Skip to main content

Posts

Showing posts with the label ষআদেশ ২৬ সাক্ষীদের পরীক্ষা করতে কমিশন

Featured post

SSC English First Paper Unit-2 Lesson-3 Mans and Climate

আদেশ ২৬ সাক্ষীদের পরীক্ষা করতে কমিশন

Order 26 Commission for Examining Witnesses আদেশ ২৬ সাক্ষীদের পরীক্ষা করতে কমিশন আদেশ ২৬ বিধি ১ যেসব ক্ষেত্রে আদালত সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন প্রেরণ করতে পারে আদালতের এখতিয়ারভুক্ত এলাকায় বসবাসকারী কোন লােক এই আইনের অধীনে আদালতে হাজির হওয়া হতে অব্যাহতি প্রাপ্ত হয়ে থাকলে বা অসুস্থতা বা দৌর্বল্যের কারণে এটাতে হাজির হতে অক্ষম হলে আদালত প্রশ্নাবলির দ্বারা বা অন্যভাবে উক্ত লােকের সাক্ষ্য গ্রহণের জন্য যে কোন আদালত যেকোন মামলায় কমিশন প্রেরণ করতে পারবেন। আদেশ ২৬ বিধি ১ বিধির বিশ্লেষণ কমিশন নিয়ােগ আদেশ- ২৬, ধারা ৭৫-৭৬। কমিশন নিয়ােগঃ ধারা ৭৫ আদালত নিম্নবর্ণিত ৪টি কারনে কমিশন নিয়ােগ দিতে পারে ১। কোন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ২। স্থানীয় তদন্ত অনুষ্ঠানের জন্য। ৩। হিসাব পরীক্ষা ও সমন্বয় করার জন্য। ৪। বাটোয়ারা করার জন্য। > বাংলাদেশের বাইরে বসবাসকারী সাক্ষীর পরীক্ষা করার জন্য কমিশন প্রেরণ না করে আদালত অনুরােধপত্র (Letter of Request) প্রেরণ করতে পারেন। [ধারা ৭৬, বিধি-৫, আদেশ-২৬] > আদালত নিজে বা মামলার কোন পক্ষ এফিডেভিট যােগে আবেদন করলে কমিশন নিয়ােগ করতে পারেন। [বিধি- ২, ...