Skip to main content

Posts

Showing posts with the label সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা ফৌজদারী কার্যবিধি আইন

Essay - A Journey by Boat রচনা - নৌকা ভ্রমণ

Summary Trials ধারা ২৬০ সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা ফৌজদারী কার্যবিধি আইন

Chapter 22 Of Summary Trials বাইশতম অধ্যায় সংক্ষিপ্ত বিচার প্রসঙ্গে ধারা ২৬০ সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা ১) বিধিতে যাই থাকুক না কেন- ক) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, খ) কোন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এবং গ) প্রথম শ্রেণীর ক্ষমতাসম্পন্ন কোন ম্যাজিস্ট্রেটর বেঞ্চ নিম্নবর্ণিত অপরাধসমূহের সবগুলির বা যেকোন একটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন- ক) মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নহে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নহে বা দুই বৎসরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় নহে এইরূপ অপরাধ; খ) দণ্ডবিধি (১৮৬০ সনের ৪৫নং আইন) এর ধারা ২৬৪, ২৬৫, ও ২৬৬ এর অধীন ওজন ও পরিমাপ সম্পর্কিত অপরাধ; গ) একই বিধির ধারা ৩২৩ এর অধীন আঘাত; ঘ) একই বিধির ধারা ৩৭৯, ৩৮০ বা ৩৮১ এর অধীন চুরি, যেই ক্ষেত্রে চোরাইমালের মূল্য দশ হাজার টাকার অধিক নহে; ঙ) একই বিধির ধারা ৪০৩ এর অধীন অসৎভাবে সম্পত্তি আত্মসাৎ, যে ক্ষেত্রে আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য দশ হাজার টাকার অধিক নহে; চ) একই বিধির ধারা ৪১১ এর অধীন চোরাইমাল গ্রহণ বা রাখা, যেক্ষেত্রে উক্ত মালের মূল্য দশ হাজার টাকার অধিক নহে; ছ) একই বিধির ৪০৪ এর অধীন চোরাইমাল গােপন বা হস্তান্তর করতে সাহায্য করা, যেক্ষ...