- Get link
- X
- Other Apps
অপরাধ স্বীকার কাকে বলে? ১৬৪ ধারা অনুযায়ী কে স্বীকারোক্তি লিপিবদ্ধ করেন ও স্বীকারোক্তির সাক্ষ্যগত মূল্য কি? What is Confession? Who will take Confession according to Section 164 of Criminal Procedure Code 1898 and what is the procedure for confession? What is the evidential value of confession. Video short notes on law. স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন অপরাধীর কার উক্তি লিপিবদ্ধ করার জন্য যে সকল আনুষ্ঠানিকতা অবশ্যই পালন করতে হবে তা উল্লেখ করা হলো ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুযায়ী অপরাধী লিপিবদ্ধ করার পূর্বে ম্যাজিস্ট্রেট তাকে বুঝিয়ে দিবেন যে তিনি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন এবং তিনি যদি অপরাধ স্বীকার করেন তাহলে তার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে এছাড়া স্বীকারোক্তি নিজের ইচ্ছায় স্বীকারোক্তি প্রদান করছে বলে যতক্ষণ ম্যাজিস্ট্রেট এর নিকট প্রতীয়মান না হবে ততক্ষণ তিনি উক্ত স্বীকারোক্তি লিপিবদ্ধ করবেন না। ফৌজদারি কার্যবিধির 364 এক ধারা অনুযায়ী যখন কোন ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট ব্যতীত অন্য কোন আদালত কোন অপরাধের জবানবন্দি গ্রহণ করেন তখন তাকে যে প্রশ্ন করা হয় সেই প্র...