Skip to main content

Posts

Showing posts with the label সাক্ষ্য আইন ১৮৭২ ঘটনার প্রাসঙ্গিকতা

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

Evidence Act 1872 Relevancy of Facts Preliminary সাক্ষ্য আইন ১৮৭২ ঘটনার প্রাসঙ্গিকতা

Part I -Relevancy of Facts প্রথম খন্ড- ঘটনার প্রাসঙ্গিকতা Chapter I -Preliminary প্রথম অধ্যায় -প্রারম্ভিক ধারা ১ সংক্ষিপ্ত শিরােনাম, আওতা ও কার্যকারিতা শুরু এ আইন ১৮৭২ সালের স্বাক্ষ্য আইন নামে গণ্য হবে। এটা সারা বাংলাদেশ ব্যাপী বলবত হবে, এবং ১৯৫২ সনের সেনাবহিনী আইন, ১৯৬১ সনের নৌ-শৃঙ্খলা আইন, অথবা ১৯৫৩ সনের নৌবাহিনী (শৃঙ্খলা) আইন দ্বারা‌ সংশােধিত নৌ-শৃঙ্খলা আইন, অথবা বিমান বাহিনী আইন অনুসারে গঠিত সামরিক আদালত ছাড়া সকল আদালত ও সামরিক আদালতে সকল প্রকার বিচারে প্রযােজ্য হবে। কিন্তু এই আইন আদালত কিংবা অফিসারের কাছে হাজিরকৃত এফিডেভিটে বা সালিশের কার্যক্রমে প্রয়ােগযােগ্য হবে না। এই আইন ১৮৭২ সালের ১লা সেপ্টেম্বর তারিখে কার্যকরী হবে। ধারা ৩ সংজ্ঞা এই আইনে বিষয় কিংবা প্রসঙ্গের পরিপন্থি কিছু না থাকলে নিন্মলিখিত শদ্বগুলি ও শব্দসমষ্টিগুলির অর্থে হবে- আদালত: আদালত বলতে সমস্ত জজ, ম্যাজিস্ট্রেট এবং সালীস ছাড়া স্বাক্ষ্য গ্রহণে আইনত কর্তৃত্বপ্রাপ্ত সমস্ত ব্যক্তিকে বুঝাবে। বিষয়:  বিষয় বলতে বুঝাবে (১) ইন্দ্রিয়গ্রাহ্য কোন কিছু বা কোন কিছুর অবস্থা বা কোন কিছুর সম্পর্কে। (২) মানসিক কোন অবস্থা, য...