Skip to main content

Posts

Showing posts with the label সাক্ষ্যগ্রহণের কমিশন প্রদান ও উহার পদ্ধতি

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

Examination of Witnesses Issue of commission and Procedure সাক্ষ্যগ্রহণের কমিশন প্রদান ও উহার পদ্ধতি

Chapter XL -Of Commissions for the Examination of Witnesses  সাক্ষ্যগ্রহণের কমিশন বিষয়ে Issue of commission and Procedure কমিশন প্রদান ও উহার পদ্ধতি  ধারা ৫০৩ যখন সাক্ষীর উপস্থিতি বাদ দেওয়া যায় ১) এই বিধির অধীন কোন অনুসন্ধান, বিচার বা অন্য কোন কার্যধারা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা আদালত বা হাইকোর্ট বিভাগের নিকট যদি প্রতীয়মান হয় যে, বিচারের লক্ষ্য পূরণকল্পে কোন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা আবশ্যক, কিন্তু বিলম্ব, ব্যয় কিংবা অসুবিধা ব্যতিত উক্ত সাক্ষীকে হাজির করা সম্ভব নহে, কিংবা অবস্থার পরিপ্রেক্ষিতে অনুরূপ বিলম্ব, ব্যয় বা অসুবিধা বহন করা অযৌক্তিক, তা হলে উক্ত ম্যাজিস্ট্রেট বা আদালত উক্ত সাক্ষীকে হাজির হতে রেহাই দিতে পারেন এবং উক্ত সাক্ষীর সাক্ষ্য গ্রহণের নিমিত্তে সাক্ষী যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর অধিক্ষেত্রের স্থানীয় সীমার মধ্যে বসবাস করেন, সেই চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-কে, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে কমিশন দিতে পারেন। ২) এবং...