Skip to main content

Posts

Showing posts with the label Estoppel এস্টোপেল আদালত কি কি বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

আদালত কি কি বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে?

আদালত কি কি বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে? প্রতিবন্ধক বা স্বকার্যজনিত বাধা বা Estoppel কি? সাক্ষ্য আইনের এস্টোপেল নীতির শর্তসমূহ কি কি? কোন ক্ষেত্রে এস্টোপেল নীতির প্রয়োগ করা যেতে পারে? বিল অব এক্সচেঞ্চ বা বিনিময় বিলের ক্ষেত্রে এস্টোপেল কি? আদালত কি কি বিষয়ের অস্তিত্ব অনুমান করতে পারে? সাক্ষ্য আইনের ১১৪ ধারায় ঘটনা সম্পর্কিত অনুমান সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা খণ্ডনযোগ্য অনুমান। সাক্ষ্য আইনের ১১৪ ধারায় উল্লেখিত ৯ টি ক্ষেত্রে ঘটনার অস্তিত্ব আদালত অনুমান করতে পারে। আদালত অনুমান করতে পারে যে, ক. চুরির অব্যবহিত পরই চোরাই মাল যে লোকের দখলে থাকে, সে যদি তার দখলের কারণ ব্যাখ্যা করতে না পারে, তবে সেই লোক চোর কিংবা চোরাই মাল বলে জানা সত্ত্বেও সে সেটা গ্রহণ করেছে। খ. সহযোগীর বিবৃতি যদি না গুরুত্বপূর্ণ বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সহ সমর্থিত হয়, তবে তা বিশ্বাসের অযোগ্য। গ. স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত বিনিময় পত্র উপযুক্ত প্রতিদানের বিনিময়ে স্বীকৃত বা পৃষ্ঠাঙ্কিত হইয়াছে। ঘ. যে জিনিস বা জিনিসের যে অবস্থা সাধারণতঃ যে সময়ের পর আর বিদ্যমান থাকে না, তদপেক্ষা সম সময়ের মধ্যে সেই জিনিস বা ...