Skip to main content

Posts

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

জনশ্রুতি কাকে বলে? কখন জনশ্রুতি সাক্ষ্য হিসেবে বর্জনীয়

Hearsay Evidence, Video Short Notes on Law জনশ্রুতি কাকে বলে? কখন জনশ্রুতি সাক্ষ্য হিসেবে বর্জনীয় হয়? জনশ্রুতি কোন সাক্ষ্য নয়- এই নীতির ব্যতিক্রমসমূহ কি কি? অথবা কোন্ কোন্ অবস্থায় জনশ্রুতি সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হয়। জনশ্রুতি (Hearsay) কাকে বলে: কোন সাক্ষী যা নিজে দেখেনি বা নিজে শুনেনি বা নিজে উপলব্ধি করেনি এমন সাক্ষ্য প্রদান করলে তা জনশ্রুতি হিসেবে গণ্য হয়। অর্থাৎ সাক্ষী যে বিষয়ে সাক্ষ্য প্রদান করবেন তা যদি দেখার বিষয় হয় তাহলে তাকে নিজ চোখে দেখতে হবে, যদি শোনার বিষয় হয় তাহলে তাকে নিজ কানে শুনতে হবে, যদি ইন্দ্রীয় দিয়ে উপলব্ধি বা জিহ্বা দ্বারা স্বাদ নেয়ার বিষয় হয় তাহলে তাকে নিজে উপলব্ধি বা স্বাদ গ্রহণ করতে হবে। যদি এগুলি অন্যের দেখা বা অন্যের শোনা বা অন্যের উপলব্ধি বা অন্যের স্বাদ নেয়া হয় তাহলে তাকে জনশ্রুতি বলে। বিচারপতি বেস্ট এর মতে, জনশ্রুতিমূলক সাক্ষ্য হলো এমন ধরনের সাক্ষ্য যা সাক্ষী নিজ চোখে দেখেনি বা নিজ কানে শোনেনি বা ঐ ঘটনার সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন না তবে এমন ঘটনা ঘটেছে এবং সাক্ষী তা তৃতীয় ব্যক্তির নিকট থেকে শুনেছেন। কখন জনশ্রুতি সাক্ষ্য হিসেবে বর্জনীয় হয...

অনুমান কাকে বলে? অনুমানের গুরুত্ব কতটুকু?

  অনুমান কাকে বলে? অনুমানের গুরুত্ব কতটুকু ? ত্রিশ বছরের পুরাতন দলিলের বিশুদ্ধতা সম্পর্কে অনুমান কি? বিভিন্ন প্রকার অনুমান অর্থাৎ অনুমান করতে পারে, অনুমান করবেন এবং চূড়ান্ত প্রমাণের ব্যাখ্যা।   অনুমান ( Presumption) কাকে বলে: সাক্ষ্য আইনের অনুমানের সুনির্দিষ্ট কোন সংজ্ঞা প্রদান করা হয়নি। তবে বিভিন্ন পর্যালোচনায় বলা যায়- প্রমাণ ছাড়া কোন বিষয় সাময়িকভাবে ধরে নেয়া হলে বা মেনে নেয়া হলে তাকে অনুমান (Presumption) বলে ।   অনুমানের গুরুত্ব: প্রমাণ ছাড়া কোন বিষয় সাময়িকভাবে ধরে নেয়া বা মেনে নেয়া হলো অনুমান। কিছু অনুমান খণ্ডনযোগ্য আবার কিছু অনুমান অখণ্ডনীয় হয়। যে অনুমানগুলি অখণ্ডনীয় সেগুলি সংশ্লিষ্ট বিষয়ের জন্য চূড়ান্ত প্রমাণ হিসেবে গণ্য হয়। আদালত অখণ্ডনীয় অনুমানের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। অন্যদিকে খণ্ডনযোগ্য অনুমান যদি সাক্ষ্য ছাড়া মিথ্যা প্রমাণ করা না যায় তাহলে এই ধরনের অনুমানের উপর ভিত্তি করেও সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। সুতরাং বলা যায় অনুমানের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কারণ অনেক ক্ষেত্রে আদালত ন্যায় বিচার...

