Skip to main content

Posts

Showing posts with the label সম্পত্তির বিরুদ্ধে অপরাধ বিষয়ক চুরি ও বলপূর্বক গ্রহণ

Video Article in English Grammar Series Definite Indefinite articles

সম্পত্তির বিরুদ্ধে অপরাধ বিষয়ক চুরি ও বলপূর্বক গ্রহণ

Chapter Seventeen - Of Offences Against Property সপ্তদশ অধ্যায়- সম্পত্তির বিরুদ্ধে অপরাধ বিষয়ক চুরি ও বলপূর্বক গ্রহণ ধারা ৩৭৮ চুরি কোন লােক যদি, কারাে দখল হতে কোন অস্থাবর সম্পত্তি তার বিনা সম্মতিতে অসাধুভাবে গ্রহণ করার ইচ্ছায় ঐ সম্পত্তি এরূপ গ্রহণের উদ্দেশ্যে স্থানান্তর করে, তা হলে সে লােক চুরি করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যা-১ কোন বস্তু অস্থাবর সম্পত্তি ছাড়াই যে পর্যন্ত মাটির সঙ্গে যুক্ত থাকে, সে পর্যন্ত চুরির বিষয়বস্তু বলে পরিগণিত হবে না; কিন্তু মাটি হতে বিচ্ছিন্নের সঙ্গে সাথে এটা চুরির বিষয়বস্তু হবার যােগ্য পরিগণিত হবে। ব্যাখ্যা-২ সে একই কার্য যা ঐ বিচ্ছিন্নতা ঘটায় তার সাহায্যকৃত স্থানান্তরকরণ চুরি বলে পরিগণিত হতে পারবে। ব্যাখ্যা-৩ কোন লােক যদি কোন বস্তুর গতির প্রতিবন্ধক অপসারণ করে বা তাকে অপর কোন বস্তু হতে বিচ্ছিন্ন করে ও বাস্তবিকভাবে এটা স্থানান্তর করে, তা হলে ঐ বস্তু স্থানান্তর করেছে বলে পরিগণিত হবে। ব্যাখ্যা-৪ যে লােক কোন উপায়ে কোন জন্তুকে হাঁটায়, সে লােক সে জন্তুকে ও অনুরূপভাবে সৃষ্ট গতির কারণে ঐ জন্তু দ্বারা স্থানান্তরিত প্রতিটি বস্তুকে স্থানান্তর করে বলে পরিগণিত হবে