Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Burden of proof প্রমাণের দায়িত্ব সম্পর্কিত বিধান

 প্রমাণের ভার বলতে কি বুঝায়?  কোন মামলায় প্রমাণের দায়িত্ব কার ওপর বর্তায়? কোন ঘটনা আদালতে প্রমাণের প্রয়োজন নেই?  বৈধ সন্তানের চূড়ান্ত প্রমাণ কি? কখন অভিযুক্ত ব্যক্তির উপর প্রমাণের দায়িত্ব বর্তায়। প্রমাণের দায়িত্ব এবং সাক্ষ্য স্থাপনের দায়িত্বের মধ্যে পার্থক্য কি? প্রশ্ন: প্রমাণের ভার বা প্রমাণের দায়িত্ব কাকে বলে? উত্তর: সাক্ষ্য আইনের ১০১ ধারা অনুযায়ী-যদি কোন ব্যক্তি তার দাবি অনুযায়ী অন্যের বিরুদ্ধে আদালতের রায় কামনা করেন তাহলে উক্ত দাবীকৃত বিষয়ের অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হয়। এটি হলো প্রমাণের দায়িত্ব। অর্থাৎ কোন ব্যক্তি কোন বিষয়ের অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য থাকলে তাকে প্রমাণের দায়িত্ব বলে। প্রশ্ন: কোন মামলায় প্রমাণের দায়িত্ব কার ওপর বর্তায়? উত্তর: কোন মামলায় প্রমাণের দায়িত্ব কার ওপর বর্তায় এ বিষয়ে বিধান সাক্ষ্য আইনের১০১ ধারা থেকে ১১২ ধারায় উল্লেখিত হয়েছে। নিম্নে উল্লেখ করা হলো: ১) যদি কোন ব্যক্তি তার দাবি অনুযায়ী অন্যের বিরুদ্ধে আদালতের রায় কামনা করেন তাহলে উক্ত দাবীকৃত বিষয়ে অস্তিত্ব তাকেই প্রমাণ করতে হয় এটি হলো প্রমাণের দায়িত্ব। ধার...

জুডিশিয়াল নোটিশ কাকে বলে What is Judicial Notice

জুডিশিয়াল নোটিশ কাকে বলে? কোন কোন ঘটনা সম্পর্কে আদালত জুডিশিয়ারি ডিসিশন নিবেন? প্রশ্ন:জুডিশিয়াল নোটিশ কাকে বলে? উত্তর: সাক্ষ্য আইনে জুডিশিয়াল নোটিশের নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। তবে সাক্ষ্য আইনের বিভিন্ন বিধান পর্যালোচনা করে বলা যায়-সাধারণত কোন বিষয়ে যিনি দাবি করেন তাকেই সেই বিষয়ে প্রমাণ করতে হয়। কিন্তু অনেক বিষয় আছে যা প্রমাণ করতে হয় না। অর্থাৎ সাধারণ ব্যক্তিদের নিয়ে আদালতের উক্ত বিষয়গুলি সম্পর্কে জানা থাকে। এগুলি হল জুডিশিয়াল নোটিশ। অন্যভাবে বলা যায়-যে বিষয়গুলি প্রমাণের জন্য সংশ্লিষ্ট পক্ষের কোনো দায়দায়িত্ব থাকে না বা বিনা প্রমাণে যে বিষয়গুলি সাক্ষ্য হিসেবে আদালতে গৃহীত হয় তাকে জুডিশিয়াল নোটিশ বলে। প্রশ্ন: কোন কোন ঘটনা সম্পর্কে আদালত জুডিশিয়াল নোটিশ নিবেন? উত্তর: সাক্ষ্য আইনের ৫৭ ধারা অনুযায়ী যে সকল ঘটনা সম্পর্কে আদালত জুডিশিয়ারি ডিসিশন নিবেন বা যে সকল ঘটনা আদালত জুডিশিয়াল নোটিশে নিবেন তার তালিকা নিম্নরূপ: ১) বাংলাদেশের সকল আইন ২) স্থল ও সমুদ্র পথ এর নিয়ম ৩) সশস্ত্র বাহিনীর জন্য প্রণয়ন কৃত যুদ্ধ বিধি ৪) বাংলাদেশের ভূখণ্ড সমূহ ৫। বাংলাদেশের জাতীয় সংসদ বা আইন...

