Skip to main content

Posts

Showing posts with the label Condonation of Delay তামাদি আইনের বিলম্ব মওকুফ

তামাদি আইনের বিলম্ব মওকুফ Condonation of Delay

তামাদি আইনের বিলম্ব মওকুফ Condonation of Delay কোন কোন ক্ষেত্রে তামাদি সময় বৃদ্ধি করা যেতে পারে? কোন কোন ক্ষেত্রে ৫ ধারার বিধান প্রযোজ্য? কোন কোন ক্ষেত্রে ৫ ধারার বিধান প্রযোজ্য না? তামাদি আইনের ৫ ধারার আবেদনের ক্ষেত্রে বিলম্বের যথেষ্ট কারণ কি কি? আইনগত অপারগতা বা Legal Disability কি? কোন কোন ক্ষেত্রে তামাদি আইনের ৬ ধারার বিধান প্রযোজ্য? কোন কোন ক্ষেত্রে তামাদি আইনের ৬ ধারার বিধান প্রযোজ্য না? আইনগত অপারগতার ক্ষেত্রে কখন মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ গণনা শুরু হবে? একাধিক বাদী অথবা দরখাস্তকারীর মধ্যে একজনের অপারগতা হলে তামাদি মেয়াদ কত? তামাদি আইনের ৬ ও ৭ ধারার আইনগত অপারগতার বিশেষ ব্যতিক্রম কি? অগ্রক্রয়ের মামলা করার তামাদি মেয়াদ কত? কোন কোন ক্ষেত্রে তামাদি সময় বৃদ্ধি করা যেতে পারে? তামাদি আইন, ১৯০৮ এর ৫ ধারায় তামাদির বিলম্ব মওকুফের আবেদন করতে হয়। সাধারণ নিয়ম হলো, কোন আপীল, রিভিউ এবং রিভিশন আইনে তামাদি আইনের প্রথম সিডিউলে উল্লেখিত সময়ের মধ্যে দায়ের করতে হয়। আপীল, রিভিউ, রিভিশন বা আবেদন ইত্যাদি নির্ধারিত সময়ে দাখিল করতে না পারলে আদালত ৩ ধারার বিধান অ...