Skip to main content

Posts

Showing posts with the label সেটঅফ ও কাউন্টার ক্লেইম কাকে বলে

সেটঅফ ও কাউন্টার ক্লেইম কাকে বলে? কে সেটঅফ ও কাউন্টার ক্লেইম এর দাবি করতে পারে?

সেটঅফ ও কাউন্টার ক্লেইম কাকে বলে?  কে সেটঅফ ও কাউন্টার ক্লেইম এর দাবি করতে পারে?  সেটঅফ এর আবশ্যকীয় উপাদান কি কি?  সেটঅফ ও কাউন্টার ক্লেইম এর মধ্যে পার্থক্য কি কি?  ইকুইটেবল সেটঅফ কাকে বলে?  লিগ্যাল সেটঅফ ও ইকুইটেবল সেটঅফ এর মধ্যে পার্থক্য কি?   সেট-অফ (set-off) বলতে কী বুঝায়? এধরনের আপত্তি কখন তােলা যায়? কোন অর্থের মামলায় বাদীর দাবীর ক্ষেত্রে সেট অফ এর আইনগত মূল্য কতটুকু? সেট অফ সেট অফ বলতে আমরা যা বুঝি তা হচ্ছে বাদীর যদি পাওনা টাকা বিবাদীর নিকট থাকে, এই পাওনা টাকা উদ্ধারের জন্য বাদী যদি মোকদ্দমা করে তখন বাদীর নিকট পাওনা টাকা ও বিবাদীর বাদীর নিকট পাওনা টাকা- এদুয়ের সমন্বয় করে যে মামলা পরিচালিত হয় তাকে বলে সেট অফ। The Code of Civil Procedure, 1908 এর ৮ আদেশের ৬(১) বিধিতে এ সম্পর্কে বলা হয়েছে যে, পাওনা অর্থ উদ্ধারের দাবিতে দায়েরকৃত কোন মামলায় যদি বাদির নিকট থেকে বিবাদী যে পরিমাণ টাকা দাবি করে তা যদি বাদির দাবিকৃত অর্থ দ্বারা পরিষদ করতে চায় এবং এই টাকার পরিমাণ যদি নির্ধারিত থাকে এবং তা যদি আদালতের আর্থিক এখতিয়ারের অন্তর্ভুক্ত হয় এবং বাদির মামলা...