- Get link
- X
- Other Apps
সুনির্দিষ্ট প্রতিকার আইন, ১৮৭৭ Specific Relief Act, 1877 এডভােকেটশীপ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা প্রিলিমিনারি মৌখিক ভাইভা সহায়িকা সংক্ষিপ্ত আলােচনা সুনির্দিষ্ট প্রতিকার আইনটি প্রণয়ন করা হয় ১৮৭৭ সালে । সুনির্দিষ্ট প্রতিকার আইনটি মুলত একটি প্রতিকারমূলক বা তত্ত্বগত আইন। এই আইনটিকে ন্যায়পরায়নতা ভিত্তিক আইন বলা হয়। সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রেক্ষিতে দেওয়ানি আদালত যে সুবিবেচনা আদেশ প্রদান করেন, তাকে সুনির্দিষ্ট প্রতিকার বলে। আদালত মােকদ্দমার কোন পক্ষকে কাজ করার বা কাজ না করার আদেশ অথবা চুক্তিভুক্ত কোন পক্ষকে চুক্তির সুনির্দিষ্ট কার্যসম্পাদনে বাধ্য করার আদেশ প্রদান করে, সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করতে পারেন। ফৌজদারি আইনের কোন সুবিধা এই আইনে পাওয়া যায় না। এই আইন কেবলমাত্র ব্যক্তিগত অধিকার বা প্রতিকার নিয়ে আলােচনা করে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আইন প্রণয়ন--১৮৭৭ সালের ৭ ফেব্রুয়ারি কত নং আইন--১ নং আইন। আইনের প্রকৃতি-তত্ত্বগত আইন (Substantive law) আইনটি কার্যকর হয়-- -১লা মে ১৮৭৭ সালে। মােট ধারা---৫৭ টি। সর্বশেষ সংশােধিত হয়---২...