Skip to main content

Posts

Showing posts with the label সরকারি কর্মচারীবৃন্দের মাধ্যমে বা সরকারি কর্মচারীবৃন্দ বিষয়ক অপরাধগুলো

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

সরকারি কর্মচারীবৃন্দের মাধ্যমে বা সরকারি কর্মচারীবৃন্দ বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে

নবম অধ্যায়- সরকারি কর্মচারীবৃন্দের মাধ্যমে বা সরকারি কর্মচারীবৃন্দ বিষয়ক অপরাধগুলো প্রসঙ্গে ধারা ১৬১ সরকারি কর্মচারি দ্বারা কোন সরকারি কার্য বিষয়ে বৈধ পারিশ্রমিক ছাড়া অপরবিধ পারিতােষিক গ্রহণ যে লােক, সরকারি কর্মচারি হয়ে বা হবার প্রত্যাশায় কোন সরকারি কার্য সম্পন্ন করার জন্য বা সম্পন্ন করা হতে বিরত থাকার জন্য বা তদীয় সরকারি কর্তব্যগুলাে সম্পন্নের সময় কোন লােকের প্রতি সরকার বা আইন পরিষদের বা সরকারি কর্মচারির তরফ হতে অনুগ্রহ প্রদর্শন বা নিগ্রহ প্রদর্শন করার জন্য বা প্রদর্শন করা হতে বিরত থাকার জন্য বা কোন লােকের প্রতি কোন উপকার বা অপকার সাধন করার জন্য বা করার উদ্যোগ করার জন্য, কোন প্রতিদান বা পারতােষিক হিসাবে, নিজের জন্য বা অপর কোন লােকের জন্য যে কোন লােকের কাছে পারিশ্রমিক ছাড়া যে কোন পারতােষিক গ্রহণ করে বা অর্জন করে বা গ্রহণ করতে সম্মত হয় বা অর্জন করার উদ্যোগ করে, সে লােক যে কোন বর্ণনার সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, যার মেয়াদ তিন বৎসর পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ব্যাখ্যাঃ “সরকারি কর্মচারি হবার প্রত্যাশায়” কোন লােক যদি পদে সমাসীন হবার প্রত্যাশা না ...