- Get link
- X
- Other Apps
বিশেষজ্ঞ (Expert) কাকে বলে? বিতর্কিত হস্তলিপি প্রমাণের বিভিন্ন পদ্ধতি কি কি? আদালত নিজেই কি একটি বিতর্কিত হস্তলেখা পরীক্ষা করতে পারেন? হস্তলিপি বিষয়ে বিশেষজ্ঞ সাক্ষীর মূল্য কতটুকু? কখন একজন বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক? আদালত কি একজন বিশেষজ্ঞের মতামত মানতে বাধ্য? কেন বলা হয়- আদালতে দেয়া একজন বিশেষজ্ঞের মতামত এর জবানবন্দি সাক্ষ্য হিসেবে গণ্য হয়, তার পূর্বে জমা দেয়া রিপোর্ট নয়। প্রশ্ন: বিশেষজ্ঞ (Expert) কাকে বলে? উত্তর: সাক্ষ্য আইনের ৪৫ ধারা অনুযায়ী বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, টিপসহি সনাক্তকরণ বিষয়ে বিশেষ পারদর্শী ব্যক্তিদেরকে বিশেষজ্ঞ বা এক্সপার্ট বা বিশারদ বলে। একজন বিশেষজ্ঞ কে উপযুক্ত সাথী হওয়ার জন্য পেশাগত জ্ঞান না থাকলে চলবে। তবে তাকে বিচার্য বিষয় সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। তাহলেই তার সাক্ষ্য গ্রহণীয় হবে। প্রশ্ন: বিতর্কিত হস্তলিপি প্রমাণের পদ্ধতি কি কি? উত্তর: ১) হস্তলিপি সম্পর্কে যারা অভিজ্ঞ এমন ব্যক্তিদের অভিমত দ্বারা বিতর্কিত হস্তলিপি প্রমাণ করা যায়। বিদেশি আইন, চারুকলা, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে আদালতকে যখন সিদ্ধান্তে আসতে হয় তখ...