Skip to main content

Posts

Showing posts with the label Land Law Permanent Settlement ভূমি আইন চিরস্থায়ী বন্দোবস্ত

Video Article in English Grammar Series Definite Indefinite articles

Land Law Permanent Settlement ভূমি আইন চিরস্থায়ী বন্দোবস্ত

Permanent settlement বা চিরস্থায়ী বন্দোবস্ত কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৭৬৫ সালে দিল্লির মোগল সম্রাট শাহ আলমের নিকট থেকে বার্ষিক মাত্র ২৬ লক্ষ টাকার বিনিময়ে বাংলা-বিহার-উড়িষ্যার রাজস্ব আদায় করার অধিকারী হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্দেশ্য ছিল এদেশ থেকে মুনাফা লুণ্ঠন করা। অতঃপর তারা ভূমি রাজস্ব ব্যবস্থা কে স্থায়ী করার জন্য বিত্তবানদের মধ্যে একশালা, পাঁচশালা, দশশালা বন্দোবস্ত করেন। কিন্তু এতে তারা ব্যর্থ হয়। তখন তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস ভূমি রাজস্ব বিষয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট নতুন এক ব্যবস্থার প্রস্তাব করেন। উক্ত প্রস্তাবটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক ১৭৯৩ সালে অনুমোদিত হয়। এটি চিরস্থায়ী বন্দোবস্ত নামে পরিচিত। চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট এর প্রণয়নের পটভূমি: ভারতবর্ষে মুসলিম শাসন আমলে ভূমি রাজস্ব ব্যবস্থার মধ্যস্বত্বভোগীর কোন স্থান ছিল না। তার পূর্বে হিন্দু শাসনামলেও এই ব্যবস্থায় মধ্যস্বত্বভোগীর কোন স্থান ছিল না। তৎকালীন সময়ে সরকার গ্রামের মাতব্বর এর সহায়তায় সরাসরি কৃষকদের সাথে যোগাযোগ রাখতো। তবে এ ক্ষেত্রে কিছু কিছু ব্যতিক্র