- Get link
- X
- Other Apps
কে সাক্ষ্য দিতে পারে? পাগল বা মানসিক রোগীর কি সাক্ষী হওয়ার যোগ্য? একজন বোবা ব্যক্তি কি সাক্ষী হতে পারে? স্বামী বা স্ত্রী কি একে অপরের সাক্ষী হতে পারে? একজন আসামী কি সাক্ষী হতে পারে? কোন কোন ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য নয়? কোন কোন ক্ষেত্রে জজ বা ম্যাজিস্ট্রেটকে জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দিতে বাধ্য করা যায়? স্বামী এবং স্ত্রী কোন ধরণের যোগাযোগ প্রকাশ করতে বাধ্য না? রাষ্ট্রীয় বিষয়ে কি সাক্ষ্য দেয়া যাবে? সরকারী বার্তা কি প্রকাশ করা যাবে? সাক্ষ্য আইনের ১২৩ এবং ১২৪ ধারার মধ্যে পার্থক্য কি? পেশাগত যোগাযোগের ক্ষেত্রে বিশেষাধিকার কি? দুষ্কর্মের সহযোগী কি সাক্ষী হওয়ার যোগ্য? কোন ঘটনা প্রমাণের জন্য কতজন সাক্ষী প্রয়োজন? সাক্ষীসমূহ [Of Witnesses ] সাক্ষ্য আইন, ১৮৭২ এর ১১৮ থেকে ১৩৪ ধারায় সাক্ষী সম্পর্কিত বিধান করা হয়েছে। কে সাক্ষ্য দিতে পারে? সাক্ষ্য আইনের ধারা ১১৮ অনুযায়ী সকল ব্যক্তি সাক্ষ্য দেওয়ার যোগ্য যদি আদালত মনে করে যে, উক্ত ব্যক্তির নিকট জিজ্ঞাসিত প্রশ্ন সে বুঝতে এবং সেই প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিতে সে সক্ষম। যদি সে জিজ্ঞাসিত প্রশ্ন বুঝ...