Skip to main content

Posts

Video Article Preposition Phrase Clause

Changing of Sentences Narration

Changing of Sentences, Narration Doctor Maleka University College Dhanmondi Dhaka, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ ধানমন্ডি ঢাকা সুপ্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো। এই ভিডিওতে তোমাদের জন্য Changing of Sentences,  Transformation of Sentences এর উপর ভিত্তি করে আলোচনা করা হয়েছে। তোমরা জানো ইংলিশ সেকেন্ড পেপার এর তোমাদের চেঞ্জিং অফ সেন্টেন্স এস এর উপর প্রশ্ন করা হয়।। প্রশ্নপত্রে তোমাদের জন্য Changing of Sentences,  Transformation of Sentences এর উপর পাঁচটি প্রশ্ন থাকে এবং পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক। ইংরেজিতে Changing of Sentences,  Transformation of Sentences হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইংলিশ আইটেম। এই আইটেমটি যদি তোমরা শুদ্ধভাবে লিখতে পারো তাহলে তোমাদের জন্য ভালো একটি নম্বর আসবে। কিভাবে Changing of Sentences,  Transformation of Sentences করতে হয় কিভাবে Changing of Sentences,  Transformation of Sentences করবে তার আগে আমার বলে নেওয়া ভাল যে, সেন্টেন্স কি এবং কী ধরনের সেন্টেন্স দেওয়া হয় এবং ট্রানসফর্মেশন বা চেঞ্জিং বলতে কি বুঝায়। তোমরা জানো ইংরেজিতে মূ

ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে কি বুঝ? সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়?

ইঙ্গিতবাহী প্রশ্ন বলতে কি বুঝ?  সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়? সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না?  কোন কোন্ উপায়ে একজন সাক্ষীর সাক্ষ্যের মূল্যকে হ্রাস করা যায় অথবা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে হরণ করা যায়? অনুচিত প্রশ্ন বাধাদানে আদালতের কি কি অধিকার আছে অথবা কি কি কারণে একজন বিচারক অশালীন ও কুৎসামূলক প্রশ্ন করতে বাধা দিতে পারেন?  সাক্ষীকে প্রশ্ন করার জন্য বিচারকের সাধারণ ক্ষমতায় কি কি সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে অথবা প্রশ্ন আইনসঙ্গত ও প্রাসঙ্গিক হওয়া সত্ত্বেও কখন সাক্ষীকে প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যায় না অথবা বিচারিক কার্যক্রমে কেন কিছু প্রশ্ন করা যায় না? ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading question) কাকে বলে: সাক্ষ্য আইনের ১৪১ ধারায় ইঙ্গিতবাহী প্রশ্নের সংজ্ঞা প্রদান করা হয়েছে। উক্ত ধারা অনুযায়ী-কোন প্রশ্নকর্তা তার প্রশ্নের যে উত্তর আশা করেন, প্রশ্নের মধ্যে যদি তার ইঙ্গিত থাকে তাহলে সেই প্রশ্নকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। অন্যভাবে বলা যায়, যে প্রশ্নের উত্তর শুধু ‘হ্যা অথবা ‘না দ্বারা দেয়া যায় সেই প্রশ্নকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। সাক্ষীকে কখন ইঙ্গিতবাহী প্রশ্ন

জনশ্রুতি কাকে বলে? কখন জনশ্রুতি সাক্ষ্য হিসেবে বর্জনীয়

Hearsay Evidence, Video Short Notes on Law জনশ্রুতি কাকে বলে? কখন জনশ্রুতি সাক্ষ্য হিসেবে বর্জনীয় হয়? জনশ্রুতি কোন সাক্ষ্য নয়- এই নীতির ব্যতিক্রমসমূহ কি কি? অথবা কোন্ কোন্ অবস্থায় জনশ্রুতি সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হয়। জনশ্রুতি (Hearsay) কাকে বলে: কোন সাক্ষী যা নিজে দেখেনি বা নিজে শুনেনি বা নিজে উপলব্ধি করেনি এমন সাক্ষ্য প্রদান করলে তা জনশ্রুতি হিসেবে গণ্য হয়। অর্থাৎ সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য প্রদান করবেন তা যদি দেখার বিষয় হয় তাহলে তাকে নিজ চোখে দেখতে হবে, যদি শোনার বিষয় হয় তাহলে তাকে নিজ কানে শুনতে হবে, যদি ইন্দ্রীয় দিয়ে উপলব্ধি বা জিহ্বা দ্বারা স্বাদ নেয়ার বিষয় হয় তাহলে তাকে নিজে উপলব্ধি বা স্বাদ গ্রহণ করতে হবে। যদি এগুলি অন্যের দেখা বা অন্যের শোনা বা অন্যের উপলব্ধি বা অন্যের স্বাদ নেয়া হয় তাহলে তাকে জনশ্রুতি বলে। বিচারপতি বেস্ট এর মতে, জনশ্রুতিমূলক সাক্ষ্য হলো এমন ধরনের সাক্ষ্য যা সাক্ষী নিজ চোখে দেখেনি বা নিজ কানে শোনেনি বা ঐ ঘটনার সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন না তবে এমন ঘটনা ঘটেছে এবং সাক্ষী তা তৃতীয় ব্যক্তির নিকট থেকে শুনেছেন। কখন জনশ্রুতি সাক্ষ্য হিসেবে বর্জনীয় হয

