Skip to main content

Posts

Showing posts with the label সাধারণ ভিন্নতাগুলো দন্ডবিধি ১৮৬০

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

General Exceptions Panel Code 1860 সাধারণ ভিন্নতাগুলো দন্ডবিধি ১৮৬০

Chapter Four - General Exceptions Panel Code 1860 চতুর্থ অধ্যায়ঃ সাধারণ ভিন্নতাগুলো দন্ডবিধি ১৮৬০ ধারা ৭৬ আইনত বাধ্য বা বিচ্যুতি ধারণাবশত নিজেকে আইনবলে বাধ্য বলে‌ বিশ্বাসকারি ব্যক্তিবিশেষ দ্বারা সম্পন্ন কার্য যে লােক কোন কিছু সম্পন্ন করার জন্য আইনবলে বাধ্য বা তথ্যের বিচ্যুতি ধারণাবশত, আইনের বিচ্যুতি ধারণাবশত নয়, সদবিশ্বাসে নিজেকে কোন কিছু সম্পন্ন করার জন্যে আইনবলে বাধ্য বলে বিশ্বাস করে, সে লােক ঐ কার্য সম্পন্ন করলে তা অপরাধ নয়। উদাহরণসমূহ। (ক) সৈনিক ক তদীয় উর্ধ্বতন পদস্থ কর্মচারির আদেশ মােতাবেক আইনের নির্দেশ মােতাবেক কোন জনতার উপর গুলি চালায়। ক কোন অপরাধ করে না। (খ) বিচারালয়ের কোন এক অফিসার ক ঐ বিচারালয় দ্বারা ম কে গ্রেপ্তার করার জন্য আদিষ্ট হয় ও যথাযথ তদন্তের পর খ কে ম মনে করে খ কে গ্রেপ্তার করেন। ক কোন অপরাধ করেনি। ধারা ৭৭ বিচার বিষয়ক কার্য পরিচালনাকালে বিচারকের কার্য বিচারকের মাধ্যমে বিচার বিষয়ক কার্য পরিচালনাকালে আইনবলে ঐ ক্ষমতা দেয় বা আইনবলে ঐ ক্ষমতা দেয়া হয়েছে বলে তিনি বিশ্বাস করেন, এরূপ যে কোন ক্ষমতা প্রয়ােগ করার ক্ষেত্রে সম্পন্ন কোন কিছুই অপরাধ হবে না। ধারা ৭৮ আ...