Skip to main content

Posts

Showing posts with the label সম্পত্তি হস্তান্তর বিষয়ে ফৌজদারী কার্যবিধি আইন

Custody and disposal of Property সম্পত্তি হস্তান্তর বিষয়ে ফৌজদারী কার্যবিধি আইন

Chapter XLIII - Custody and disposal of Property তেতাল্লিশতম অধ্যায় -সম্পত্তি হস্তান্তর বিষয়ে ধারা ৫১৬ক কতিপয় ক্ষেত্রে বিচার ঝুলন্ত থাকাকালে সম্পত্তির হেফাজত এবং হন্তান্তর কোন সম্পত্তি সম্পর্কে কোন অপরাধ করা হয়েছে বলে প্রতীয়মান হলে এবং কোন ইনকোয়ারি বা বিচারের সময় উহা ফৌজদারি আদালতে হাজির করা হলে ইনকোয়ারি বা বিচারের সমাপ্তি সাপেক্ষে উক্ত সম্পত্তির যথাযথ হেফাজতের নিমিত্তে আদালত যেরূপ উপযুক্ত মনে করেন, সেইরূপ নির্দেশ প্রদান করতে পারবেন এবং উক্ত সম্পত্তি যদি দ্রুত বা স্বাভাবিকভাবে ক্ষয়শীল হয়, তা হলে আদালত যেরূপ আবশ্যকীয় মনে করেন সেইরূপ সাক্ষ্য প্রমাণ লিপিবদ্ধ করে উহা বিক্রয় বা অন্য কোন ভাবে উহার নিস্পত্তি বা হস্তান্তর করার আদেশ দিতে পারবেন। ধারা ৫১৭ যেই সম্পত্তি সম্পর্কে অপরাধ করা হয়েছে উহা নিষ্পত্তির আদেশ ১) কোন ফৌজদারি আদালতে কোন অনুসন্ধান বা বিচার সমাপ্ত হওয়ার পর উক্ত আদালতে পেশকৃত বা উহার হেফাজতে রক্ষিত কোন সম্পত্তি বা দলিল, যা সম্পর্কে কোন অপরাধ করা হয়েছে বা যা কোন অপরাধ করার জন্য ব্যবহৃত হয়েছে বলে দৃষ্টমান হয়, তা ধ্বংস, জব্দ বা যে ব্যক্তি উহার দখল দাবি করে, তাকে প্...