- Get link
- X
- Other Apps
Transfer of Property Act সম্পত্তি হস্তান্তর আইন সম্পত্তি সম্পত্তি কাকে বলে? সম্পত্তি হস্তান্তর কাকে বলে? সম্পত্তির প্রকারভেদ । কোন্ কোন সম্পত্তি হস্তান্তর করা যায় না এবং কোন্ কোন্ সম্পত্তি হস্তান্তর করা যায়। সম্পত্তি হস্তান্তর আইন ১৮৮২ কি একটি স্বয়ংসম্পূর্ণ আইন? সম্পত্তি (Property) কাকে বলে ? সম্পত্তি হস্তান্তর আইনে সম্পত্তির কোন সংজ্ঞা প্রদান করা হয় নি। তবে এই আইনের বিলে সম্পত্তির সংজ্ঞা দেয়া হয়েছিল। উক্ত সংজ্ঞায় বলা হয়েছিল“অন্যের বিপরীতে কোন বস্তুর উপর এক বা একাধিক ব্যক্তির অধিকার হলাে মালিকানা, আর যে বস্তুর উপর এই মালিকানা প্রতিষ্ঠিত হয় তাকে সম্পত্তি বলে।" তবে এই সংজ্ঞাটি বর্তমান সম্পত্তি হস্তান্তর আইনে স্থান পায় নি । সম্পত্তি হস্তান্তর (Transfer of Property) কাকে বলে ? ১৮৮২ সালে সম্পত্তি হস্তান্তর আইনের ৫ ধারা অনুযায়ীএকজন জীবিত ব্যক্তি, বর্তমান বা ভবিষ্যত কোন সম্পত্তি, এক বা একাধিক জীবিত ব্যক্তিকে বা নিজেকে ও এক বা একাধিক জীবিত ব্যক্তিকে সম্পত্তি প্রদান করলে তাকে সম্পত্তি হস্তান্তর বলে। সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে যিনি হস্তান্তর করবেন এবং যার বরাবর হস্তান্তর করব...