Skip to main content

Posts

Showing posts with the label How vaccine is invented কিভাবে টিকা আবিষ্কার করা হয়

Featured post

SSC English First Paper Unit-2 Lesson-3 Mans and Climate

How vaccine is invented কিভাবে টিকা আবিষ্কার করা হয়

কিভাবে টিকা আবিষ্কার করা হয়, এবং কেন এত সময় লাগে একটা টিকা আবিষ্কার করতে। বিস্তারিত জানতে পারবেন। ব্রাইটন ইংলিশ বিডি পরিচালিত প্রোগ্রামে আমি শামীম সারওয়ার স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তুতে কিভাবে নতুন একটি ভ্যাকসিন আবিষ্কার করা হয় এবং কেন এত সময় লাগে এই বিষয়ে কথা বলব। চিহ্নিত করতে হয় ভাইরাস বা ব্যাকটেরিয়াটিকে যেটা রোগের সৃষ্টি করে।  প্রথমেই চিহ্নিত করতে হয় ভাইরাস বা ব্যাকটেরিয়াটিকে যেটা রোগের সৃষ্টি করে। কখনো কখনো প্যাথোজেন নিজেই দুর্বল বা নিষ্ক্রিয় হয়ে যায়। এবং এটা ভ্যাকসিন হিসেবে কাজ করে। কিন্তু এটা সবসময় সম্ভব হয় না। এই সমস্ত ক্ষেত্রে পরবর্তী ধাপ হলো প্যাথোজেন এন্টিজেন কে চিহ্নিত করা। আমাদের দরকার হয় ইউনিক প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন মার্কার্স যেটা নতুন একটি ভ্যাকসিন তৈরিতে ভিত্তি হিসেবে কাজ করে। কিছু কিছু প্যাথোজেন এর ক্ষেত্রে এই সমস্ত এন্টিজেন একই রকম থাকে। ফ্লু জাতীয় ভাইরাস নিজেদের পরিবর্তন করে  অন্যান্য প্যাথোজেন যেমন ফ্লু জাতীয় ভাইরাস। এগুলি নিজেদের পরিবর্তন করে। বা তাদের এন্টিজেন মিউটেড করে। তাই এগুলোকে প্রতিবছর নতুন করে এনালাইজ করতে হয়। ...