- Get link
- X
- Other Apps
প্রিপজিশনের ৬ টি গুরুত্বপূর্ণ নিয়ম Six Preposition Rules ইংরেজি গ্রামারে প্রিপজিশন একটি ক্ষুদ্র অংশ বা ক্ষুদ্র শব্দ কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ শ্রেণীর অন্তর্ভুক্ত। আমরা হরহামেশাই প্রিপজিশন ব্যবহার করে থাকি কথাবার্তায় কিংবা লেখালেখিতে। প্রকৃতপক্ষে আমরা খুব বেশি ভাবে পঁচিশটি প্রিপজিশন ব্যবহার করি সেগুলো হচ্ছে to, of, in, for, on, with, at, by, from ইত্যাদি। . যদি তোমরা প্রিপজিশন বুঝতে পারো এবং সঠিকভাবে বাক্যে প্রয়োগ করতে পারো, তাহলে এটা তোমার fluency বাড়াবে এবং লেখার মান বাড়াবে, তোমার বুঝার পরিধি বাড়াবে ইত্যাদি। এবং একটা কথা মনে রাখবে যে প্রিপজিশন কিন্তু ইংলিশ গ্রামারে খুব একটা বেশি নেই সর্বমোট প্রায় 150 টাকার মধ্যে প্রিপজিশন রয়েছে যার মধ্যে আমরা প্রায় 70 টির মধ্যে প্রিপজিশন খুব বেশি ভাবে ব্যবহার করি। 150 টি প্রিপজিশন সম্পর্কে জানতে হলে নিচের লিংকে প্রবেশ করো । https://www.englishclub.com/vocabulary/prepositions/list.htm কমন ৭০টি Prepositions ৭০ টির মত প্রিপজিশনের শর্টলিস্ট রয়েছে, যেগুলো এক শব্দ বিশিষ্ট প্রিপজিশন এবং এই প্রিপজিশন এর অধিকাংশই একাধিক অর্থ রয়েছ...