Skip to main content

Posts

Showing posts with the label সরকারি কর্মচারীবৃন্দের আইনানুগ ক্ষমতা অবমাননা প্রসঙ্গে

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

সরকারি কর্মচারীবৃন্দের আইনানুগ ক্ষমতা অবমাননা প্রসঙ্গে

Chapter Ten - of Contempts of the Lawful Authority of Public Servants দশম অধ্যায় - সরকারি কর্মচারীবৃন্দের আইনানুগ ক্ষমতা অবমাননা প্রসঙ্গে। ধারা ১৭২ সমন জারি বা অপরবিধ ব্যবস্থা এড়াবার উদ্দেশ্যে আত্মগােপন করা যে লােক তার উপর কোন সমন, বিজ্ঞপ্তি বা আদেশ জারি করার জন্য আইনত ক্ষমতাসম্পন্ন কোন সরকারি কর্মচারির কাছে হতে উদ্ভুত এরূপ সমন বিজ্ঞপ্তি বা আদেশ জারিকরণ এড়াবার উদ্দেশ্যে আত্মগােপন করে, সে লােক বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ একমাস পর্যন্ত হতে পারে বা অর্থদণ্ডে, যার পরিমাণ পাঁচশত টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। অথবা, সমন বা বিজ্ঞপ্তি বা আদেশে কোন বিচারালয়ে স্বয়ং বা কোন প্রতিনিধি মাধ্যমে উপস্থিত হবার বা কোন নথিপত্র পেশ করার নির্দেশ থাকলে, বিনাশ্রম কারাদণ্ডে যার মেয়াদ ছয় মাস পর্যন্ত হতে পারে বা জরিমানা দণ্ডে যার পরিমাণ এক হাজার টাকা পর্যন্ত হতে পারে বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। ধারা ১৭৩ সমন জারি বা অপরবিধ কার্যক্রম বন্ধ করা বা তগুলাের প্রকাশনায় বাধা উদ্ভব করা যে লােক, যে কোন প্রকারে ইচ্ছাপূর্বক তার নিজের প্রতি বা অপর কোন লােকের উপর, সরকারি কর্মচারি হিসেবে আইনত কোন সমন, ...