Relevancy of character in civil and criminal law চরিত্রের প্রাসঙ্গিকতা সম্পর্কিত বিধান

Relevancy of character in civil and criminal law চরিত্রের প্রাসঙ্গিকতা। চরিত্র বলতে কি বুঝায়? কেন বলা হয় "আদালতের দায়িত্বগুলো মামলার বিচার করা মানুষের নয়।" ভালো চরিত্র বলতে শুধু সাধারণ খ্যাতিকেই বোঝায় না বরং সাধারন প্রকৃতিকেও বুঝায় - একথা দিয়ে আমরা কি বুঝি। কখন দেওয়ানি ও ফৌজদারি মামলায় চরিত্র সংক্রান্ত সাক্ষ্য প্রাসঙ্গিক? পূর্ববর্তী দণ্ডাদেশ কি খারাপ চরিত্রের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক? প্রশ্ন: চরিত্র (character) কাকে বলে? সাক্ষ্য আইনে চরিত্রের সুনিদৃষ্ট সংজ্ঞা প্রদান করা হয়নি। তবে এই আইনের ৫৫ ধারায় চরিত্র সম্পর্কে ব্যাখ্যা করে বলা হয়েছে চরিত্র বলতে খ্যাতি এবং প্রকৃতি কে বুঝায়। খ্যাতি বা Reputation হল কোন ব্যক্তি সম্পর্কে অন্যরা যা অনুমান করে বা ধারণা পোষণ করে। প্রকৃতি বা Disposition হল কোন ব্যক্তির স্বভাব সম্পর্কে অন্যদের অভিমত। সুতরাং কোন ব্যক্তির খ্যাতি এবং প্রকৃতি উভয়কে একত্রে চরিত্র বলা হয়। প্রশ্ন: কেন বলা হয় - "আদালতের দায়িত্ব হলো মামলার বিচার করা মানুষের নয়।" উত্তর: ন্যায় বিচার পাওয়ার জন্য মানুষ আদালতে আসে। একজন খারাপ মানুষ যখন ক্ষতিগ্রস...

What is an Adverb কাকে বলে Position of Adverb

What is adverb কাকে বলে, Adverb কোথায় বসে। এডভার্ব Adverb কোথায় বসে না। Position of adverb. Video What is an Adverb কাকে বলে Position of Adverb

How to write letters in English. Doctor Maleka College

কিভাবে ইংরেজিতে চিঠি লিখতে হয়। How to write letters in English Doctor Maleka College ডক্টর মালিকা কলেজ Video How to write letters in English. Doctor Maleka College

সাক্ষ্য আইনের বিবৃতি স্বীকৃতি অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তি কি

Statement admission confession definition evidence Act 1872 সাক্ষ্য আইনের বিবৃতি স্বীকৃতি এবং অভিযুক্ত ব্যক্তির দোষ স্বীকারোক্তি কাকে বলে? প্রশ্ন: বিবৃতি বা Statement কাকে বলে:  উত্তর: সাক্ষ্য আইনে বিবৃতির নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি, তবে বিভিন্ন পর্যালোচনায় বলা যায়- উচ্চারিত শব্দ, লিখিত বক্তব্য, কোন উক্তি, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ দ্বারা ইঙ্গিত ইত্যাদি বিবৃতির অন্তর্ভুক্ত। প্রশ্ন:স্বীকৃতি বা Admission কাকে বলে? উত্তর: সাক্ষ্য আইনের 17 ধারা স্বীকৃতির সংজ্ঞা উল্লেখ করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী কোন মামলার বিষয়ে কোনো বিবৃতি প্রদান করা হলে উক্ত বিবৃতি যদি সেই মামলার বিচার্য বিষয় সম্পর্কে ইঙ্গিত বহন করে তাহলে তাকে স্বীকৃতি বলে। সাক্ষ্য আইনের ভাষায়-An admission is a statement, oral or documentary which suggest any inference as to any fact in issue or relevant fact and which is made by any of the persons and under the circumstances hereinafter mentioned (section 18 to 20) অর্থাৎ স্বীকৃতি হলো মৌখিক বা লিখিত বক্তব্য যা বিচার্য বিষয় সম্পর্কে কোনো সিদ্ধান্তের সূচনা করে এবং এই আইন...