Skip to main content

Posts

Showing posts with the label স্বীকারোক্তি দোষ-স্বীকার দোষ-স্বীকারোক্তি Admission Confession

Video Article in English Grammar Series Definite Indefinite articles

স্বীকারোক্তি দোষ-স্বীকার দোষ-স্বীকারোক্তি Admission & Confession

স্বীকারোক্তি এবং দোষ স্বীকার। স্বীকারোক্তি কি? কোন কোন ব্যক্তির বক্তব্য স্বীকারোক্তি বলে গণ্য হবে? কখন দেওয়ানী মামলায় স্বীকারোক্তি প্রাসঙ্গিক নয়? দোষ স্বীকারোক্তির কি? দোষ স্বীকারোক্তি কত প্রকার? দোষস্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে অপ্রাসঙ্গিক হতে পারে? সাক্ষ্য আইনের ২৭ ধারার আবশ্যিক শর্তসমূহ কি কি? কখন দোষ স্বীকারোক্তি সহ-অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যে ব্যবহার করা যায়? স্বীকারোক্তি এবং দোষ-স্বীকার [Admission & Confession] সাক্ষ্য আইনের ১৭ থেকে ৩১ ধারা পর্যন্ত স্বীকারোক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। ২৪ ধারা অনুসারে অনুচিত প্রভাবজনিত দোষ স্বীকারোক্তি, ২৫ ধারা অনুসারে পুলিশের নিকট প্রদত্ত দোষ স্বীকারোক্তি, ২৬ ধারা অনুসারে পুলিশ হেফাজতে থাকাবস্থায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি ছাড়া পুলিশের নিকট দোষ-স্বীকারোক্তি গ্রহণযোগ্য না। স্বীকারোক্তি কি? সাক্ষ্য আইনের ১৭ ধারায় স্বীকারোক্তিকে সংজ্ঞায়িত করা হয়েছে। ১৭ ধারায় বিধান করা হয়েছে, স্বীকারোক্তি হলো কোনো ব্যক্তির মৌখিক বা লিখিত বক্তব্য যা বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে কোনো অনুমান ইঙ্গিত করে। সুতরাং স্বীকারোক্তি দুই প্রকার ১