- Get link
- X
- Other Apps
অজাত ব্যক্তি । সম্পত্তি হস্তান্তর। আংশিক সম্পাদন নীতি। কোনাে অজাত ব্যক্তির অনুকুলে কি আইনসংগভাৰে কোনাে সম্পত্তি হস্তান্তর করা যায়? যদি পারা যায় তবে কীভাবে? অজাত ব্যক্তি বা বাস্তবে অস্তিত্ব নেই এমন ব্যক্তির ‘আংশিক সম্পাদন নীতি' টি ব্যাখ্যা পূর্বক আলোচনা। অজাত ব্যক্তির অনুকুলে আইনসংগতভাবে কোনাে সম্পত্তি হস্তান্তর: উত্তর: সম্পত্তি হস্তান্তর আইন অনুযায়ী অজাত ব্যক্তির অনুকূলে কোন সম্পত্তি হস্তান্তর করা যায় না। যেমন এই আইনের ৫ ধারা অনুযায়ী কোন জীবিত ব্যক্তি শুধু কোন জীবিত ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করতে পারে। কিন্তু এই আইনের ১৩ এবং ১৪ ধারা অনুযায়ী কিছু শর্ত সাপেক্ষে অজাত ব্যক্তির অনুকূলে সম্পত্তি হস্তান্তর করা যায়। আবার ২০ ধারায় বলা হয়েছে- কোন সম্পত্তি হস্তান্তর দ্বারা যদি অজাত ব্যক্তির স্বার্থ সৃষ্টি করা হয় বা তার লাভের জন্য করা হয় তাহলে জন্ম হওয়ার সাথে সাথে সে উক্ত সম্পত্তিতে কায়েমী স্বার্থ লাভ করবে। তবে ভােগ-দখলের অধিকারী হবে না। পরিশেষে বলা যায়- সাধারণভাবে অজাত ব্যক্তির অনুকূলে সম্পত্তি হস্তান্তর করা না গেলেও শর্ত সাপেক্ষে করা যায়। যদি পারা যায় তবে কীভাবে...