Skip to main content

Posts

Showing posts with the label সমন সম্পর্কিত বার কাউন্সিল এবং বিজেএস লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৭

HSC English First Paper English For Today - Unit 7 Lesson 1 Brojen Das

সমন সম্পর্কিত বার কাউন্সিল বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি

বার কাউন্সিল বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্ব ৭ প্রশ্ন: The Code of Civil Procedure, 1908 অনুযায়ী বিবাদীর প্রতি সমন জারির পদ্ধতিগুলো সংক্ষেপে আলোচনা করুন। -বিজেএস পরীক্ষা, ২০২১ অথবা প্রশ্ন: দেওয়ানি কার্যবিধির সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক বিবাদীদের প্রতি সমন জারির বিভিন্ন পদ্ধতিসমূহ বিস্তারিত আলোচনা করুন। - বিজেএস পরীক্ষা,২০১১ উত্তর:  বিবাদীর প্রতি সমন জারির বিভিন্ন পদ্ধতি: ১. ব্যক্তিগতভাবে বা সরাসরি সমন জারি- ৫ আদেশের ১০ থেকে ১৬ বিধি ও ১৮ বিধিতে ব্যক্তিগতভাবে বা সরাসরি বিবাদীর প্রতি সমন জারি বিষয়ক বিধান করা হয়েছে। নিম্নলিখিত পদ্ধতিতে ব্যক্তিগতভাবে বা সরাসরি সমন জারি করা যায়- I. সকল সম্ভাব্য ক্ষেত্রে, বিবাদীর প্রতি ব্যক্তিগতভাবে বা তার অনুমোদিত প্রতিনিধির প্রতি সমন জারী করতে হবে [বিধি ১০]। বিবাদীর সংখ্যা একাধিক হলে, প্রত্যেক বিবাদীর প্রতি সমন জারি করতে হবে [বিধি ১১] II. যেক্ষেত্রে বিবাদী অনুপস্থিত থাকে এবং তার পক্ষে সমন গ্রহণ করার কোন ক্ষমতাপ্রাপ্ত কোন প্রতিনিধি না থাকলে তার সাথে বসবাসকারী পরিবারের কোন প্রাপ্ত বয়স্ক সদস্যের প্রতি সমন জারী করতে ...