অনুমান কাকে বলে? অনুমানের গুরুত্ব কতটুকু?

  অনুমান কাকে বলে? অনুমানের গুরুত্ব কতটুকু ? ত্রিশ বছরের পুরাতন দলিলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান কি? বিভিন্ন প্রকার অনুমান অর্থাৎ অনুমান করতে পারে, অনুমান করবেন এবং চূড়ান্ত প্রমাণের ব্যাখ্যা।   অনুমান ( Presumption) কাকে বলে: সাক্ষ্য আইনের অনুমানের সুনির্দিষ্ট কোন সংজ্ঞা প্রদান করা হয়নি। তবে বিভিন্ন পর্যালোচনায় বলা যায়- প্রমাণ ছাড়া কোন বিষয় সাময়িকভাবে ধরে নেয়া হলে বা মেনে নেয়া হলে তাকে অনুমান (Presumption) বলে ।   অনুমানের গুরুত্ব: প্রমাণ ছাড়া কোন বিষয় সাময়িকভাবে ধরে নেয়া বা মেনে নেয়া হলো অনুমান। কিছু অনুমান খণ্ডনযোগ্য আবার কিছু অনুমান অখণ্ডনীয় হয়। যে অনুমানগুলি অখণ্ডনীয় সেগুলি সংশ্লিষ্ট বিষয়ের জন্য চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হয়। আদালত অখণ্ডনীয় অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। অন্যদিকে খণ্ডনযোগ্য অনুমান যদি সাক্ষ্য ছাড়া মিথ্যা প্রমাণ করা না যায় তাহলে এই ধরনের অনুমানের উপর ভিত্তি করেও সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। সুতরাং বলা যায় অনুমানের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কারণ অনেক ক্ষেত্রে আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠার জ

সরকারি দলিল বা সার্বজনীন দলিল ও বেসরকারি দলিল কাকে বলে?

সরকারি দলিল বা সার্বজনীন দলিল ও বেসরকারি দলিল কাকে বলে?  একটি বেসরকারি দলিল কে প্রমাণ করতে পারে? এটি প্রমাণে সর্বোৎকৃষ্ট সাক্ষী কে?  কখন একটি দলিল পুরাতন হিসেবে গণ্য হয়? সরকারি দলিল ও বেসরকারি দলিলের পার্থক্য কি ?   সরকারি দলিল ( Public Docurients) বা সার্বজনীন দলিল কাকে বলে: সাক্ষ্য আইনের ৭৪ ধারা অনুযায়ী নিম্নের দলিলগুলি সরকারি দলিল : (১) সার্বভৌম কর্তৃপক্ষের কাজ : সার্বভৌম কর্তৃপক্ষের কাজের লিখিত বিবরণ, নথিপত্র, সংসদে প্রণীত আইন সরকারি দলিল হিসেবে গণ্য। (২) বিভিন্ন বিভাগের কাজ : বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় কোন কর্মচারির কাজের লিখিত বিবরণ সরকারি দলিল হিসেবে গণ্য। (৩) বাংলাদেশ বা কমনওয়েলথের কাজ : বাংলাদেশ বা কমনওয়েলথের বিভিন্ন বিভাগের কাজের লিখিত বিবরণ সরকারি দলিল হিসেবে গণ্য। (৪) সরকারের নিকট রক্ষিত দলিল : সরকারের হেফাজতে রক্ষিত ব্যক্তিগত দলিলও সরকারি দলিল হিসেবে গণ্য। (৫) সরকারি সংস্থা ও ট্রাইব্যুনালের কাজ : সরকারি কোন সংস্থা ও ট্রাইব্যুনালের কাজের লিখিত বিবরণ সরকারি দলিল হিসেবে গণ্য। বেসরকারি দলিল কাকে বলে: সাক্ষ্য আইনের ৭৫ ধারা