Skip to main content

Posts

Showing posts with the label সর্বসাধারণের শান্তি বহির্ভূত অপরাধগুলো বিষয়ক

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

সর্বসাধারণের শান্তি বহির্ভূত অপরাধগুলো বিষয়ক

Chapter Eight - Of Offences Against the Public Tranquility অষ্টম অধ্যায় -সর্বসাধারণের শান্তি বহির্ভূত অপরাধগুলো বিষয়ক ধারা ১৪১ বেআইনি সমাবেশ পাঁচ বা ততােধিক লােকের সমাবেশকে “বেআইনি সমাবেশ" বলে পরিগণিত হয় যদি ঐ সমাবেশ গঠনকারি ব্যক্তিদের সাধারণ উদ্দেশ্য নিম্নোক্তরূপ হয়- প্রথম, অপরাধজনক বলপ্রয়ােগ বা অপরাধজনক বলপ্রয়োগের হুমকি প্রদান করে সরকার বা আইন পরিষদ বা কোন সরকারি কর্মচারিকে এরূপ সরকারি কর্মচারি হিসেবে তার আইনানুগ ক্ষমতা প্রয়ােগের সম্পর্কে ভয় দেখানাে করা; অথবা দ্বিতীয়, কোন আইন বা আইনগত ব্যবস্থা বাস্তবায়নে বাধা দান করা; বা তৃতীয়, কোন দুষ্কর্ম বা অপরাধজনক অনধিকার প্রবেশ বা অপরবিধ অপরাধ সংগঠন করা; বা চতুর্থ, কোন লােকের প্রতি অপরাধজনক বলপ্রয়ােগ বা অপরাধজনক বলপ্রয়ােগের হুমকি দিয়ে কোন সম্পত্তি কর্তৃত্ত্ব বা অর্জন করা, বা কোন লােককে রাস্তার কর্তৃত্ত্ব বা পানির ব্যবহার বা তদীয় দখল বা অধিকারভুক্ত অপর কোন অশরীরি কর্তৃত্ত্ব হতে বঞ্চিত করা; অথবা পঞ্চম, অপরাধজনক বলপ্রয়োগ বা অপরাধজনক বলপ্রয়ােগের হুমকি দিয়ে কোন লােককে যা সম্পন্ন করার জন্য সে আইনত বাধ্য নয়, তা করতে বাধ্য করা ...