- Get link
- X
- Other Apps
How we can describe a Graph and Pie Chart এই ভিডিও থেকে জানবো আমরা কিভাবে গ্রাফ এবং পাই চার্ট বর্ণনা করতে হয়। Graph or chart লিখার নিয়ম নিচে প্রদত্ত ১টি গ্রাফ এবং চার্ট থেকে শিক্ষা নিয়ে যেকোন graph chart লিখতে পার। তোমরা জানো যে এসএসসি অথবা এইচএসসি তে ইংরেজিতে 10 নাম্বারে graph অথবা chart লিখতে বলা হয় যার মোট নম্বর 10. কিন্তু দেখা যায় যে তোমরা অনেকেই গ্রাফ বা চার্ট লিখতে পারো না ৷ অনেকে আবার গ্রাফ চার্ট মুখস্ত করে লিখার চেষ্টা করো যা খুবই দুর্ভাগ্যজনক। এটা কখনও করতে যাবে না। নিচের নিয়ম গুলো লক্ষ্য করলেই তোমরা সহজেই নিজেরাই বর্ণনা করতে পারবে। গ্রাফ বর্ণনা করা খুবই সহজ কারণ গ্রাম হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা থেকে নেয়া তথ্য-উপাত্ত। শুধুমাত্র তথ্য-উপাত্ত কে বর্ণনার মাধ্যমে প্রকাশ করাই হচ্ছে গ্রাফ বর্ণনা। ইংরেজি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই গ্রাফ বর্ণনার ধারাবাহিকতা রাখতে হবে। গ্রাফ এর মধ্যে বর্ণনায় যেমন ক্রমান্বয়ে বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে, তেমনি লেখার মধ্যেও এই গ্রমান নয় বৃদ্ধি বা হ্রাস এর বিষয়টি উল্লেখ করতে হবে। কোন সময় বা কোন সালে বৃদ্ধি পেয়েছিল তা বিশেষভাবে উল্লেখ করতে হ...