- Get link
- X
- Other Apps
সমন কাকে বলে? সমন জারির পদ্ধতি কি? কখন কার উপর সমন জারি করা যায়? ভিডিও শর্ট নোটস্ অন ল Summons in Civil Law. How Summons is served. সমন Summons কাকে বলে? আদালত যে দলিলের মাধ্যমে কোন ব্যক্তিকে নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ করেন সেই নির্দেশ নামা কেই বা উক্ত দলিলটি সমান বলে। কোন বস্তুকে হাজির করানোর জন্য সমন প্রদান করা হতে পারে। কোন ব্যক্তি মোকদ্দমা দায়ের করলে বিবাদীকে নির্দিষ্ট সময়ে নির্ধারিত আদালতে এসে তাদের অভিযোগের জবাব দেয়ার জন্য সমন জারি করা হয়। দেওয়ানী কার্যবিধির 5 আদেশের এক বিধি অনুযায়ী মোকদ্দমা দায়ের করার পর 5 কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা সমন ইস্যু করবেন। 5 কর্মদিবসের মধ্যে সমন ইস্যু করতে ব্যর্থ হলে উক্ত কর্মকর্তা অসদাচরণের জন্য দায়ী হবেন। তবে আরজি দাখিলের সময় বিবাদী হাজির হয়ে যদি বাদীর দাবি মেনে নেন তাহলে সমন ইস্যু করার প্রয়োজন হয় না। সমন ইস্যু করা হলে তার মধ্যে আদালতের সিল থাকবে এবং সংশ্লিষ্ট কর্মচারীর স্বাক্ষর থাকবে। সমন জারির বিভিন্ন পদ্ধতি কি কি? দেওয়ানী কার্যবিধির 5 আদেশের 9 থেকে 31 বিধি অনুয...