Skip to main content

Posts

Showing posts with the label সাক্ষ্য বিষয়ে বিশেষ বিধি ধারা ৫০৯ চিকিৎসক সাক্ষীর জবানবন্দি

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

সাক্ষ্য বিষয়ে বিশেষ বিধি ধারা ৫০৯ চিকিৎসক সাক্ষীর জবানবন্দি

 Chapter XLI - Special Rules of Evidence একচল্লিশতম অধ্যায়- সাক্ষ্য বিষয়ে বিশেষ বিধি ধারা ৫০৯ চিকিৎসক সাক্ষীর জবানবন্দি ১) আসামির উপস্থিতিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক গৃহীত ও স্বাক্ষরিত কিংবা চত্বারিংশ অধ্যায়ের অধীন কমিশন দ্বারা গৃহীত সিভিল সার্জন বা অপর চিকিৎসক সাক্ষীর জবানবন্দি তাকে সাক্ষী হিসাবে ডাকা না হলেও এই বিধির অধীন কোন অনুসন্ধান, বিচার বা অন্য কার্যধারা সাক্ষ্য হিসাবে প্রদান করা যাবে। ২) চিকিৎসক সাক্ষীকে সমন করার ক্ষমতা আদালত উপযুক্ত মনে করলে এইরূপ সাক্ষীকে সমন করতে এবং তার জবানবন্দির বিষয়বস্তু সম্পর্কে তার পরীক্ষা গ্রহণ করতে পারবেন। ধারা ৫০৯ক ময়না তদন্তের রিপাের্ট এই কার্যবিধির অধীন যেক্ষেত্রে কোন অনুসন্ধান, বিচার কিংবা অপরাপর কার্যধারায় ময়না তদন্তের রিপাের্ট সাক্ষ্য হিসাবে ব্যবহার করা প্রয়ােজন হয় এবং যে ময়না তদন্তকারি সিভিল সার্জন বা অন্য কোন ডাক্তার যিনি উক্ত ময়না তদন্ত করেছিলেন তিনি যদি মারা যাইয়া থাকেন বা সাক্ষ্য দিতে অপারগ হন অথবা বাংলাদেশের বহির্ভাগে অবস্থান করেন এবং তাকে এইরূপ বিলম্ব ব্যতিত বা অতিরিক্ত ব্যয় ছাড়া বা অসুবিধা ছাড়া উপস্থিত করা না যায়, যা ...