- Get link
- X
- Other Apps
গ্রেফতারি পরোয়ানা গ্রেফতারি পরোয়ানা কি? গ্রেফতারি পরোয়ানা ছাড়া কখন একজন পুলিশ অফিসার গ্রেফতার করতে পারে? পুলিশ ব্যাতিত কোন ব্যাক্তি কখন গ্রেফতার করতে পারে? What is Arrest and what is warrant for Arrest? When does a police officer may arrest without warrant? When can a general public arrest without warrant. Section 54 of Arrest and arrest warrant of Criminal Procedure Code 1898. গ্রেপ্তার Arrest কোন ব্যক্তিকে আইন দ্বারা পাকড়াও করা হলে তাকে গ্রেপ্তার বলে অর্থাৎ কোন ব্যক্তি কোন অপরাধ সংঘটন করলে বা অপরাধ সংঘটন করতে উদ্যত হলে তাকে বিচারের জন্য আইন দ্বারা পাকড়াও করা হলে তাকে গ্রেফতার বলে আবার কোন ব্যক্তি আত্মসমর্পণ করলে তাকে হেফাজতে গ্রহণ করলেও তা গ্রেফতার হিসেবে পরিগণিত হয়। ফৌজদারি কার্যবিধির ৪৬ ধারায় গ্রেফতার এর পদ্ধতি বর্ণনা করা হয়েছে, উক্ত ধারা অনুযায়ী কোন ব্যক্তি তার কথায় বা কাজে আত্মসমর্পণ করতে পারেন। আসামি তা করতে ব্যর্থ হলে তাকে শারীরিকভাবে ধরবেন অথবা অন্যকোন ভাবে আটক করবেন। কোন ব্যক্তির মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ না করলে তাকে আটকের জন্য এতো ...