্য একটি সিলেক্ট কমিটি গঠন করা হয় এবং উক্ত সিলেক্ট কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে ১৮৯৮ সালের ২২শে মার্চ বর্তমান ফৌজদারি কার্যবিধি পাস হয়। ১৯২৩ সালে ফৌজদারি কার্যবিধিতে ব্যাপক পরিবর্তন আনা হয়। বাংলাদেশ ১৯৮২ সালে ফৌজদারি কার্যবিধিতে ব্যাপকভাবে সংশােধন করে। ফৌজদারি কার্যবিধির গুরুত্বপূর্ণ তথ্যসমূহ সর্বপ্রথম ফৌজদারি কার্যবিধি প্রণয়ন হয়------১৮৬১ সালে। বর্তমান ফৌজদারি কার্যবিধি প্রণীত হয়- -১৮৯৮ সালের ২২শে মার্চ কত নং আইন বলে প্রণীত হয়----- ৫ নং আইন কার্যকর করা হয়--১লা জুলাই ১৮৯৮ সালে আইনের...