- Get link
- X
- Other Apps
কিভাবে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার করা যায়? তাৎক্ষণিক দখলের অধিকারী ব্যক্তির নিকট দখল অর্পণের ব্যাপারে মালিক ব্যতীত দখলকারী ব্যক্তির দায়-দায়িত্ব কি? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১০ এবং ১১ ধারার মধ্যে পার্থক্য কি? অস্থাবর সম্পত্তির দখল [Possession of Moveable Property] সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১০ এবং ১১ ধারায় অস্থাবর সম্পত্তির দখল উদ্ধার সম্পর্কে আলোচনা করা হয়েছে। কিভাবে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার করা যায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১০ ধারা অনুযায়ী সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি উদ্ধার করা যেতে পারে দেওয়ানী কার্যবিধিতে উল্লেখিত পন্থা অনুযায়ী। ১০ ধারার অধীন প্রদত্ত ডিক্রি দেওয়ানী কার্যবিধির ২১ আদেশের ৩০ থেকে ৩১ বিধি অনুযায়ী কার্যকর করা যায়। ১০ ধারায় সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তি যেমন “ট্রাস্টি বা সম্পত্তি বর্তমান দখলে রাখার কোনো বিশেষ বা অস্থায়ী অধিকার আছে এমন ব্যক্তিও যেমন জিম্মাদার, পণ্য বন্ধকগ্রহীতা, বা হারানো পণ্য খুঁজে পেয়েছে এমন কোনো ব্যক্তিও মোকদ্দমা দায়ের করতে পারে। উদাহরণ: A জীবন কালের জন্য B কে জমি উইল করে দেয়...