সরকারি দলিল বা সার্বজনীন দলিল ও বেসরকারি দলিল কাকে বলে?

সরকারি দলিল বা সার্বজনীন দলিল ও বেসরকারি দলিল কাকে বলে?  একটি বেসরকারি দলিল কে প্রমাণ করতে পারে? এটি প্রমাণে সর্বোৎকৃষ্ট সাক্ষী কে?  কখন একটি দলিল পুরাতন হিসেবে গণ্য হয়? সরকারি দলিল ও বেসরকারি দলিলের পার্থক্য কি ?   সরকারি দলিল ( Public Docurients) বা সার্বজনীন দলিল কাকে বলে: সাক্ষ্য আইনের ৭৪ ধারা অনুযায়ী নিম্নের দলিলগুলি সরকারি দলিল : (১) সার্বভৌম কর্তৃপক্ষের কাজ : সার্বভৌম কর্তৃপক্ষের কাজের লিখিত বিবরণ, নথিপত্র, সংসদে প্রণীত আইন সরকারি দলিল হিসেবে গণ্য। (২) বিভিন্ন বিভাগের কাজ : বিচার বিভাগীয় বা শাসন বিভাগীয় কোন কর্মচারির কাজের লিখিত বিবরণ সরকারি দলিল হিসেবে গণ্য। (৩) বাংলাদেশ বা কমনওয়েলথের কাজ : বাংলাদেশ বা কমনওয়েলথের বিভিন্ন বিভাগের কাজের লিখিত বিবরণ সরকারি দলিল হিসেবে গণ্য। (৪) সরকারের নিকট রক্ষিত দলিল : সরকারের হেফাজতে রক্ষিত ব্যক্তিগত দলিলও সরকারি দলিল হিসেবে গণ্য। (৫) সরকারি সংস্থা ও ট্রাইব্যুনালের কাজ : সরকারি কোন সংস্থা ও ট্রাইব্যুনালের কাজের লিখিত বিবরণ সরকারি দলিল হিসেবে গণ্য। বেসরকারি দলিল কাকে বলে: সাক্ষ্য ...

Punctuation মার্কস ব্যবহারের নিয়ম, ভক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ

Punctuation মার্কস ব্যবহারের নিয়ম  ভক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ How to use punctuation marks in English sentences. Be expert and skilled in using punctuation marks You are the students of  HSC level or intermediate level. You are studying in any college in Bangladesh. You have a subject English. In English syllabus of your second paper, you have to answer some questions about punctuation marks. This is a very vital question in English. If you don't understand or don't know how to use for punctuation marks in English, you will get a very poor marks. In Grammar you have to go get a good number. Most students attempt punctuation marks correctly. There are a lot Students who don't understand how to use punctuation marks and where to use punctuation marks correctly. I have presented this video about punctuation marks. If you watch this video from first to last on punctuation marks presented here, you will definitely get a good idea on how you can use punctuation marks and...

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন, বার কাউন্সিল এডভোকেটশিপ‌ পরীক্ষা MCQ

 বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন, বার কাউন্সিল এডভোকেটশিপ‌ পরীক্ষা প্রস্তুতি: এমসিকিউ পর্ব ৫ Bangladesh Judicial Service Commission, Bar Council Advocateship Examination Preparation: MCQ Part 5 This video is filmed about MCQ of advocateship examination prepared by Bangladesh Bar Council. This video is the best suitable for legal students, law students and students who are learning LLB. After the LLB examination, the students have to sit for advocateship examination which is prepared by Bangladesh Bar Council. In order to pass the examination of Bar Council, students have to get a good preparation on the law. The examination is held in three phases. First phase is called MCQ or preliminary examination. For preparation of this MCQ examination, this video is the best suitable for this exam. Thank you, Shameem Sarwar shameem.sarwar@yahoo.com Video বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন, বার কাউন্সিল এডভোকেটশিপ‌ পরীক্ষা MCQ